মিশর: আবার অনলাইনে ফিরে আসা

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

মিশরে ইন্টারনেট ফিরে এসেছে, এবং তার সাথে সাথে একে একে মিশরীয় সহকর্মী, বন্ধু এবং যোগাযোগের মাধ্যম সমূহ আবার অনলাইনে উঁকি মারছে। এই মুহূর্তটি বিশাল এক মুহূর্ত এবং চারদিকে এক আনন্দদায়ক পরিবেশ বিরাজ করছে। তবে এখনো কিছু কিছু বিশেষ নেটওয়ার্কে এখনো টুইটার এবং ফেসবুক চালু হয়নি।

ইন্টারনেটের ফিরে আসা নিয়ে এখানে টুইটারের কিছু গুঞ্জন তুলে ধরা হল।

@জাস্টআমিরা:মিশরীয় টুইটারকারিদের স্বাগতম! চ্যাট করা বন্ধ হয়ে গিয়েছিল: যখন মুবারক সবকিছু বন্ধ করে দিয়েছিল তখন কি ঘটেছিল #জান২৫

@জাস্টআমিরা: মিশরে আবার ইন্টারনেট চালু হয়েছে! এটা অনেক বিশাল এক ব্যাপার। দারুণ উত্তেজনাকর ব্যাপার।

সৌদি মাসিহ ৯এ৭ এর সাথে একমত না হয়ে পারে না:

@মাসিহ৯এ৭আরটি@আলাশেহরি:
#মিশরে আবার ইন্টারনেটের ফিরে আসাকে স্বাগতম। – مرحباً بعودة مصــــر للأنترنت #মিশর#২৫জান#ইরাক#কায়রো#১এম-আমরা তোমার অভাব অনুভব করেছি। — فتقدناكم كثيراً

এবং মিশরীয় নাগরিকরা আবারো তাদের নেট ভিত্তিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে।

@আহমেদদরওয়েশ: @জাস্টআমিরা, আমরা সারা বিশ্বে সকল তথ্য, ছবি, সংবাদ, ভিডিও পাঠাতে ব্যস্ত ছিলাম। 🙂

এবং আমাদের আরো তথ্য পাঠাতে বলা হচ্ছে:

@জাস্টআমিরা: @আহমেদদরওয়েশ, দয়া করে আপনি আপনার নিজের কণ্ঠে মিশরীয় নাগরিকদের ক্ষেত্রে কি ঘটেছিল তা বলুন#জান২৫

ইন্টারনেটের ফিরে আসায় এদিকে অভিনন্দনের জোয়ার বইতে থাকে, তার মাঝে সংবাদ আসে যে এখনো মিশরে ফেসবুক বন্ধ রয়েছে। ২৭ জানুয়ারি থেকে মিশরে ফেসবুক বন্ধ করে রাখা হয়েছে-যেহেতু এর মাধ্যমে মিশরীয় নাগরিকরা হোসনি মুবারকের ৩০ বছরের শাসন অবসানের আহ্বান জানিয়েছিল।

@নাইটএস:@জেইনোবিয়া, স্বাগতম আবার প্রিয়তমা=) তোমরা অসাধারন এক কাজ করেছো! জান২৫

@জিয়াদএম: ওহহো, ইন্টারনেট আবার ফিরে এসেছে, এখনো @ লিঙ্কডিএস-এ, টুইটার এবং ফেসবুক বন্ধ রয়েছে!! জানি না আসলে কারণটা কি

@এনমোয়াউদ: ইন্টারনেট আবার চালু হয়েছে!!! আরটি: @জেইনোবিয়া:আমাদের সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। সত্যি সত্যি আমার চোখে পানি চলে এসেছে।

@নাইটএস:@জেইনোবিয়াসামির, ইন্টারনেটের আবার চালু হবার ঘটনাটিকে স্বাগত জানাই ..نوّرتي =) #জান২৫

যখন ব্লগার এবং নেট নাগরিকরা নিজের কণ্ঠে তাদের কাহিনী আমাদের শোনাচ্ছে, তখন নাগরিক প্রচার মাধ্যমের দ্বারা তৈরি মিশরের আজকের সংবাদ প্রবাহ শোনার জন্য আমাদের সাথে থাকুন।

মিশরীয় বন্ধু এবং সহকর্মীদের আবার অনলাইনে ফিরে আসাকে স্বাগতম।

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .