ভেনেজুয়ালে: হুগো শ্যাভেজের শাসনকাল ১২ বছরে পা দিয়েছে

রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ ফ্রিয়াস। ছবি ফ্লিকার ব্যবহারকারী বার্নার্ডো লন্ডির, সিসি বাই-এনসি-এসএ ২.০ লাইসেন্স-এর অধীনে এটি ব্যবহার করা হয়েছে।

আদর্শিক মত পাথর্ক্য যে ভেনেজুয়েলা নামক রাষ্ট্রটিকে দুটি ভিন্ন জাতিতে বিভক্ত করে ফেলেছে তা বোঝার জন্য আপনাকে ভেনেজুয়েলায় বাসবাস করতে হবে না। তবে এটি সত্যি যে বিশ্বের সব দেশ মানুষের অবশ্যই ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল এবং মোর্চা থাকবে, যারা বর্তমান প্রশাসনের পক্ষে বা বিপক্ষে অবস্থান করবে, যা এক শক্তিশালী রাষ্ট্রে দেখা যায়, যেখানে এ সবরের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা অনুষ্ঠিত হতে পারে। ভেনেজুয়েলা এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে উভয়ের মত পার্থক্যের সীমা ছাড়িয়ে যাওয়া বর্তমানে অন্য যে কোন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রের চেয়ে “স্বাভাবিক” বলে মনে হবে। পরিহাস ক্রমে দুটি দলের মধ্যে একটি সাধারণ বিষয়ে মিল রয়েছে তা হচ্ছে “হুগো শ্যাভেজ”। যিনি ২ ফেব্রুয়ারি, ২০১১ তারিখে তার ক্ষমতায় আরোহণের ১২ বছর পূর্তি উদযাপন করলেন।

দেশের প্রতিটি ক্ষেত্রে এই বিভাজনের রেখাটি খুবই সুক্ষ। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা সারা বিশ্ব এমন এক আলোচনার স্বাক্ষী হয়েছে, যাকে আমরা বলছি সোসাইটি ২.০: ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে এক দল দেশটির ১২ বছর ধরে শাসন করার ক্ষেত্রে সরকার কি কি ভুল করেছে এবং অন্য দল কি ভাবে বিপ্লব অর্জিত হয়েছে তা নিয়ে আলোচনা করছে। সেই সব বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে তারা টুইটারকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে। ডাটাএ্যানালাইস [স্প্যানিশ ভাষায়] (বিপণন বিষয়ক গবেষণা কোম্পানী) নামক প্রতিষ্ঠানের মহাপরিচালক লুইস ভিসেন্টে লিওন (@লুইসভিসেন্টেলিওন) ঘোষণা করেছেন:

12 años después Venezuela esta dividida en dos mitades, pero una tiene más plata, poder, control y cohesión.

১২ বছর পর ভেনেজুয়েলা দুটি অংশে বিভক্ত হয়ে যাবে, কিন্তু একদলের হাতে থাকবে আরো বেশি অর্থ, ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং তারা সংগঠিত হয়ে থাকবে।

যদি কেউ একজন এই বিভক্তির বিষয়টি খেয়াল করতে চায়, তাহলে তাকে এর জন্য ২ ফেব্রুয়ারি তারিখে করা টুইটের দিকে তাকালেই হবে। অন্যদিকে সোনিয়া আগুয়ির (@সোনিয়াআগুইর) প্রশ্ন করেছে:

¿Cómo se puede celebrar la mediocridad??? 12 Años haciéndolo es como demasiado, verdad????

কি ভাবে তারা তাদের দুর্বলতাকে উদযাপন করতে পারে?? ১২ বছর ধরে শাসন করাই যে অনেক বেশী, নয় কি???

ডোমিঙ্গো সিফোন্টেস (@ডেসিফোন্টেস) বলছে:

Por que Esteban [nombre que hace referencia al presidente por los ciudadanos opositores] se mereceria otra oportunidad? si la tuvo y la desperdicio dividiendo el/al pais. Esta como el esposo q le pega a su pareja.

এস্তেবান [সরকার বিরোধীরা রাষ্ট্রপতিকে এই উপাধিতে উল্লেখ করে] কি আরেকটি সুযোগ পাবার যোগ্য? তাকে তা দেওয়া হয়েছিল এবং সে দেশটিকে বিভক্ত করে দিয়ে তা নষ্ট করেছে। সে এমন এক পতির মত আচরণ করছ যে তার স্ত্রীকে প্রহার করে।

লুইস মানুয়েল গোনজালেজ (@লুইসম্যাক) মন্তব্য করেছে:

12 años… Sin paz

১২ বছর… কোন শান্তি নাই।

অন্য অংশ বিপ্লবের ১২ বছর পূর্তি উদযাপন করেছে। এফএফএম, ফ্রেন্টে ফ্রান্সিসকো ডে মিরান্ডা [স্প্যানিশ ভাষায়], (@এফএমএম_অফিসিয়াল) সংবাদ:

En 12 años de Revolución Bolivariana Gobierno Nacional ha construido más de 500 escuelas http://bit.ly/hXfHyD#12revolución

বলিভারিয়ান বিপ্লবের ১২ বছরে জাতীয় সরকার ৫০০ স্কুল স্থাপন করেছে। http://bit.ly/hXfHyD#12revolution

Oscar José Armas G. (@OJarmas) writes:

#১২রেভুলিউশন de libertad y de liberacion de cadenas…..

#১২রেভুলিউশন স্বাধীনতা এবং শেকল ভাঙ্গার সময়….

কনস্তানজা হার্ডি ভি (@কনস্তানজাএইচভি) এই বার্ষিকী উদযাপনের ক্ষেত্রে এক আবেগের মাধ্যমে তার অনুভূতিকে ব্যক্ত করেছে:

#১২রেভিলুউশন

এই সব বিষয় যে ভিন্নতা তৈরি করছে, তা এখন প্রতিদিন চোখে পড়ার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে; ১২ বছরে ভেনেজুয়েলা যে বাস্তবতায় পরিণত হয়েছে, তারা আসলে তাই:

মারিও বেলেন ওটেরো (@মারিয়াবেলেনোওটেরো) দৈনিক সংবাদপত্র এল নাসিওনাল এর প্রদান করা তথ্যে গ্রহণ করেছে এবং সেগুলোকে # “সিফ্রাসডেলডিক্টাডোর” [#স্বৈরশাসকের তথ্য ] নামে একটি তালিকায় অর্ন্তভুক্ত করেছে [স্প্যানিশ]:

#CifrasdelDictador: 15 millones de armas ilegales hay actualmente en el país. #ElNacional 13/08/10

#CifrasdelDictador: En los últimos 10 años los homicidios se incrementaron en 134% en Venezuela. #ElNacional 14/08/10

#CifrasdelDictador: El secuestro pasó de 44 casos en 1999 a 795 denuncias en 2009, lo que representa un aumento de 1.707%. #ElNacional 14/08/10

#CifrasdelDictador: El aumento de 1.707% de secuestros en el últimos 10 años no considera la cifra negra, que son los casos no denunciados. #ElNacional 14/08/10

#CifrasdelDictador: Cada 27 minutos un venezolano es víctima mortal de la violencia: 52 al día. #ElNacional 20/08/10

#স্বৈরশাসকের তথ্য: এই মুর্হূতে দেশটিতে ১৫ মিলিয়ন অবৈধ অস্ত্র রয়েছে#এলনাসিওনাল১৩/০৮/২০১০

#স্বৈরশাসকের তথ্য: গত দশ বছরে ভেনেজুয়েলায় আত্মহত্যার হার ১৩৪ শতাংশ বেড়েছে#এলনাসিনাল ১৪/০৮/২০১০

#স্বৈরশাসকের তথ্য:১৯৯৯ সালে দেশটিতে ৪৪ জন অপহৃত হয়েছিল , ২০০৯ সালে তা বেড়ে ৭৯৫ জনে এসে ঠেকেছে। অর্থাৎ ১০ বছরে অপহরণের হার বেড়েছে ১,৭০৭ শতাংশ।#এলনাসিনাল ১৪/০৮/১০

#স্বৈরশাসকের তথ্য: গত দশ বছরে অপহরণের হার, যা ১৭০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে অভিযোগ না করা অপহরণের ঘটনাগুলো এর মধ্য যুক্ত করা হয়নি। এলনাশিওনাল ১৪/৮/২০১০

#স্বৈরশাসকের তথ্য: প্রতি ২৭ মিনিটে ভেনেজুয়েলার একজন মানুষ দেশটির অব্যাহত হানাহানির শিকার হয়ে মৃত্যু বরণ করে। দিনে মারা যায় ৫২ জন। #এলনাসিওনাল ২০/৮/২০১০

ঠিক এর বিপরীত দৃষ্টিভঙ্গী রয়েছে, ভেনেজুয়েলা এনালাইসিস-এ জর্জি উইলপের্টের লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে সে যুক্তি প্রদান করেছে।

শ্যাভেজের রাষ্ট্রপতি পদ গ্রহণের মাধ্যম ভেনেজুয়েলা সুনির্দিষ্ট ভাবে বিগত ১২ বছরের গণতান্ত্রিক, পরিপূর্ণ এবং অংশগ্রহণকারী সমাজে পরিণত হয়েছে।

উইলপের্ট সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অগ্রগতি, একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তারা যে অগ্রগতি লাভ করেছে, সে বিষয়সমূহের নাম উল্লেখ করেছে। এছাড়াও তিনি এই সরকার অতীতের ১২ বছরে যে সব সমস্যা এবং বাঁধার সম্মুখীন হয়েছিল সেগুলোর পর্যালোচনা করেছেন।

হুগো শ্যাভেজের ১২ বছরের শাসন উপলক্ষ্যে যে বার্ষিকী, সময়েও ভেনেজুয়েলার নাগরিকরা যে বিভক্ত তা আরো একবার উন্মোচিত হয়ে পড়েছে। কেউ কেউ আশা করছে যে ভেনেজুয়েলা ১২ বছর ধরে যে পথে এগিয়েছে, সেই পথে এগুলো, এদিকে. অন্যরা যত দ্রুত সম্ভব দেশে এক পরিবর্তন ঘটে, সেই আশায় কাজ করে যাচ্ছে। ২০১২ সালে ডিসেম্বরে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা ভেনেজুয়েলার সরকারে ভবিষ্যৎ নির্ধারণ করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .