চায়না ডিজিটাল টাইমসের স্যামুয়েল ওয়াড, এপেল নামক প্রতিষ্ঠানের সরবরাহকারীর নতুন দায়িত্ব বিষয়ক রিপোর্টের প্রতি তার পাঠকদের মনোযোগ আকর্ষণ করছেন। এপেল কোম্পানী চীনের বেসরকারী প্রতিষ্ঠানসমূহের (এনজিও) প্রতি ভবিষ্যৎ-এ, কাজের পরিবেশের উপর নজর রাখার ক্ষেত্রে আরো বড় আকারের সহযোগিতার আহ্বান জানিয়েছে।