পুয়ের্টো রিকোর এক সাত বছরের বালিক কানচিতা, যে তার ব্লগ লেখা শুরু করেছে [স্প্যানিশ ভাষায়]। এই ব্লগে সে তার অসাধারণ দক্ষিণ আমেরিকা ভ্রমণের সময়, তার ভাবনায় যা এসেছিল তা সে লিখে রাখছে। এছাড়াও এখানে কানচিতা তার ছবিও পোষ্ট করছে। আর হ্যাঁ, এ কাজে তাকে সাহায্য করছে, তার পিতামাতা।