ওমান: সোহারে প্রতিবাদ চলছে

আরব বিদ্রোহের ঢেউ ওমানের তীরে এসে পৌছেছে। সংস্কার ও দুর্নীতির অবসানের লক্ষ্যে হাজার হাজার ওমানি সালতানাতের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে।

শিল্প কেন্দ্র ও শিল্প বন্দর সোহারে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার ১০০০ এর ও বেশি বিক্ষোভকারী গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র সোহারের প্রবেশ পথ অবরুদ্ধ করে রাখে।

@সুলতানআলকাশেমি আল হুররা: প্রত্যক্ষদর্শীগণ: ১০০০ বিক্ষোভকারী সোহার বন্দরের প্রবেশ মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাঁরা স্লোগান দিচ্ছে “আমরা সংস্কার চাই”। #ওমান

@মেহিনদা#ওমান#সৌদী#কুয়েত#ইউএই#কাতারمحتجون يغلقون مدخل ميناء صحار اليوم، ثاني أكبر الموانئ بعُمان http://twitpic.com/44oki2

সংস্কারের পক্ষে বিক্ষোভকারীরা সোহার বন্দরের প্রবেশ পথ অবরোধ করেছে

সংস্কারের পক্ষে বিক্ষোভকারীরা সোহার বন্দরের প্রবেশ পথ অবরোধ করেছে

আজ (সোমবার) ওমানের দ্বিতীয় বৃহত্তম বন্দর সোহারের প্রবেশ পথ বিক্ষোভকারীরা অবরোধ করেছে।

@রেবাবেরি#ওমান: প্রধান রপ্তানি বন্দরের রাস্তাগুলো অবরুদ্ধ।

দাঙ্গা পুলিশের হাতে বিক্ষোভকারী নিহত হওয়ায় শ্রম মন্ত্রণালয়ের একটি শাখায় এবং একটি হাইপারমার্কেটে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভকারীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করে।

@মেহিনদা #ওমান#সৌদী#কুয়েত#ইউএই#কাতার دخان يرتفع من مبنى تابع لمكتب وزارة القوى العاملة في صحار بعُمان اليوم http://twitpic.com/44o963

ওমানের সোহারের শ্রম ও কর্মশক্তি মণ্ত্রনালয়ের শাখায় আগুন

ওমানের সোহারের শ্রম ও কর্মশক্তি মন্ত্রণালয়ের শাখায় আগুন

আজ (সোমবার)ওমানের সোহারের শ্রম ও কর্মশক্তি মন্ত্রণালয়ের শাখায় আগুন

http://www.youtube.com/watch?v=kQe1iR4nrXc
ইউটিউব ব্যবহারকারি ফ্রিওমান১ লিখেছেন:

احتراق مركز لولو التجاري نتيجة لقتل قوات الأمن في سلطنة عمان لمجموعة من المتظاهرين .

ওমান সালতানাতের কতিপয় বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ায় লুলু হাইপারমার্কেট ভস্মীভূত।

সালতানাত জুড়ে বিদ্যমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ওমানের সুলতান কাবুস সোহার বিক্ষোভকারীদের দাবীর মুখে ৫০০০০ নতুন কর্মসংস্থানের আদেশ দিয়েছেন।

@৩আলফাইলাকাউই قابوس: يوفد اليوم شخصيات سياسية الى صحار للاستماع لمطالب المعتصمين والمحتجين

কাবুস: বিক্ষোভকারীদের দাবী শোনার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব সোহারে

@সুলতানআলকাশেমী ও এন এ: ওমানের সুলতান কাবুস ৫০,০০০ নাগরিকের কর্মসংস্থানের আদেশ দিয়েছেন http://bit.ly/dRbHVZ

গতকাল টুইটারে প্রতিক্রিয়া ছিল নিম্নরূপ:

@মাসকাটি: চানাদবিএইচ দয়া করে মনে রাখবেন যে ওমানের বিক্ষোভকারীরা সংখ্যায় মাত্র কয়েকশ এবং তাঁরা শতভাগ সুলতানের পক্ষে:

