- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

শ্রীলন্কা: কলম্বো ফ্যাশন সপ্তাহ ২০১১

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, শ্রীলন্কা, ছবি তোলা, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

র‍্যান্টিং ইন কলম্বো নামক ব্লগের ডি নামক ব্লগার, কলম্বো ফ্যাশন সপ্তাহ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন [1] এবং ভদ্রমহিলা তার ব্লগে এই অনুষ্ঠানের কিছু আকর্ষণীয় ছবি প্রকাশ করেছেন।