এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
শিশু, মাছ, এমনকি বিড়ালরাও লক্ষ লক্ষ মিশরীয় নাগরিকের সাথে যোগ দিয়ে মুবারক সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে বলছে।
ইউটিউবের এই ভিডিওতে এক মিশরীয় বালক রাষ্ট্রপতি হোসনি মুবারককে চলে যাওয়ার জন্য প্রদান করা স্লোগানের নেতৃত্ব দিচ্ছে। হোসনি মুবারক ৩০ বছর ধরে মিশরকে শাসন করে আসছে:
http://www.youtube.com/watch?v=dsnPi9Km65A
এই ভিডিওতে দেখা যাচ্ছে তাহরির স্কোয়ারে শিশুরাও মুবারকের সরকারকে উৎখাতের জন্য স্লোগান দিচ্ছে:
http://www.youtube.com/watch?v=XjdDf-eT_KQ
টুইটারে ডালিয়া জিয়াদা একটি ভিডিওর লিঙ্ক প্রদর্শন করছে, যাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের শিশুরা তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীদের সাথে যোগ দিতে চাচ্ছে এবং তারা জানাচ্ছে :
জাপান থেকে ৫ বছরের নিনা মিশরের বিক্ষোভের অগ্রগতির তথ্য জানাচ্ছে। সে সংবাদপত্রে বিক্ষোভের ছবি থেকে এর ঘটনা বর্ণনা করছে:
http://www.youtube.com/watch?v=XyYMVbk2zHg
টুইটারে, সারাহ কার নিম্নলিখিত ছবিগুলো প্রদর্শন করছে এবং বলছে and বলছে:
এবং আরো একটি ভিডিও: السمك يريد اسقاط النظام http://on.fb.me/eGCQs1 , এতে দেখা যাচ্ছে মাছেরাও এই সরকারের পতন চায়#জান২৫

ডুবুরিরা পানির নীচে একটি প্রতীক স্থাপন করেছে, যার মধ্যে লেখা রয়েছে মাছেরাও এই সরকারের পতন চায়।
এবং বাহরাইনে আমার বিড়ালরাও তাদের নিজস্ব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করেছে, তারা মুবারকের কাছে আবেদন জানাচ্ছে, যেন সে ক্ষমতা থেকে সরে যায় এবং লক্ষ লক্ষ মিশরীয় নাগরিকের চাওয়াকে পুরণ করে:

আমার বিড়াল টাইনির মুবারকের প্রতি এক ক্ষুদ্র আবেদন, যেন সে ক্ষমতা থেকে সরে যায়
ডুবুরিদের ছবির কৃতিত্ব: আহমেদ আবদেলহামিদ-এর
এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