এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
ছোট সমাবেশের রিপোর্ট থেকে মিশরের বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারীর মিছিল সম্পর্কে প্রতিক্রিয়াতে টুইটার রয়েছে সরব।২৫শে জানুয়ারীর এই দেশব্যাপী ‘বিপ্লবের দিন’ পুলিশ দিবসের সাথে একই দিনে পড়েছে আর বিভিন্ন ক্ষেত্রের আর বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ একত্র হয়েছে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য।
মোহান্দেশিন থেকে টুইট করা @মোনাশোস জানিয়েছেন:
আপনি যদি এখানে না থাকেন, আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। মোবারকের নিপাত হোক। মোহান্দেসিন #জ্যান২৫
আর একটা টুইটে তিনি বলেছেন:
বিশেষ করে জেন এল আবেদিন বেন আলির তিউনিশিয়াতে পালানোর প্রেক্ষিতে, মানুষের বিক্ষোভের পরে।
সমাবেশ যতো বড় হচ্ছে, কেউ কেউ তাল রাখতে সক্ষম হচ্ছেন না। আহমেদ খলিল টুইট করেছেন:আর একটা টুইটে তিনি ভাবাবেগকে সংক্ষেপে জানিয়েছেন:
এর পর পরই পুলিশ কর্তৃক অত্যাচারের খবর আসা শুরু করেছে।
স্যান্ড মাঙ্কি জানিয়েছে:
চিলান্ট্রোতে পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে। তাদের আইডি আর ফোন নিয়ে নিয়েছে। আমরা কোন মতে বেরিয়ে এসেছি।“#জ্যান২৫।
ওয়ায়েল আব্বাস যোগ করেছেন:
আর একটি টুইট বলছে:
আর একটা প্রত্যাশিত বা অপ্রত্যাশিত পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট আসছে – ইন্টারনেট সাইট সেন্সর করার।
মোহাম্মদ এল গোহারী লিখেছেন:
এখন http://dostor.org and Bambuser.com এই দুটি সাইট মিশরে ব্লক করা হয়েছে # নেটফ্রিডম
#জ্যান২৫
আর আলা আবদ আল ফাতাহ টুইট করেছেন:
মিশরী আইএসপিরা মনে হচ্ছে বেআইনিভাবে আবার ওয়েবসাইট ব্লক করছে, পুলিশের সাথে মিলে যদিও কোন আইন ইন্টারনেট সেন্সর করা সমর্থন করেনা #জ্যান২৫
ইতোমধ্যে, মোনা এলতাহাওহি লিখেছেন:
গত ৮ দিনে অন্তত ১২ #মিশরীয় নিজেদের গায়ে আগুন লাগিয়েছেন হতাশা থেকে: বেকারত্ব, দারিদ্র, দূর্নীতি। #জ্যান২৫ #মিশর বিক্ষোভ
আরো প্রতিক্রিয়ার জন্য, হ্যাশট্যাগ #জ্যান২৫ (#Jan25) টুইটার হ্যাশট্যাগ অনুসরণ করুন।
মিশর থেকে আরো কাভারেজের জন্য প্রস্তুত থাকুন।
ছবির জন্যে কৃতজ্ঞতা:
1. @monasosh
2. @basboussa1