চায়না গিকস-এর সি কুস্টার, মাইক্রো ব্লগের একটি প্রচেষ্টার কথা উল্লেখ করে ব্লগ করছেন। এর মাধ্যমে রাস্তায় ভিক্ষা করা শিশুদের ছবি তুলে তার মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করার প্রচেষ্টায় সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ব্লগার সাউদার্ন মেট্রোপলিসের নেওয়া ইয়ু জিয়ানরঙ-এর সাক্ষাৎকারের অনুবাদ করেছে। এই নাগরিক উদ্যোগ তারই মস্তিষ্কপ্রসূত।