- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জীবনের সাথে লড়তে থাকা এক চিত্রনাট্যকারের মৃত্যুতে দক্ষিণ কোরিয় নেট ব্যবহারকারীরা শোক প্রকাশ করছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, দক্ষিণ কোরিয়া, চলচ্চিত্র, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, শিল্প ও সংস্কৃতি, শ্রম

দক্ষিণ কোরিয়ার নেট ব্যবহারকারীরা চোই গো-ইয়ুনের মৃত্যুকে স্মরণ করছে, যিনি ছিলেন চলচ্চিত্রের এক চিত্রনাট্যকার। দারিদ্র এবং ক্ষুধার সাথে লড়াই করে, অসুখে ভুগে ভুগে এই ভদ্রমহিলা মারা যান। তার বাৎসরিক আয় ছিল খুব সামান্য, বছরে ৬০০ মার্কিন ডলার। চলচ্চিত্র শিল্পী সমিতি (ফেডারেশন অফ মুভি ওর্য়াকার্স ইউনিয়ন) তার মৃত্যুকে [1] [কোরিয় ভাষায়] “সামাজিক ভাবে একজনকে খুন করা” হিসেবে চিহ্নিত করেছে এবং চলচ্চিত্র শিল্পে ক্রমশ বাড়তে থাকা অন্যায়ের সমালোচনা করছে।