মিশর: বিপ্লবের দিনকে টুইট বার্তায় জানানো

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আজকের দিনের প্রতিবাদকারীরা ছবি @মোনশোস এর সৌজন্যে

আজকের দিনের প্রতিবাদকারীরা ছবি @মোনশোস এর সৌজন্যে

ছোট সমাবেশের রিপোর্ট থেকে মিশরের বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারীর মিছিল সম্পর্কে প্রতিক্রিয়াতে টুইটার রয়েছে সরব।

২৫শে জানুয়ারীর এই দেশব্যাপী ‘বিপ্লবের দিন’ পুলিশ দিবসের সাথে একই দিনে পড়েছে আর বিভিন্ন ক্ষেত্রের আর বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ একত্র হয়েছে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য।

মোহান্দেশিন থেকে টুইট করা @মোনাশোস জানিয়েছেন:

আপনি যদি এখানে না থাকেন, আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। মোবারকের নিপাত হোক। মোহান্দেসিন #জ্যান২৫

আর একটা টুইটে তিনি বলেছেন:

#jan25 يا مبارك يا مبارك، الطيارة في انتظارك
মুবারক! মুবারক! আপনার জন্য প্লেন অপেক্ষা করছে।

বিশেষ করে জেন এল আবেদিন বেন আলির তিউনিশিয়াতে পালানোর প্রেক্ষিতে, মানুষের বিক্ষোভের পরে।

রামসিসে জমা হওয়া বিক্ষোভকারীদের উপর থেকে ছবি @বাসবুসা১

রামসিসে জমা হওয়া বিক্ষোভকারীদের উপর থেকে ছবি @বাসবুসা১

সমাবেশ যতো বড় হচ্ছে, কেউ কেউ তাল রাখতে সক্ষম হচ্ছেন না। আহমেদ খলিল টুইট করেছেন:

عشرون الف متظاهر فى شارع جامعة الدول العربيةشباب وصبايا وربات بيوت واطفال يركدون لم استط محارتهم …نفسى اتقطع
২০,০০০ বিক্ষোভকারী আরব লিগ সড়কে। তরুন মানুষ, গ্রহবধূ আর শিশু। তারা সবাই দৌড়াচ্ছে। আমি তাদের সাথে তাল রাখতে পারিনি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।

আর একটা টুইটে তিনি ভাবাবেগকে সংক্ষেপে জানিয়েছেন:

الناس اللى ماشيين فى المظاهرة اول مرة اشوفهم ..يظهر اول مرة يتظاهروا كلهم همة وحماس عايزين يعملوا ثورة حقيقية
এই প্রথম এইসব মানুষকে আমি বিক্ষোভে দেখছি। মনে হচ্ছে এই প্রথম তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা উৎসাহ আর উত্তেজনায় ভরপুর-যেন তারা আসল একটা বিপ্লব ঘটাতে চাচ্ছেন।

এর পর পরই পুলিশ কর্তৃক অত্যাচারের খবর আসা শুরু করেছে।

স্যান্ড মাঙ্কি জানিয়েছে:

চিলান্ট্রোতে পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে। তাদের আইডি আর ফোন নিয়ে নিয়েছে। আমরা কোন মতে বেরিয়ে এসেছি।“#জ্যান২৫।

ওয়ায়েল আব্বাস যোগ করেছেন:

انباء عن اعتقال صحفية في المحلة الكبرى
আল মাহালা আল কুব্রাতে একজন নারী সাংবাদিকের গ্রেপ্তারের সংবাদ পাওয়া গেছে

আর একটি টুইট বলছে:

اخبار عن ضرب المتظاهرين في شبرا
সুব্রাতে বিক্ষোভকারীদের মারার খবর আসছে

Crowdmap to report demonstration updates

ক্রাউডম্যাপ বিক্ষোভের সর্বশেষ সংবাদ দেখাচ্ছে

আরবি নেটোয়ার্ক ফর হিমান রাইটসের তৈরি একটি ক্রাউডম্যাপ, এরই মধ্যে কাজ করছে যেখানে মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার, পুলিশের অত্যাচার আর মানুষ আর পুলিশ কোথায় একত্র হচ্ছে তা জানাচ্ছে সাধারণ মানুষ।

আর একটা প্রত্যাশিত বা অপ্রত্যাশিত পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট আসছে – ইন্টারনেট সাইট সেন্সর করার।

মোহাম্মদ এল গোহারী লিখেছেন:

এখন http://dostor.org and Bambuser.com এই দুটি সাইট মিশরে ব্লক করা হয়েছে # নেটফ্রিডম
#জ্যান২৫

আর আলা আবদ আল ফাতাহ টুইট করেছেন:

মিশরী আইএসপিরা মনে হচ্ছে বেআইনিভাবে আবার ওয়েবসাইট ব্লক করছে, পুলিশের সাথে মিলে যদিও কোন আইন ইন্টারনেট সেন্সর করা সমর্থন করেনা #জ্যান২৫

ইতোমধ্যে, মোনা এলতাহাওহি লিখেছেন:

গত ৮ দিনে অন্তত ১২ #মিশরীয় নিজেদের গায়ে আগুন লাগিয়েছেন হতাশা থেকে: বেকারত্ব, দারিদ্র, দূর্নীতি। #জ্যান২৫ #মিশর বিক্ষোভ

আরো প্রতিক্রিয়ার জন্য, হ্যাশট্যাগ #জ্যান২৫ (#Jan25) টুইটার হ্যাশট্যাগ অনুসরণ করুন।

মিশর থেকে আরো কাভারেজের জন্য প্রস্তুত থাকুন।

ছবির জন্যে কৃতজ্ঞতা:
1. @monasosh
2. @basboussa1

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .