মিশর: বিক্ষুব্ধ এক দিনের পরে, নেমে আসা রাত

এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ।

মিশরে রাতের আকাশ যত বিস্তৃত হচ্ছে, ততই কায়রো এবং দেশটির বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছেই। কায়রোর তাহরির স্কোয়ার কেন্দ্রিক সংবাদে ছেয়ে আছে, যেখানে পুলিশ কাঁদানো গ্যাস, রবার বুলেট, এবং জল কামানের মাধ্যমে সেখানে অবস্থান রত ব্যক্তিবর্গকে ছত্রভঙ্গ করে দেয়। এর ফলে অনেক গুরুতর ভাবে আহত হয়। সুয়েজ এলাকায় তিনজন নাগরিক নিহত হবার সংবাদ পাওয়া গেছে। আলেকজান্দ্রিয়া অবস্থান গ্রহণ করা লোকদের গ্রেফতার করা শুরু হয়েছে। আল মাহালায় মিশরের এক বিশাল বাণিজ্য শিল্প এবং কৃষি শিল্পের এলাকা। টুইটারে খবর পাওয়া গেছে যে পুলিশরা সেখানকার এল শোন স্কোয়ার নামক এলাকায় অবস্থিত জনতার সম্পত্তি ধ্বংস করছে এবং সেখানে এখনো জনতা এবং পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া চলছে

@আলা টুইট করেছে যে তাহরির স্কোয়ার নামক এলাকায় ডাক্তারদের জরুরী প্রয়োজন:

লোকজনদের হাসপাতালে নিয়ে যাবার চেষ্টা করার পরিবর্তে, ডাক্তারদের ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম প্রয়োজন। @হুসাইনএলসাইদ: @আলা তাহরির এলাকায় জরুরী ভিত্তিতে ডাক্তার প্রয়োজন। দয়া করে পুনরায় টুইট করেন।

আজ সকালে, মিশরীয় সরকার টুইটার বন্ধ করে দিয়েছে। একই সাথে তারা তাহরির স্কোয়ারে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এর ফলে প্রতিবাদকারীরা বাইরের পৃথিবীর সাথে আর যোগাযোগ করতে পারছে না। এর ফলে আশেপাশের এলাকার বাসিন্দারা তাদের তারহীন রাউটার বা নেট সংযোগের পাসওয়ার্ড সারিয়ে ফেলেছে, যাতে প্রতিবাদকারীরা এর মাধ্যমে অনলাইনে প্রবেশ করতে পারে:

@মোহরাদ

المواطنين والمحلات لغوا باسوردات شبكات الوايرلس والمعتصمين في التحرير يستطيعون الآن التواصل مع الناس#Jan25 #fb

স্থানিয় বাসিন্দা এবং দোকানিরা তাদের তারহীন রাউটারের পাসওয়ার্ড অপসারণ করেছে। তাহরির স্কোয়ারের প্রতিবাদকারীরা এখন অন্যের সাথে যোগাযোগ করতে পারবে।

এছাড়াও স্থানীয় দোকানগুলো প্রতিবাদকারীদের খাবার এবং পানি দিচ্ছে:
@মোহরাদ

من التحرير: هارديز طلع ساندوتشات صغيرة للمعتصمين والأمن منعهم وطلب منهم يقفلوا ويمشوا ورفضوا يقفلوا ومشاركين الشباب

তাহরির থেকে: হার্ডিস বা বিশেষ খাবারের দোকান, বিনে পয়সায় প্রতিবাদকারীদের স্যান্ডুইচ প্রদান করছে, কিন্তু পুলিশ তাদের এই কাজ বন্ধ করে দিয়েছে এবং তাদের এলাকা ছেড়ে যেতে বলছে।

বেশ কয়েকজন সেলিব্রেটি এই প্রতিবাদে যোগ দেয়, এবং তারা তাদের টুইটার একাউন্ট সবসময় আপডেট করতে থাকে। অভিনেতা আমর ওয়াকেদ এবং খালেদ আবোল নাগা, টেলিভিশনের একজন মহিলা উপস্থাপিকা বোউথাইনা কামেল, পরিচালক আমর সালামা এবং রাজনীতিবিদ আইমান নুর

প্রতিবাদকারীদের পক্ষ থেকে সকল মিশরীয় নাগরিকদের জন্য আমর সালামা এবং খালেদ আবোল নাগা তাজা ঘটনাবলি গুলো লিখে যাচ্ছিল:

رسالة من المعتصمين: كلنا موجودين في ميدان التحرير مش هنتحرك، و هنبات و هنكمل مظاهرتنا بكره الصبح رغم كل اللي بيعمله الأمن، اللي يقدر منا ينزل للناس دي ينزل، و اللي يقدر يجيبلهم مية أو أكل يجيب، و اللي مايقدرش ينشر الخبر دا و مايصدقش اللي بيتقال عن إنهم هيمشوا أو هيتحركوا من مكانهم… قوم يا مصري

প্রতিবাদকারীদের পক্ষ থেকে: আমরা তাহরির স্কোয়ারের অবস্থান নিয়ে থাকব। আমরা এখান থেকে চলে যাব না। পুলিশের নির্মমতা সত্ত্বেও আমরা এখান থেকে যাব এবং আগামীকালও আমাদের বিক্ষোভ প্রদর্শন করতে থাকব। যদি কেউ আমাদের সাথে যোগ দিতে চান, দয়া করে যোগদান করুন। যদি কেউ আমাদের জন্য পানি এবং খাবার নিয়ে আসতে পারেন, দয়া করে নিয়ে আসুন। আমরা তাদের দেশ ছাড়া করে ছাড়ব। আমাদের বিশ্বাস করুন। মিশরীয় নাগরিকরা এই বিক্ষোভ যোগদান করুন!

যখন ফারুক তাহরির স্কোয়ার থেকে টুইট করে, তখন কায়রোর স্থানীয় সময় ছিল ঠিক রাত দশটা।

@ফারুকআদেল:

من التحرير المعنويات مرتفعة بس الامن بيجهز هجوم تقريبا

অনেক আশা রয়েছে। কিন্তু মনে হচ্ছে পুলিশেরা কিছু একটার জন্য প্রস্তুত হয়ে রয়েছে।

@স্যান্ডমাঙ্কি উল্লেখ করছে:

এই দিনে সবচেয়ে মজার বিষয় হচ্ছে: আজ একটি মেয়ে যৌন নিপীড়নের শিকার হয়নি। সকলে শ্রদ্ধাপূর্ণ আচরণ করছে।#জান২৫

তবে মাঝ রাতে হঠাৎ করে মিছিলের মেজাজ পাল্টে যায়, যখন পুলিশ জোর করে প্রতিবাদকারীদের তাহরির স্কোয়ার থেকে সরিয়ে দেবার চেষ্টা করে।

অবস্থান ধর্মঘটের স্থান থেকে মোহাম্মেদ_এ_আলি টুইট করেছে:

الضرب اشتغل الحقونا

তারা পিটানো শুরু করেছে। আমাদের সাহায্য করুন।

বিখ্যাত মহিলা রাজনীতিবিদ গামেলা ইসমাইলের মতে, পুলিশ প্রায় ৪০ জনের মত ব্যক্তিকে গ্রেফতার করে এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তার সন্তান নুর, ক্যাম্পেইন ফর চেঞ্জ নামক বিক্ষোভের মূল সমন্বয়কডা মোস্তফা এল নাগার, সাংবাদিক মোহামেদ আবদেলফাত্তাহ এবং ইঞ্জিনিয়ারিং-এর এক ছাত্র আবদেলরহমান আইয়াশ, যার আগামীকাল একটা বিভাগীয় পরীক্ষা রয়েছে।

আগামীকাল মিশরের বিভিন্ন উন্মুক্ত স্থানে আরো বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে, কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন চালানো সম্ভব হবে কি না, তা এখনো দেখার বাকি রয়েছে।

এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .