সৌদি আরবের কাউন্সিল অফ সিনিয়র ক্লেরিক নামে পরিচিত ধর্মীয় নেতাদের সংগঠন গণবিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারী করে এক বিবৃতি প্রদান করেছে।
@আলমাতরাফি এই বিবৃতিটি টুইটারমেইলের মাধ্যমে [আরবী ভাষায়] আমাদের জানাচ্ছে যা, সংগঠনের প্রধান মুফতি শেখ আবদুল-আজিজ আল আল শেইখ প্রদান করেছে:
ঊধ্বর্তন ধর্মীয় নেতাদের সংগঠন নিশ্চিত করেছে যে, বিক্ষোভ এই দেশে নিষিদ্ধ। শরিয়া মোতাবেক (ইসলামিক আইন) সাধারণ আগ্রহের বিষয়ে উপলব্ধি করার সঠিক পথ হচ্ছে উপদেশ প্রদান করা, যা নবী হজরত মোহাম্মদ প্রতিষ্ঠা করে গেছে।
বিবৃতির আরো কিছু অংশ:
সংস্কার এবং উপদেশ, বিক্ষোভের মাধ্যমে তৈরি হয় না এবং বিক্ষোভ এমন এক উপায়, যা কেবল দ্বন্দ্ব এবং বিভক্তির সৃষ্টি করে। দেশটির ধর্মীয় নেতারা অতীতে এবং বর্তমানে বিক্ষোভ প্রকাশ নিষিদ্ধ ঘোষণা করেছে, এবং তারা এর বিরুদ্ধে সতকর্তা প্রকাশ করেছে।
এই বিবৃতি, সৌদি টুইপসে #সৌদিমাতালেব এবং #কেবারালোলামা হ্যাশটাগের মাধ্যমে এক প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কয়েকটি প্রতিক্রিয়া নীচে প্রদান করা হল:
@alduaa
لا اعلم ما التعريف الحقيقي لهيئة كبار العلماء والى اي جهة ينحازون ولا اعلم من اي عقليه ينحدرون#saudimataleb
@yaseral
في زمن تساقط الاقنعه وانكشاف الحقيقه ….اتت هيئه كبار العلماء واسقطت جميع اقنعتها وفقدت مصداقيتها لدي الشعب #kebaralolama #saudimataleb
@nouralnour55
الحج اكبر المظاهرات فهل يعنى تحريم التظاهر من هئيه كبار العلماء اليوم تحريما للحج #ksa #mar11 #saudi #Saudimataleb
হজ্জ হচ্ছে এক বিশাল প্রতিবাদ, তার মানে কি হজ্জ পালন করাও নিষিদ্ধ?
@SaHeRManam
#SaudiMataleb #OnlyInSaudi هيئة كبار العلماء وشرايكم تكرمونا بسكوتكم وتاكلون رز بلبن افيد للصحه
@onsaudirights
خسرت كبار العلماء فرصة غالية لاسترداد شيء من مكانتها #saudimataleb
@Sarah_Alshawi
سقطة يا هيئة كبار العلماء و ما اعظمها من سقطة. و ياليتني استطيع القول انها الاولى… الشكوى لله
এবং সবশেষ @সাউদিলইয়ার প্রশ্ন করেছে:
((والهيئة إذ تؤكد على حرمة المظاهرات في هذه البلاد))!!٠ ممكن أحد يشرح لي لماذا فقط: (في هذه البلاد)؟ #Kebaralolama