@মাইথামস:#সোহার হাসপাতালের জরুরি বিভাগে কিছু একটা ঘটতে যাচ্ছে!! লোকজন আহত!! আমি দেখতে যাচ্ছি!#ওমান

@দেয়ারলাকটান্টমাম: এ মুহুর্তে সোহারের একটি পুলিশ স্টেশনে পাথর ছুড়ে মারা হচ্ছে এবং জনতা কাঁদানে গ্যাসে আক্রান্ত। প্রায় ১৫০ জন মানুষ।

@খোকজ: তাঁরা আর কবে শিখবে!? “@মাইথামস: নিশ্চিত: #ওমানের #সোহারে ১২ জন আহত ১ জন নিহত। বেশিরভাগই বন্দুকের গুলিতে জখম! ২ জন অস্ত্রপোচারে”

@স্পিনঅনস্পিন: :# সোহারের পরিস্থিতি আর “সবুজ পদযাত্রা” সীমাবদ্ধ নেই। বিক্ষোভকারীরা পুলিশকে প্ররোচিত করছে। পুলিশ গ্যাস আর ধোঁয়ার মাধ্যমে জবাব দিচ্ছে। কোন গোলাগুলি হয়নি তবে পাথর নিক্ষেপ করা হচ্ছে।

@স্পিনঅনস্পিন: : # সোহারের বিক্ষোভকারীরা আমার হাতে ক্যামেরা দেখে ছবি তুলতে অনুরোধ জানায়। “অনেকটা গাদ্দাফীর মত।” ফুটেজ দেখলে এতে অবাক হওয়ার কিছু থাকবে না #লিবিয়া থেকে।

@স্পিনঅনস্পিন: সোহারের পরিস্থিতি ভালো না। প্রতিবাদকারীগণ এবং পুলিশ একে অপরের প্রতি পাথর নিক্ষেপ করছে। ধোঁয়া বোমা। প্রত্যক্ষদর্শীরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। #ওমান

@মাইথামস: প্রতিবাদ হিসাবে পুলিশ স্টেশনের কাছে তাঁরা একটি “গ্যাস ট্রাক” পুড়িয়েছে! গোলাগুলি শুরুর পরেই এ ঘটনা ঘটে#ওমান #সোহার

@মোবাথু: ধোঁয়ায় আচ্ছন্ন একজন বিক্ষোভকারী…তাঁর হাতের পাথরটি আপনি দেখতে পাবেন http://twitpic.com/44b6wp#সোহার

@মোমিনা৯৫: আহ শান্তিপূর্ণ সোহারে হচ্ছেটা কি: মধ্য প্রাচ্য সত্যিকারভাবেই পরিবর্তিত হচ্ছে। আশা করি ওমানীরা #গাদ্দাফীকে অনুসরণ করবে না।

@মোমিনা৯৫: ওমানের উত্তরের শহর সোহারে নিম্ন আয়ের ও বেকার জনগণ বিক্ষোভ করছে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে @এজেইংরেজী @সিএনএনব্রেক

@সাভান্নাথার৮৮: আমি ওমানের সালালাহ তে থাকি। গতকাল এখানে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ শান্তিপূর্ণ কিন্তু আরো বেশি বিক্ষোভের ঢেউ আশা করা যাচ্ছে…

@স্পিনঅনস্পিন: জনগণের সাক্ষাতকার গ্রহণের জন্য, চিত্রধারণের জন্য এবং নাগরিকদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য #সোহারে সাংবাদিক প্রয়োজন। প্রচুর আবেগ।#ওমান দয়া করে প্রতিবেদক পাঠান।

@LV_1: আমি আশা করি ওমানের সোহার থেকে আসা টুইটগুলো সংযমের পরিচয় দেবে এবং তা টুইটার জগতের চমকমুক্ত থাকবে।

@LV_1: ওমানের সোহারের বিষয়গুলো টুইট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা এখানে নেই তাঁরা এ টুইটগুলো বুঝতে পারবেন না । কেননা তা করতে গেলে বিষয়টিতে আপনি ঢুকতেই পারবেননা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .