মিশর: মিশর বিক্ষোভের দশম দিনে তাহরির স্কোয়ারে পাঁচজন নিহত হয়েছে

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

সারা মিশর জুড়ে মুবারক বিরোধী বিক্ষোভ আজ দশম দিনে পা দিয়েছে। কায়রোর তাহরির স্কোয়ার থেকে হতাহতের খবর আসছে। সেখানে সরকারের ভাড়াটে গুণ্ডারা সারারাত ধরে প্রতিবাদকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল।

গতকালের পূর্ব পর্যন্ত বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কোয়ার ছিল লক্ষ লক্ষ লোকের শান্তিপূর্ণ এক এলাকা। প্রায় ত্রিশ লক্ষ লোকের মিছিলের স্থানটিকে এখন এক যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে। মুবারক চলে না যাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে নড়বে না। তাই সেখানে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরী করে স্বেচ্ছাসেবী ডাক্তার ও নার্সরা আহতদের সেবা দিচ্ছে।

@ট্রাভেলারডাব্লিউ তাহরির স্কোয়ারে রয়েছেন এবং টুইট করেছেন:

তাহরির নামক এক যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে হাঁটছি। অনেক আহত ব্যক্তি এখানে কাতরাচ্ছে। সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সত্যিকার অর্থেই যেন “এক প্রতিরোধ”। #মিশর#জান২৫

এখানে আজকের দিনের শুরুর কিছু প্রতিক্রিয়া আছে। এই সমস্ত প্রতিক্রিয়া আরবী ভাষায় লিখিত, এবং কিছুক্ষণের মধ্যেই এগুলোর অনুবাদ করা হচ্ছে। শীঘ্র ফিরে আসুন।

@এডামকারি: তাহরির-এলাকায় গুলি চলছে। গাড়িগুলো অক্টোবর ৬ নামক সেতুর দিকে ফিরে যাচ্ছে। বিশ্বাসই করতে পারছি না, এলাকাটি এতটা যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে।

@এহচেরিফ:

رصاص حي من قناصة قتل 5عزل علي الاقل..شوفتي سفالة اكتر من كده؟ JustAmira@
বন্দুকধারীদের ছোঁড়া গুলিতে এ পর্যন্ত পাঁচজন নিরস্ত্র বিক্ষোভকারী মারা গিয়েছে । আপনি কি এর থেকে বেশী (অমানবিকতা) কখনো দেখেছেন কি?

@মানাল: গতরাতের নির্মম যুদ্ধে অনেকে মারা যাবার পর আমরা নতুন একটি দিনকে এই আওয়াজে স্বাগত জানালাম যে: জনতা খুনীর বিচার চায়। #জান২৫

@আনাসআলাউয়ু: তাহরির স্কোয়ারের ভেতর থেকে মোনা সেইফ নামের একজন মিশরীয় একটিভিস্টের, একটি হৃদয়বিদারক সাক্ষাৎকার- http://www.youtube.com/watch?v=LSBJwsjakcg-এখানে রয়েছে।

@আলা: তাহরির স্কোয়ার থেকে বেশ কিছুটা দূরে গিয়ে খাওয়া সারছি এবং বিশ্রাম নিচ্ছি। সেই সব বন্দুকধারীরা এখনো বিপ্লবীদের লক্ষ্য করে গুলি করছে। এ পর্যন্ত ৫ জন বন্দুকের গুলিতে নিহত হয়েছে। #জান২৫

@দিমা_খাতিব: আল জাজিরা কেবলই তাহরির স্কোয়ারে এক ডাক্তারকে দেখালো। তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। কেবলই কেঁদেই চলছেন। #জান২৫#মিশর

@আজিজাসামি: মুবারক, নাসের বা সাদাতের মত কোন যুদ্ধই করেনি, কারণ তার না আছে কোন রাজনৈতিক দর্শন এবং শত্রু, কেবল তার নিজের জনগণ তার শত্রু। #মিশর

@মোনেইমপ্রেস:

إلي اعلامي التلفزيون المصري أن تدعمون شخص طاغية مصيره الرحيل ..انحازوا الي الشهب سريعا لن نحاسبكم #egypt #tahrir #jan25 #mubarak
মিশরীয় প্রচার মাধ্যমের প্রতি: যার দিন ঘনিয়ে এসেছে, এমন এক স্বৈরশাসককে সমর্থন করা বন্ধ করুন। দ্রুত জনতার পক্ষে চলে আসুন। আমরা আপনাদের দায়ি করবো না (মুবারককে সমর্থন করার জন্য)

