মিশর: সামরিক বাহিনী কি জনতার পক্ষে?

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আজ সারা দেশ জুড়ে এক ব্যাপক বিক্ষোভে অনুষ্ঠিত হয়েছে, সেই কারণে রাতের বেলা সান্ধ্য আইন জারীর বিষয়টি প্রয়োগের জন্য সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। টুইটারে এই সংবাদটি বিস্ময়ের সাথে গ্রহণ করা হয়, সংবাদে প্রকাশ যে সামরিক বাহিনী জনতার পক্ষাবলম্বন করেছিল।

নীচে সারা দেশ থেকে পাঠানো টুইটারে মধ্যে নির্বাচিত কয়েকটি অংশ তুলে ধরা হয়েছে।

আলেকজান্দ্রিয়া থেকে আল জাজিরা ধারণা দিচ্ছে যে, মিশরীয় সামরিক বাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোন দিকে থাকবে এবং তারা মুবারকের পক্ষে নয়- তারা বিক্ষোভকারীদের সাথে হাত মেলাচ্ছে।
আরটি@ব্রেকিংনিউজ: মিশরের সেনাবাহিনীকে রাস্তায় নেমে পড়ার আদেশ দেওয়া হয়েছে-কিন্তু দেখে মনে হচ্ছে না তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে-এনবিসি-এর রিচার্ড এনজেল#ইজিপ্ট#জান২৫
আরটি@হেইলগালভাটরন: কায়রোর বিক্ষোভকারীরা এক সামরিক যান ঘেরাও করে রেখেছে, কিন্ত তারা সামরিক বাহিনীর সদস্যের প্রতি উল্লাস ধ্বনি প্রদান করছে।
আরটি@ড্যানিরামাদান: কাসার আল-নীল নামক সেতুর উপর চারটি সামরিক বাহিনীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং বিক্ষোভকারীরা তার উপর উঠে উল্লাস ধ্বনি প্রদান করছে এবং মিশরের পতাকা নাড়ছে। দেখে মনে হচ্ছে সব কিছু শান্ত রয়েছে।#জান২৫
লোকজন কায়রোর রাস্তায় টহল দেওয়া সামরিক বাহিনীর সদস্যদের প্রতি উল্লাসধ্বনি প্রদান করছে।
মনে হচ্ছে সামরিক বাহিনী বিপ্লবের পক্ষ- তিউনিশীয় যে বিপ্লব মিশরকে আক্রান্ত করেছে, তা দীর্ঘজীবী হোক। #ইজিপ্ট#তিউনিশফিভার#জানু২৫
প্রতিবাদকারীদের সাথে সামরিক বাহিনীর সদস্যরা যোগ দিচ্ছে!!!
অন্য কথায় বলা যায়, যদি সামরিক বাহিনী নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর গুলি চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের যুক্তরাষ্ট্র কর্তৃক সরবরাহকৃত হার্ডওয়্যার দিয়ে গুলি করতে হত।
সিএনএন:সারা দেশে কারফিউ জারী করা হয়েছে।#ইজিপ্ট। কেউ তা পালন করছে না। কেউ তা পালন করার জন্য জোর করছে না। সামরিক বাহিনীর সমর্থনকে বিক্ষোভকারীরা উল্লাস ধ্বনির মাধ্যমে স্বাগত জানাচ্ছে। #২৫

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .