ফেসবুকে ‘২৫ জানুয়ারির কালো তালিকা [1]’ (দি জানুয়ারি ২৫ ব্লাকলিস্ট, আরবী ভাষায়) নামক একটি পাতায় কিছু ব্যক্তির নিন্দনীয় কর্মকাণ্ডের সংকলন তৈরি করা হয়েছে। এই তালিকায় সেই সব রাজনীতিবীদ, প্রচার মাধ্যম ব্যক্তিত্ব, এবং তারকারা রয়েছে, যারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কথা বলছে। বিক্ষোভকারীরা মুবারক সরকারের পতনের আহ্বান জানাচ্ছে।
মিশর: ২৫ জানুয়ারির কালো তালিকায়
· লিখেছেন Amira Al Hussaini অনুবাদ করেছেন বিজয়
বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রাজনীতি