@আইআবুহেসাম:

الجرحى في ميدان التحرير يرفضون ركوب الإسعاف ويصرون بأن يكون العلاج في الميدان حتى لا يتركوا الميدان لأنهم يؤمنون إيمانا بأنهم في رباط مقدس
যারা তাহরির স্কোয়ারে আহত হয়েছে তারা অ্যাম্বুলেন্সে করে এলাকা ত্যাগ করতে অস্বীকার করছে এবং তারা সেখানে থেকে যেতে আগ্রহ প্রকাশ করছে। তারা বিশ্বাস করছে যে এটা শুভ এক লক্ষণ।

@দিনা_আদেল: #মিশরের রক্তদাতা দরকার। আপনি যদি পারেন তবে অনুগ্রহ করে রাসালা অঞ্চলের মাদি, মোহান্দেসিন ও হেলিওপোলিস এলাকার থামুন (রাত ১০টা- রাত ৩টা) অথবা ০১৪৭৮৭২১৬০ নম্বরে ফোন করুন ।

@ইয়া৭ইউ৭: @জাস্টআমিরা, খাবার ফুরিয়ে গিয়েছে এমন ৪,০০০ পরিবারের জন্যে কিছু লোক খাবারের ব্যবস্থা করেছে। যোগাযোগ করুন, এই সব নম্বরে, মোস্তফা ০১০৩৭৭৮৫৮৫, মারওয়া ০১০০০৫৭৫৭৯ …

@ইয়া৭ইউ৭: @জাস্টআমিরা রাত তিনটার ক্ষেত্রে…যোগাযোগ করুন,,, আয়া ০১০৭০৩০৯০৩, দিনা ০১২৩৩৩৭৮১৫। দয়া করে খবরটি ছড়িয়ে দিন। #মিশর #জান২৫

@খাজেলটন: সিএনএনের বেন ওয়েডেম্যান [বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তপাত] “রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়” #জান২৫#মিশর

@হাবিব: কি কঠিন স্বীকারোক্তি, “মুবারকের পক্ষে মিছিলে যাবার জন্য পুলিশ আমাকে টাকা দিতে চেয়েছে” http://t.co/H88C1Br,@আলিভিয়েনইজিপ্ট-এর মাধ্যমে আরটি @ স্পিক২ (টু)টুইট

@ওয়েড্যাডি: আরটি @বেনসিএনএন: কায়রোতে কানাঘুষা শুনতে পাচ্ছি, “মিশরীয় সেনাবাহিনী হয়তো রাষ্ট্রপতি পরিবর্তন করবে, কিন্তু কখনো শাসন পদ্ধতি পরিবর্তন করবে না, তারা কখনো বেসামরিক শাসন মেনে নিবে না“ #জান২৫

@ফিরাস_এ্যাট্রাকচি: যা বেরিয়ে আসছে, তাতে ১০ম দিনেও আমি আতঙ্কিত #মিশর#কায়রো#জান২৫

@শ্যাম্পংগো:

كل العرب مسلمين ومسيحيين سنة وشيعة بروتوستانت وأرمن وأرثوزوكس قوموا صلوا وادعوا لربنا يحمي الناس اللي في التحرير #JAN25
সকল আরব মুসলিম এবং খ্রিস্টান, সুন্নি এবং শিয়া, প্রোটেস্টান্ট, আরমেন এবং অর্থোডক্স, উঠে দাঁড়ান এবং প্রার্থনা করুন। স্রষ্টার কাছে দোয়া করুন যেন তিনি তাহরির স্কোয়ারের যারা রয়েছে, তাদের রক্ষা করেন।

@এইচ_ঈদ: আমরা সেখানে যেসব দস্যুদের মারতে গিয়েছি আজ আপনারা তাদের শ তিনেকের বেশী মাথা ফাটতে বা হাত ভাঙ্গতে দেখেছেন।

@ট্রেলাএলবি: আমাদের #মিশরে আহতদের চিকিৎসা সহায়তা দিতে সাহায্য করুন অনুগ্রহপূর্বক www.stop404.org দেখুন।

@কিমো৭৯: এটা যেমন মিশরীয়, তেমনি আরবদের বিপ্লব। আমরা যেখানেই থাকি না কেন, আগামীকাল আমাদের রাস্তায় নামা উচিৎ। #জান২৫

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .