তিউনিশিয়া: বিক্ষোভকারীদের প্রতিবাদ বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে

ডিসেম্বর মাসের শেষ দুই সপ্তাহ ধরে তিউনিশিয়া বাসীর চিৎকার, দূর্নীতি আর বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ বিশ্বব্যাপী ওয়েব সাইটে তুলে ধরা হচ্ছে। বিশ্বব্যাপী নেটিজেনরা তাদের পিছনে দাঁড়াচ্ছেন আর তাদের আহ্বানকে আরও প্রতিধ্বনিত করছেন। এটা শুরু হয় যখন সিডি বুজিদ নাম্নী একজন বেকার নিজের গায়ে আগুন লাগিয়ে দেন বেকারত্বের প্রতিবাদে। লস এঞ্জেলেস টাইম অনুসারে:

এই মৃত্যু তরুণ বিক্ষোভকারী আর পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষের সুচনা করে যার ফলশ্রুতিতে দুই দিন পরে ১৮ বছরের একজনের মৃত্যু হয় কাছের এক শহরে যখন জাতীয় গার্ডের সদস্যরা ফাঁকা গুলি করেন বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের উপরে। পরে আরো মিছিল আর বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী আর এস্ফ্যাক্স, সুস আর মেকনাসি শহরে।

ভারত থেকে, আনিয়া কোভাক্স সঠিক স্থানে আঘাত করেছেন। তিনি টুইট করেছেন:

গত কয়েক সপ্তাহে তিউনিশিয়া আসল একটা বিপ্লব দেখেছে, কিন্তু মধ্য প্রাচ্যের বাইরে, এটা নিয়ে রিপোর্ট হয়নি বললেই চলে। কেন? http://bit.ly/he2Let #sidibouzid

তিনি যোগ করেছেন:

#তিউনিশিয়াতে কি ঘটছে সে সম্পর্কে আরো জানতে আর লাগাতার আপডেট পেতে, যাদের অনুসরণ করা যায় তারা হলেন @ ইফিক্রা,@ ওয়েটড্যাডি, @ নাওয়াত #সিডিবুজিদ

মিশরের ওয়েইল নোফাল এই টুইটে একই ধরনে প্রশ্ন উপস্থাপন করেছেন:

@স্টিফেনফ্রাই আপনি কি অনুসরণ করছেন #সিডিবুজিদ #তিউনিশিয়াতে কি ঘটছে? এটা অদ্ভুত কেন পশ্চিমা মিডিয়া তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, গত বছর ইরানের কাভারেজের মতো না করে

আর ডেনার্সবি, যিনি তার সময় বৈরুত, দুবাই আর মন্ট্রিলের মধ্যে ভাগ করেছেন, জানিয়েছেন:

সব সময়ে আশাবাদি! @ড_ডেভিডসন: # তিউনিশিয়া থেকে ক্ষমতাবান হওয়ার চেষ্টা, #বেনআলি, খুব সম্ভব #আরব বিশ্বের পরবর্তী দশকের জন্য ধারা তৈরি করে রাখতে পারেন

আমেরিকা থেকে, হারভার্ডডক্টর ইরান সম্পর্কে আর একটা বিষয় তুলে ধরেছেন- এইবার শাহ এর আমলের শেষ হওয়ার কথা উল্লেখ করে। তিনি লিখেছেন:

ঠিক ইরানের শাহ এর মতো, যার মালিকরা তাকে ঝেড়ে ফেলেছিল: ফ্রান্স বলেছেঃ বেন আলি বাস্তবতার সাথে সংস্পর্শ হারিয়ে ফেলেছেন! তিউনিশিয়া স্বাধীন! চোরের চলে যাওয়া দরকার! তিউনিশিয়া স্বাধীন! লায়লার (বেন আলির স্ত্রীকে উল্লেখ করে) চলে যাওয়া উচিত! #সিডিবুজিদ #তিউনিশিয়া

ওয়াশিংটন ডিসি থেকে প্রিয়াঙ্কা জোসেফ নিস্তব্ধতার দেয়াল দেখে বিস্মিত হয়েছেন। তিনি লিখেছেন:

কেউ কুন্ডেরাকে অনুসরণ করছে। #তিউনিশিয়াতে যা তা চলছে, এখানকার সংবাদ মাধ্যমগুলোতে বা টিট্রেন্ডেস/আমার টাইমলাইনে তা নিয়ে কোন কথা নেই (বিস্মিত হওয়ার কিছু না)।

ডেনমার্ক থেকে এ্যান এক্সটেন জানিয়েছে:

#তিউনিশিয়ার সরকার শান্তিপূর্ণ বিক্ষোভের জবাব দিচ্ছেন গুলি, নিরাপত্তা অবরোধ, মারামারি দিয়ে http://goo.gl/rnL0p/ @Elicoopter_mid @RamyRaoof

আর নেদারল্যান্ড থেকে মার্ক যোগ করেছেন:

“তিউনিশিয়ার নীতি নিয়ে আমরা অখুশি, সব কিছু নিয়ে আমরা অখুশি- এটা কেবল বেকারত্ব না।“#তিউনিশিয়া

মিশরীয় লেখক মোনা এলতাহাউই মিডিয়াতে তার সহকর্মীদের আহ্বান জানিয়েছেন একটা অবস্থান নিতে:

বন্ধুরা, বিশেষ করে মিডিয়ার সাথে যোগাযোগ আছে যাদের তারা দয়া করে টুইট করুন আর আরটি #তিউনিশিয়া আর #সিডিবুজিদ। আসুন দমনের বিরুদ্ধে দাঁড়ানো তিউনিশিয়াবাসীদের সাথে আমরা দাঁড়াই।

মিশর থেকে হিশাম কাশেম বিভ্রান্ত:

رئيس إسرائيل السابق ادين منذ قليل بتهمة التحرش بموظفه في مكتبه وزين العابدين بيتحرش بتونس كلها وماحدش قادر يحاسبه

কয়েক মুহূর্ত আগে, ভূতপূর্ব ইজরায়েলি প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হয় তার অফিসে একজন নারী কর্মীকে অপমান করার জন্য আর জয়নাল আবেদিন সমগ্র তিউনিশিয়াকে অপমান করছেন আর কেউ তাকে দায়ী করতে পারছে না। #সিডিবুজিদ #তিউনিশিয়া

এর মধ্যে তাইওয়ান থেকে পোর্টনয় ভাবছেন:

তিউনিশিয়াতে কি হচ্ছে? # তিউনিশিয়া

তিউনিশিয়ার ব্যাপারে আরো টুইট বার্তার জন্য, হ্যাশট্যাগ #তিউনিশিয়া আর #সিডিবুজিদ দেখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .