- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি আরব: মিশরীয় ভ্রাতাদের জন্য উল্লাস!

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, সৌদি আরব, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ

হোসনি মুবারকের পদত্যাগের সংবাদের প্রতিক্রিয়ায়, উল্লসিত সৌদি নাগরিকরা মিশরীয় নাগরিকদের, অর্জিত বিজয়ে অভিনন্দন জানিয়েছে, বিশেষ করে তাদের, যারা রাজধানী কায়রো কেন্দ্রস্থল তাহরির স্কোয়ারে অবস্থান করেছে। তাহরির স্কোয়ার ছিল এই প্রচণ্ড গণবিক্ষোভের কেন্দ্রস্থল, যে বিক্ষোভ মুবারক সরকারের পতনের ডাক দেয় এবং ১৮ দিন ধরে এই বিক্ষোভ মিশরকে উত্তাল করে রেখেছিল।

আমরা খুশি! সত্যিকার অর্থে খুশি!

নোউরা আলখুদাইর মিশরীয় নাগরিকদের জন্য গর্বিত:

@নোউরাখু [1]
فخوره فيك يامصر.. فخوره بشعب مصر الحر #Egypt #jan25
মিশরকে নিয়ে আমি গর্ব অনুভব করি… মুক্ত মিশরীয় নাগরিকদের জন্য আমি গর্ব অনুভব করি।

জিহাদ আলআম্মার উভয় দিকের পরিস্থিতি বর্ণনা করছে:

@জালআম্মার [2]
اليوم تفرح الشعوب العربية كما لم تفرح من قبل، وتغم الحكومات كما لم تغم من قبل. طائفة تمجد الإنترنت والجزيرة, وطائفة تلعنها.
আজ আরবেরা এতটা সুখী যে, এত সুখী আর কখনো হয়নি এবং সরকারগুলোকে যেন এতটা ভয়ানক চেহারায় আর কখনো দেখা যায়নি। কেউ কেউ ইন্টারনেট এবং আলজাজিরা নামক চ্যানেলের প্রতি গৌরবান্বিত, অন্যরা তাদের অভিশাপ দিচ্ছে।

মাজেদ আলকাবির এতটা আনন্দ আর কখনো অনুভব করেননি:

@মাজেদ_কে [3]
أقسم بالذي رفع السماء سبعاً أنني لم أسعد بيوم في حياتي كسعادي بهذا اليوم شكرا لكم أيها الأحرار المصريون #Egypt #Jan25
আমি সেই মহান স্রষ্টা আল্লাহ, যিনি সাত আসমান সৃষ্টি করেছেন, তার নামে প্রতিজ্ঞা করে বলছি যে, এটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন। মিশরের স্বাধীন নাগরিকেরা, তোমাদের ধন্যবাদ।

অন্য অনেকে, যেমন আবদুল্লাহ আবাহুসাইন, আজকের দিনটিকে বিজয়ের দিন হিসেবে ঘোষণা করছে:

@আইআবদুল্লাহ [4]
١١ فبراير ٢٠١١ يوم من ذهب .. الى مزبلة التاريخ يا حسني
১১ ফ্রেব্রুয়ারি, ২০১১, তারিখটি ইতিহাসের এক সোনালী দিন। ইতিহাসের এই দিনে মুবারক আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

অন্যরা এই ঘটনা উদযাপন করতে রাস্তায় নেমে আসে, যেমনটা নেজার [5] টুইট করেছে:

سيارة شاهدتها للتو في أحد شوارع الرياض والعلم المصري يرفرف عليها #Egypt #FreeEgypt #Feb11 http://twitpic.com/3yp5jg
মিশরীয় পতাকা সহ একটি গাড়িকে রিয়াদের রাস্তায় চলতে দেখা যাচ্ছে।

এছাড়াও তিনি যোগ করেছেন [6]:

سأزور مصر إن شاء الله بعد انتخاب أول رئيس ديموقراطية في تاريخها بإذن الله وسأقف في وسط ميدان الشهداء وسأقبل أرضه #Egypt #jan25 #feb11
যদি আল্লাহ চান, তাহলে আমি প্রথম গণতান্ত্রিক নির্বাচনের সময় মিশর ভ্রমণে যাব। আমি তাহরির স্কোয়ারে মাঝখানে দাঁড়িয়ে এর ভূমি চুম্বন করব।

আলবারা’আ আলোহালি তার খুশীর অনুভূতি ব্যক্ত করছে:

@আল_বারা [7]
والله إن هذا هو أسعد يوم في حياتي..اليوم فقط أيقنت أن إرادة الشعوب أقوى من أن تقف في وجهها كل الأنظمة المستبدة وكل القوى الاستعمارية الطاغية
আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আজ আমি অনুভব করলাম যে সকল স্বৈরচারী শাসক এবং অত্যাচারী ঔপনিবেশিক ক্ষমতার চেয়ে জনতার ইচ্ছাশক্তির ক্ষমতা অনেক বেশি

বান্দার আলনোগাথিয়ান বলছে:

@সৌদিলইয়ার: [8]
أجمل سمفونية على الاطلاق، سمفونية شباب الثورة وهم يهتفون فرحا بنجاح الثورة
সবচেয়ে মধুর ঐক্যতানের সঙ্গীতটি ছিল তাহরির স্কোয়ারের সঙ্গীত, যেখানে তরুণেরা আনন্দের সাথে উচ্চকণ্ঠে আওয়াজ তুলেছে বিপ্লবের সফলতায়।

নোরা আলাজাজি এক অলৌকিকতার আহ্বান করছেন:

@_নাইয়া_ [9]
আমাকে তাহরির স্কোয়ারে নিয়ে চল!! আমি সেখানে মিশরীয় নাগরিকদের সাথে নাচতে চাই!!#মিশর#জান২৫

আর ওয়ারগাত বালোত এই আনন্দ প্রকাশের জন্য ভাষা খুঁজে পাচ্ছেন না

@বালোত [10]
احسن اديب وكاتب وشاعر في هذي اللحظة راح يخونه التعبير ..الحدث اكبر من ان تصفه عقولنا #Egypt #Jan25
এমনকি সবচেয়ে সেরা কাহিনীকার, গল্পকার অথবা কবির শব্দ যেন একে ফুটিয়ে তুলতে ব্যার্থ। আমাদের মস্তিষ্ক যেন একে ধারণ করার জন্য অনেক ক্ষুদ্র।

এরপর কে?
আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে একে দেখা হচ্ছে, অন্যরা এই অঞ্চলের উপর ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করছে:

@মাশি৯এ৭ [11]
أشعر بأن تحرير المسجد الأقصى اقترب،، اقترب كثيراً ،،، يارب ارزقنا فيه صلاة قبل الممات واجعلنا من جنود تحريره
আমি অনুভব করছি যে আল-আকসা মসজিদের দখলদারিত্বের অবসান হবার সময় কাছে চলে এসেছে, খুব কাছে চলে এসেছে। হে আল্লাহ, মৃত্যুর আগে যেন আমি সেই মসজিদে নামাজ পড়তে পারি এবং আমাদের সকলকে এই মসজিদ দখলদারিত্ব থেকে মুক্ত করার সৈনিক বানিয়ে দাও।

এবং সবশেষে মুহাম্মদ আলমুতাইরি প্রশ্ন করেছে:

@এম_আলমুতাইরি [12]
مين بعد مصر ؟ #jan25
এরপর কে?