- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাশিয়া: পুলিশের উপর তৈরি করা আইন

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, আইন, নাগরিক মাধ্যম, রাজনীতি, সরকার, রুনেট ইকো

রাশিয়ার পুলিশের উপর তৈরি করা আইনের ব্যাপারে এ গুড ট্রিটি ব্লগে বিস্তারিত বিশ্লেষণ [1]করা হয়েছে: “এই আইনের বিরোধিতাকারীরা অনেক সময় একে অর্থহীন বলে উল্লেখ করছে। তারা বলছে যে, এখানে আইন কেবল দুটি অক্ষরের পরিবর্তন করা ছাড়া আর কিছুই করতে পারে না (মিলিতসিয়া থেকে পোলিতসিয়ায় রূপান্তরিত করা)[…]” এল জে ইউজার টাপরির’স পুনরায় নামকরণের দায়িত্বগ্রহণ করার [1] উপর নজর দিয়েছে [রুশ ভাষায়]: “ভাসিয়া নামের একজন ব্যক্তি রাশিয়ার একটি ছোট্ট শহরে বাস করত। সে মানুষদের খুন এবং তাদের লুণ্ঠন করত [অন্ধকারে পথে পা বাড়ানো]। সে মানুষের হাত পা কাটত, নারীদের ধর্ষণ করত। সে ছিল এক চোর। সে পুলিশের হাতে ধরা পড়ে এবং তাকে তার নাম পাল্টে কোলিয়া রাখতে বাধ্য করা হয়।