গত কয়েকদিন ধরে অন্য অনেকের মত মিশরের মানবাধিকার কর্মী এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসির লেখক রামি রোয়াফ বিচ্ছিন্ন ভাবে অনলাইনে উপস্থিত থাকতে পরেছেন। যখনই তিনি অনলাইনে উপস্থিত হতে পরেছেন, তখনই তিনি কায়রোর রাস্তায় তোলা ছবি অনলাইনে উঠিয়ে দিয়েছেন। এ সব মধ্যে রয়েছে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন, রাস্তার দেওয়াল চিত্র, এবং সৈনিকদের ছবি। তিনি কায়রোর রাস্তার দৃশ্যকে সারা বিশ্বের সামনে প্রদর্শন করছেন।
আজ রোয়াফ আবার অনলাইনে পুরোপুরি ফিরে আসতে সমর্থ হন। যার ফলে তিনি একগাদা নতুন কিছু ছবি টুইট করেন। তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন, যেন তারা এগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেয়:
নীচের ছবিগুলো রামি রোয়াফ ২৮ এবং ২৯ জানুয়ারি তারিখে তুলেছেন। এই ছবিগুলোকে তিনি ফ্লিকারে পোস্ট করেছেন। এই সব ছবির শিরোনাম ফটোগ্রাফারের নিজের দেওয়া।
সকল ছবি রামি রোয়াফের, ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-শেয়ার এলাইক ২.০ জেনেরিক লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।
ভালো লাগল পড়ে। Bangla kobita