বাহরাইন: মন্ত্রী পর্যায়ে কিঞ্চিত পরিবর্তন

বাহরাইনে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন এর অংশ হিসাবে এই পোস্ট।

গত শুক্রবার (ফেব্রুয়ারী ২৫) বিকেলে গুজব শোনা যাচ্ছিল যে বাহরাইন সরকারের মধ্যে মন্ত্রী পর্যায়ে কিছু পরিবর্তন হচ্ছে। শনিবারের সংবাদপত্রে এই গুজব সত্যি প্রমানিত হয়, যেখানে চারজন মন্ত্রীকে চাকুরিচ্যুত করা খবর আসে (ইঞ্জিনিয়ার ফাহমি আল- জোদার, বিদ্যুত আর পানি মন্ত্রনালয়/ ডঃ ফয়সাল আল- হামার- স্বাস্থ্য মন্ত্রনালয়/ শেখ ইব্রাহিম বিন খলিফা- গৃহায়ন মন্ত্রনালয়/ শেখ আহমেদ বিন আতিয়াতাল্লাহ আল –খলিফা/ মন্ত্রী পরিষদ মন্ত্রনালয়)।

বাহরাইনে মন্ত্রী পর্যায়ে পরিবর্তন। ছবি আল ওয়াসাত সংবাদপত্রের সৌজন্যে

বাহরাইনে মন্ত্রী পর্যায়ে পরিবর্তন। ছবি আল ওয়াসাত সংবাদপত্রের সৌজন্যে

তাদের স্থলে দুই জন বর্তমান মন্ত্রীকে স্থান পরিবর্তন করা হয় যার মধ্যে আছেন: মাজিদ আল- আলাউই যাকে শ্রম মন্ত্রনালয় থেকে গৃহায়ন মন্ত্রনালয়ে আর ডঃ নিজার আল- বাহামাকে স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পরিবর্তন করা হয়। তৈল আর গ্যাস সম্পর্কিত মন্ত্রী আব্দুল হুসেন মির্জাকে বিদ্যুৎ আর পানি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয়া হয়। দুই জন নতুন মন্ত্রী যোগদান করেন সরকারের সাথে যার মধ্যে কামাল আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে আর জামিল হুমায়দিন শ্রম আন্ডার সেক্রেটারি হিসাবে যোগ দেন যাকে একই বিভাগে মন্ত্রী হিসাবে পদোন্নতি দেয়া হবে।

সামাজিক মিডিয়ার প্রতিক্রিয়া কম করে বললেও মিশ্র ছিল:

@হুসেন_ইনফো বাহরাইনের মানুষ মনে করেন ১৪ই ফেব্রুয়ারী চারজন মন্ত্রীকে সরিয়ে নেয়ার কোন অর্থ নেই আর তারা নতুন র‍্যালি হবে বলে মনে করছেন #লুলু# এফবি

@SamehFoulad على صفحة معتصمي الفاتح على الفيس بوك يوجد الكثير من التعليقات الغير مؤيدة لتغيير وزاري http://on.fb.me/f0TYVw #Bahrain #lulu

@সামেহফৌলাদ: আল ফাতেহ বিক্ষোভকারীদের ফেসবুকের পাতা মন্ত্রীদের পরিবর্তন নিয়ে অনেক মন্তব্যে ভরা। #বাহরাইন #লুলু

@luluroundabout2 #bahrain #LULU #14feb مو وزيرا الدفاع والداخلية قتلوا ابناء الشعب بدم بارد لماذا لم يقالا عاى الاقل للتظاهر بحسن النية

@লুলুরাউন্ডাবাউট২ : #১৪ ফেব্রুয়ারী পুলিশ আর সেনাবাহিনী মানুষকে কি ঠান্ডা মাথায় হত্যা করেনি? তাদেরকে কেন চাকুরিচ্যুত করা হলো না অন্তত ভালো ইচ্ছা আছে দেখানোর জন্য।

@@বার্নি৬০০আমি মনে করি মন্ত্রিদের চাকুরিচ্যুত করা ভালো ইচ্ছার নিদর্শন…আমি বলছি ভালো…#বাহরাইন #ফেব্রু ১৪

@Dr_Sadiq التغييرات الترقيعية تؤكد ان النظام لا يزال يضرب على وتر الطائفية وكأن مشكلة المعارضة مع الحكومة مشكلة سنة وشيعة #Bahrain #feb14

ড_সাদিক: এইসব ‘তালি’ দেয়ার পরিবর্তন দেখাচ্ছে যে সরকার এখনো বিভাজনের ভূমিকা পালন করে চলেছে যেন বিরোধীদের সমস্যা সিয়া আর সুন্নিদে মধ্যকার সমস্যা #বাহরাইন #ফেব্রু ১৪

@মোহদাসুর ৩জন মন্ত্রীকে চাকুরিচ্যুত করা হয়েছে আর বিক্ষোভকারীরা মারটিয়ার স্কোয়ার # বাহরাইনে আছেন আর জোর দিচ্ছেন সমগ্র সরকারের পদত্যাগের।

@মাহমুদ http://bit.ly/grhEW4 ভালো আরম্ভ। এখন আতিয়াতাল্লাহ আর তার লোকদের শাস্তি দিন, খুঁজে বার করে তাদের বিদায় করুন।

@@ইমুডজ বান্দারগেট কি গতকাল আবিষ্কৃত হয়েছে? #আমি ভাবছি #বাহরাইন #লুলু ।

@@ ইমুডজ তিনজন মন্ত্রীকে চাকুরিচ্যুত করা সঠিক দিকে ছোট একটা পদক্ষেপ…#আমি কেবল বলছি #বাহরাইন #লুলু

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .