কলম্বিয়া: যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন

যখন মিশরীয় রাষ্ট্রপতি হোসনি মুবারক ১০ ফ্রেব্রুয়ারি তারিখে, তার হতাশজনক ভাষণটি প্রদান করেন, সে সময় #সিমুবারকফুয়েরাকলম্বিয়ানো (যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন) নামক হ্যাশট্যাগ স্থানীয় টুইটারস্ফেয়ারে একটি আলোচিত বিষয়ে পরিণত হয়)

উদাহরণ হিসেবে বলা যায়, কয়েকজন ব্লগার তাকে কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতির সাথে তুলনা না করে পারেনি:

@এফমোরালেস্ট

#SiMubarakFueraColombiano le tendria miedo a @Alvarouribevel

# যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে সে @ আলভারোউরিবেভেলে কে ভয় পেতেন। [ আলভারো উরিবে কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি]

@ইয়ুদেনাগিব

#simubarakfueracolombiano Seria el mejor amigo de Chavez y @AlvaroUribeVel

# যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি [ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ] শ্যাভেজ এবং [কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি] @আলভারোউরিবেভেল-এর সেরা বন্ধু হতেন

@ হুয়ানপাবলোভেগাবি

#siMubarakFueracolombiano “Aquí estoy y aquí me quedo”

# যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে বলতেন “আমি এখানে আছি এবং এখানে থেকে যাবার জন্যই আছি” [যেমনটা কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি আর্নেস্টো সামপের বলেছিলেন]

অন্যরা তাকে স্থানীয় রাজনৈতিক ঘটনাবলীর সাথে যুক্ত করেছে:

@ভোপা১

#siMubarakfueracolombiano ya habria derrotado la revolucion con una tutela

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে ইতোমধ্যে তিনি বিপ্লবকে আমপারো নামক আইনের মাধ্যমে আদালতে পরাস্ত করে ফেলতেন।

@ডনআলভার

#SiMubarakFueraColombiano los Nule ya tendrían el contrato para hacer un parqueadero en la plaza Tahrir

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, সেক্ষেত্রে নুলে গ্রুপ ইতোমধ্যে তাহরির স্কোয়ারে একটি গাড়ি রাখার এলাকা (পার্কিং লট) তৈরির জন্য চুক্তি লাভ করত

@ওলাগাকোস্টানি

#SiMubarakFueraColombiano tendria hipopotamos en su casa.

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি তার বাসায় জলহস্তি পুষতেন.

@সান্তানা_মাও

#SiMubarakFueraColombiano El asesor de imagen seria PIEDAD CORDOBA.

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, সেক্ষেত্রে [প্রাক্তন সিনেট সদস্য] পিয়েদাদ কর্ডোবা তার ভাবমূতি নির্মাণ উপদেষ্টা হতেন।

@ফরিদজারদিবিয়া

#simubarakfueracolombiano José Obdulio andaria de turbante y con el Corán bajo el brazo. No tendría pincher si no Camellito Arias.

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, [ রাষ্ট্রপতির প্রাক্তন উপদেষ্টা] জোসে ওবদুলিও [গাভারিয়া] মাথায় পাগড়ী দিতেন এবং তার বগলে একটা কোরান রাখতেন। এ ক্ষেত্রে তার কাছে পিঞ্চার নামক কুকুরের বাদলে উট থাকত [ প্রাক্তন কৃষি মন্ত্রী আন্দ্রেস ফিলিপে আরিয়াস]

@ফার্নান্দোকানকো

#simubarakfueracolombiano Ingrid ya lo hubiera demandado y le tendria q hipotecar las piramides

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন ইনগ্রিড [ইনগ্রিড বিটেনকোর্ট, কলম্বিয়ার একজন রাজনীতিবীদ, এবং দুর্নীতি বিরোধী এক কর্মী] ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করত এবং এর ফলে মুবারককে পিরামিড বন্ধক দিতে হত

কয়েকজন ব্যবহারী এমনকি এই বিষয়ে জিজ্ঞাসা করেছে:

@জুয়ানইএসজি

#simubarakfueracolombiano , esperen estamos en un 100% seguros de que no es Colombiano??? …

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, দাঁড়ান, আমরা শতভাগ নিশ্চিত যে তিনি একজন কলম্বিয়ান নন??? …

@আন্দ্রেসক্রিসপিন, দুজনের মধ্যে অন্তত একটা মিল খুঁজে পেয়েছে:

#SiMubarakFueraColombiano perseguirían a los periodistas… MOMENTO, eso igual pasa acá o_o

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে সাংবাদিকদের শান্তি দেওয়া হত…দাঁড়ান, এই বিষয়টি এখানো ঘটে, o_o

সবশেষে, অন্য টুইটার ব্যবহারকারীরা বিশ্বাস করে যে, মিশরে যে বিপ্লব সংগঠিত হয়েছে তা কলম্বিয়ায় ঘটা অস্বাভাবিক:

@মাইলোসার

#simubarakfueracolombiano todavía estaría en el poder porque somos demasiado flojos para protestar

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি এখনো ক্ষমতায় থাকতেন, কারণ আমরা এতই অলস যে প্রতিবাদ করতে অনিচ্ছুক।

@জার্মানসেরন

#SiMubarakFueraColombiano estaría muy tranquilo, porque en Colombia nadie protesta y a los jóvenes no les importa su futuro

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি অনেক নিশ্চিন্ত থাকতেন, কারণ কলম্বিয়া কেউ প্রতিবাদ করে না এবং এখনকার তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়।

@জাসর৩ডি

#simubarakfueracolombiano en este momento estaríamos sin twitter y no existirían HT tan maricas como este 😀

#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে এই মুর্হূতে আমরা টুইটারে প্রবেশ করত পারতাম না এবং এ রকম এক অর্থহীন হ্যাশট্যাগের কোন অস্তিত্ব থাকত না।:D

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .