- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কুয়েত: স্বাধীন এক মিশরের জন্য প্রার্থনা

বিষয়বস্তু: কুয়েত, মিশর, আন্তর্জাতিক সম্পর্ক, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, প্রযুক্তি, মানবাধিকার

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

বাকি বিশ্বের মত কুয়েতের নেট নাগরিকরাও খুব নিবিড় ভাবে মিশরে চলতে থাকা বিক্ষোভের ঘটনাবলির উপর নজর রাখছে। টুইটারকারীদের করা মন্তব্য “টুইপসে” বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ পাচ্ছে। তারা টুইটে, প্রার্থনায়, মুবারকের শাসনের ইতি চাইছে।

মিশর বিক্ষোভের উপর প্রদান করা স্থানীয় মসজিদের ইমামের খুতবা @মিরএমএমএম-এর কাছে ততটা ভালো লাগেনি। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন:

@MrMMM [2]
خطيب الجمعة بمسجد العجيري بقرطبة سوى ريتويت لخطاب رئيس الوزراء المصري !!
কোর্ডাবার আলওজাইরি মসজিদের ইমাম জুম্মার নামাজের খুতবায় মিশরের প্রধানমন্ত্রীর ভাষণের পুনরাবৃত্তি করল।

@মালদালাল, কুয়েতের হুমাদ আল খুদার-এর করা আবেগময় প্রার্থনার লিঙ্ক প্রদর্শন করছে।

@maldallal [3]
المنشد الشاب الكويتي حمود الخضر: أقل ما يمكن أن أقدمه لشعب مصر الأحرار ” الدعـاء” لطفاً أنشر http://bit.ly/fQlBcW [4]

তরুণ কুয়েতি নাগরিক হুমাদ আলখুদার: আমি মিশরের মানুষদের মুক্তির জন্য অন্তত দোয়া করতে পারি।

এই দোয়াটি শোনার জন্য নিচের লিঙ্কটি ক্লিক করুন”

মিশরের জন্য দোয়া [5]

জিয়াদ আল জাইদ বর্ণনা করছে:

@zayed_alzaid [6]
كل محافظات ومدن مصر وقراها تلتهب بالتظاهرات الآن وتطالب برحيل مبارك ، والرجل لايفهم
মিশরের সকল প্রদেশ এবং নগর মুবারককে বিদায় নিতে বলছে, কিন্তু সে তা বুঝতে পারছে না।

কুয়েতের সংসদ সদস্য ড: জুমান আল হারবেশ টুইট করেছেন:

@AlHerbesh [7]
الشعب المصري الان بجميع اطيافه يصنع ملحمة الحرية في مظهر مهيب في ميدان التحرير ويهتف(يا شهيد نام مرتاح واحنا نواصل الكفاح)
মিশরের সকল জনতা স্বাধীনতার জন্য তাহরির স্কোয়ারে এক মহাকাব্যিক রাজকীয় দৃশ্যের অবতারণা করেছে এবং তারা আওয়াজ তুলেছে: “শহীদেরা শান্তিতে ঘুমাও, আমরা লড়াই চালিয়ে যাব।

অন্যরা মিশরের জন্য দোয়া করেই চলেছে:

@forzaq8 [8]
اللهم احفظ اهل مصر و وفقهم للخلاص من طاغيتهم #egypt

পরম করুণাময় যেন মিশরের নাগরিকদের রক্ষা করে এবং এই স্বৈরশাসককে পতনে তাদের সাহায্য করে।

মিশরাই বাইয়াবিস স্থানীয় বিষয়ে তীক্ষ রসিকতাপূর্ণ মন্তব্য করার কারণে টুইটারে এক উঠতি তারকায় পরিণত হয়েছে। যখন তাকে প্রশ্ন করা হয় মিশরীয় নাগরিকদের চালিয়ে যেতে থাকা বিক্ষোভের বিষয়ে তার চিন্তা কি, তখন সে উত্তর করে:

@mbuyabis [9]
@san3i المصريين أيقنوا أن التراجع الآن قد يكلفهم الكثير،،قرارهم بالاستمرار صائب
মিশরীয় নাগরিকরা বুঝতে পেরেছে যে নিজেরা ঠাণ্ডা হয়ে গেলে, তার জন্য তাদেরকে ভয়ানক মূল্য দিতে হবে, কাজেই বিক্ষোভ চালিয়ে যাবার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তা সঠিক।

এবং কাসেক ইয়া ওয়াতান উপসংহার টেনেছে এভাবে:

@KasekYaWatan [10]
اجمل صوره رأيتها هو حماية المسيحيين للمصلين المسلمين .. هذا هو معنى الوحده الوطنيه
সবচেয়ে সেরা যে দৃশ্যটি আমি দেখেছি তা হচ্ছে একদল মুসলিম যখন নামাজে রত, তখন খ্রিষ্টানরা তাদের নিরাপত্তা বিধান করছে- এটাই জাতীয় ঐক্যের সত্যিকারের এক প্রতীক।

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]