- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাগরিকদের তোলা ভিডিও প্রকাশ করা সম্ভব হয়েছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, চলচ্চিত্র, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রাজনীতি

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

মিশরে চলতে থাকা বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্টারনেট এবং মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে মিশরের নাগরিকদের পক্ষে সেখানে আসলে কি ঘটছে, তা বাকি বিশ্বকে জানানো কঠিন হয়ে পড়েছে, তারপরেও কয়েকজন নাগরিক এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের ভিডিও প্রকাশ করতে সক্ষম হয়েছে।

[2]এই দুটি ভিডিও প্রদর্শন করছে কি ভাবে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের কাছ থেকে দুরে সরে যায়, যারা সংখ্যা তাদের চেয়ে অনেক বেশি ছিল, এর সাথে যুক্ত হয় সামরিক বাহিনীর সদস্যের অপ্রত্যাশিত আচরণ [3]: সরকার যাদের রাস্তায় নেমে পড়ার আদেশ দিয়েছিল। সেনাবাহিনীকে দেখে মনে হচ্ছিল না যে, তারা কারফিউ বলবৎ করতে আগ্রহী, এবং জনতা তাদেরকে দেখে উল্লাস ধ্বনি দিচ্ছিল। দেখে মনে হচ্ছে যে সামরিক বাহিনী এই আন্দোলনে জনতার বিপক্ষে নয়।

প্রথম ভিডিওতে কায়রোর কাসর আল নিল সেতুর দৃশ্য দেখা যাচ্ছে [4]। সেখানে দাঙ্গা পুলিশ এবং প্রতিবাদকারীরা সেতুর মাঝখানে মুখোমুখি হয়েছে। কাঁদানে গ্যাস ছুড়ে সশস্ত্র পুলিশ বাহিনী পিছু হটে যাচ্ছে:

http://www.youtube.com/watch?v=-VorMWFePpY

এবং পরবর্তী এই ভিডিওতে [5]কায়রো শহরের কেন্দ্রস্থলের রাস্তাগুলোতে একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এখানে আমরা বিক্ষোভকারীদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষের প্রাক মুর্হূতের দৃশ্য দেখতে পাচ্ছি, যা পরবর্তীতে এক দাঙ্গায় রুপান্তরিত হয়।