ছবিতে মিশর: কায়রোর রাস্তা থেকে তোলা দৃশ্য

গত কয়েকদিন ধরে অন্য অনেকের মত মিশরের মানবাধিকার কর্মী এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসির লেখক রামি রোয়াফ বিচ্ছিন্ন ভাবে অনলাইনে উপস্থিত থাকতে পরেছেন। যখনই তিনি অনলাইনে উপস্থিত হতে পরেছেন, তখনই তিনি কায়রোর রাস্তায় তোলা ছবি অনলাইনে উঠিয়ে দিয়েছেন। এ সব মধ্যে রয়েছে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন, রাস্তার দেওয়াল চিত্র, এবং সৈনিকদের ছবি। তিনি কায়রোর রাস্তার দৃশ্যকে সারা বিশ্বের সামনে প্রদর্শন করছেন।

আজ রোয়াফ আবার অনলাইনে পুরোপুরি ফিরে আসতে সমর্থ হন। যার ফলে তিনি একগাদা নতুন কিছু ছবি টুইট করেন। তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন, যেন তারা এগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেয়:

i uploaded pictures from the demonstration taking place in Downtown Cairo now, view them here http://bit.ly/axeJsg #jan25 #egypt plz spread

রামি রোয়াফ ফটোস অফ দা ওয়ার্ল্ডে তার ছবি টুইট করছে

নীচের ছবিগুলো রামি রোয়াফ ২৮ এবং ২৯ জানুয়ারি তারিখে তুলেছেন। এই ছবিগুলোকে তিনি ফ্লিকারে পোস্ট করেছেন। এই সব ছবির শিরোনাম ফটোগ্রাফারের নিজের দেওয়া।

মুবারক নিপাত যাক…স্বাধীনতা চাই।

কায়রোর তাহরির স্কোয়ারে সামরিক বাহিনীর যান এবং তার উপর দাঁড়িয়ে সেনারা

কায়রোর তাহরির স্কোয়ারে সামরিক বাহিনীর যানের উপর দাঁড়িয়ে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শন

২৮ জানুয়ারি তারিখে কায়রোর বিক্ষোভ

সকল ছবি রামি রোয়াফের, ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-শেয়ার এলাইক ২.০ জেনেরিক লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .