- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: তাহরির স্কোয়ার পরিষ্কার করা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুবা, রাজনীতি, সরকার

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

গত কয়েক সপ্তাহ ধরে মিশরীয় নাগরিকরা এক স্বৈরাচারের কর্মকাণ্ডে সৃষ্ট ময়লা “পরিষ্কার করে”। এই সময় তাহরির স্কোয়ার, জনতায় এবং আনন্দে পরিপূর্ণ হয়েছিল। এর ফলে এখন পুরো তাহরির স্কোয়ারকে পরিষ্কার করতে হবে। যদিও স্কোয়ারের কেন্দ্রে বাস করতে থাকা একটিভিস্টরা তাদের এই অস্থায়ী নিবাসের [2]ভালোভাবে যত্ন নিয়েছে, তবে যখন একে একে লোকজন সেখান থেকে চলে যাচ্ছে সেই প্রেক্ষাপটে এর পরিষ্কারের জন্য এখনো অনেক কিছু করার রয়েছে। আজকের সংবাদ নির্দেশ করছে যে, কায়রোর এই কেন্দ্রীয় এলাকা অন্য যে কোন সময়ের চেয়ে বেশি পরিষ্কার দেখাচ্ছে। এর জন্য সেই সব স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ, যারা এই কাজে লেগেছিল।

যেমনটা টুইটারে @কায়রোসিটিলিমিটস, তুলে ধরছেন [3]:

আজ কায়রোর কেন্দ্রস্থল: অন্য যে কোন সময়ের চেয়ে পরিষ্কার? এমনকি চিহ্নগুলো যেন নতুন করে আঁকা হয়েছে।#জান২৫,#তাহরির

@জনজ্যানসেন এর সাথে যোগ করেছে [4]:

এই মুর্হূতে তাহরির স্কোয়ারে এক জোরালো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের প্রচেষ্টা শুরু হয়েছে-“পরিচ্ছন্ন” কর্মীর বেশীর ভাগই মিশরীয় নাগরিক। #মিশরের রাস্তায় যানবাহন এবং মানুষ চলাচল শুরু হয়ে গেছে।

একটি ছবির সাথে যুক্ত করে (যা নীচে প্রদর্শন করা হয়েছে), আরওয়া মাহমুদ (@আরওয়াসাম) প্রদর্শন করছে যে কি ভাবে এক দলগত প্রচেষ্টার মাধ্যমে এই কাজ করা হচ্ছে:

নিজেদের নিরাপত্তার জন্য ফুটপাথের যে সব ইঁট ভেঙ্গে আমরা টুকরা করে পাথর বানিয়েছিলাম, সেই সব ফুটপাথ এখন ঠিক করছি। #জান২৫,#মিশর http://yfrog.com/h2lcsqj

[5]

একদল বিপ্লবী স্বেচ্ছাসেবী কর্মী তাহরির স্কোয়ারের ফুটপাথ ঠিকঠাক করছে

আবদেলরাহমান হাসান (@এস্টার৪এনজি৩ডি) তাহরির স্কোয়ার অবস্থান করে সেখানকার দৃশ্য আমাদের প্রদর্শন করছে এবং তিনি জানাচ্ছেন, এই ঘটনা সম্বন্ধে এই [6] বিষয়টি বলা যায়:

যখন আমি বলছি যে #তাহরির স্কোয়ারের এসফল্ট খুব দ্রুত পরিষ্কার করা হয়েছে, তখন আমি বাড়াবাড়ি করছি না। এমনকি জীবাণুনাশক উপাদানের গন্ধও পাওয়া যাচ্ছে। http://yfrog.com/h49dehcj

[7]

ঘটনার কেন্দ্রস্থলের নীচ থেকে তোলা, সেই এলাকার দৃশ্য

তিনি এর সাথে যোগ করেন [8]:

আক্ষরিক অর্থে #তাহরির স্কোয়ারে এখন ঝাড়ু দেবার জন্য ধুলা খুঁজে পাওয়া একটা কঠিন ব্যাপার।

আরো একবার, বিখ্যাত মিশরীয় হাস্যরসাত্মক অনুভূতি প্রকাশ পেল, @শরিফকাদোউস এর টুইটে [9]:

আমি কাসের এল নাইল সেতুর উপর আমার চাচাতো ভাই ইসমাইল নাগিবের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। সে বলেছিল: এখন পছন্দের যে নতুন অস্ত্রটি বেছে নেবার সুযোগ রয়েছে, সেটি হচ্ছে একটি ঝাড়ু। #তাহরির#মিশর” #Tahrir #Egypt

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]