- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: টুইটারে দৃশ্যমান বিষয়গুলোকে প্রদর্শন করা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, স. আরব আমিরাত, সিরিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, প্রযুক্তি, রাজনীতি

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

[2]

ছবি অ্যান্টোনিও অর্ডোনেজ ফোরেরো-এর। সিসি বাই।

মিশরের সাম্প্রতিক ঘটনাবলিকে সারা বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে টুইটার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্প্রতি মিশরে সেদেশের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ৩০ বছরের শাসন অবসানের লক্ষ্যে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়, যা আজ চতুর্থ দিনে প্রবেশ করল।

নীচের উইজেটটি আমাদের সেই সমস্ত টুইটারের উপাদান প্রদর্শন করছে যা তিনদিন ধরে #জান২৫ হ্যাশট্যাগের কথা উল্লেখ করেছে। জনতা তাদের টুইটারে যে সব বিষয় নিয়ে আলোচনা করেছে, এসব বিষয় সেগুলোর সাথে সম্পৃক্ত ছিল।

সবার ব্যবহার করা অন্যতম এক সাধারণ বিষয়ের নাম ছিল “কাঁদানে গ্যাস”। এই নামটি আজ সকালে তখন ছড়িয়ে পড়ে, যখন পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একই সাথে তারা রাস্তার বিক্ষোভকারীদের ভিড় ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করেছিল:

আল জাজিরার এই ঘটনার সংবাদ তুলে ধরার ক্ষেত্রে এক প্রধান ভূমিকা পালন করে, তারা কায়রো থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করতে থাকে:

সংযুক্ত আরব আমিরাতে@সুলতানআলকাশেমি [3] ছিলেন অন্যতম এক টুইটার ব্যবহারকারী যিনি সারা মিশর থেকে পাওয়া টুইট গুলো তৎক্ষনাৎ ছড়িয়ে দিচ্ছিলেন:

যখন এই বিক্ষোভের প্রভাব এই অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়ে, তখন আমরা টুইটারে ডাটার পরিমাণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়, কারণ, এক অসমর্থিত সূত্র থেকে দাবী করা হয়েছিল যে, সিরিয়ায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে:

এ রকম আরো কাহিনীর জন্য আমাদের সাথে থাকুন, মিশর থেকে আরো প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ এসে হাজির হচ্ছে।

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]