চীন: “সবচেয়ে সুখী” মানুষদের শহর, লাসা?

হাই পিক পিওর আর্থ তিব্বতের ব্লগার ওসের-এর এক প্রবন্ধের অনুবাদ করেছে। সম্প্রতি চীনের সিসিটিভির এক জরিপের প্রতি উত্তরে এই প্রবন্ধ লেখা হয়। উক্ত জরিপে জানা গেছে যে, তিব্বতের রাজধানী লাসা “২০১০ সালের সবচেয়ে সুখী মানুষদের শহর”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .