তাসরিন টোবগাই সকল সচেতন ভুটানি নাগরিকদের কুখ্যাত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের ব্যাপারে এক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই আইনে ২৩ বছর বয়সী সোনাম তাসরিং-এর শাস্তি হিসেবে অন্তত ৩ বছরের জেল হতে পারে। ৯৬ রুপি (প্রায় ২ মার্কিন ডলার) সম পরিমাণ চিবিয়ে খাওয়া তামাক পাচার করার দায়ে তার এই শাস্তি হতে যাচ্ছে।