ভেনেজুয়েলা: স্বর্গীয় মেষপালিকার উৎসব

১৪ জানুয়ারি তারিখে ভেনেজুয়েলার স্প্যানিশ বংশোদ্ভুত নাগরিকরা সেদেশে ডিভিনা পাস্টারা (স্বর্গীয় মেষপালিকা) নামক উৎসব উদযাপন করে থাকে। ডিভিনা পাস্টোরা বা স্বর্গীয় মেষপালিকা, মাতা মেরির আরেকটি নাম, যিনি যিশুখ্রিষ্টের মাতা। দেশটির দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত লারা প্রদেশের বারকুইসিমেতো নামক শহরের বেশির ভাগ এলাকায় এই উৎসব পালিত হয়। এই উৎসবের দিনগুলোতে ভেনেজুয়েলার ব্লগাররা, কি ভাবে এই ঐতিহ্যের কি ভাবে সূচনা হল সেই ঘটনা স্মরণ করে এবং অন্যদের জানায়। কি ভাবে এটি এদেশের সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন অনুষ্ঠানে রূপান্তরিত হল, তারা সেই কাহিনীও তুলে ধরে। একই সময়ে সামাজিক প্রচার মাধ্যম সাইট যেমন টুইটার এবং ফেসবুক এই উৎসবের ছবি এবং আর্শীবাদে ভরে যায়। তবে দেশটির দৈনন্দিন জীবনে রাজনীতি নিয়ে যে আলোচনা চলে, সেসব ঘটনাবলী এর বাইরে থাকে না।

১৪ জানুয়ারী তারিখে ১.৫০ মিলিয়ন (১৫ লক্ষ) অনুসারী, স্বর্গীয় মেষপালিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য একত্রিত হয়, যা ভেনেজুয়েলার সবচেয়ে বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রা। ছবি জোয়াকিন ফেরেরা-এর। কপিরাইট ডেমোটিক্স-এর।

উইকিপিডিয়ার প্রদান করা তথ্যানুসারে [স্প্যানিশ ভাষায়]:

Los larenses la veneran con especial cariño y devoción, regalándole sombreros y trajes de telas preciosas, algunos de ellos encargados a los modistos más afamados del mundo, motivo por el cual muchas personas comentan que no hay mujer en Venezuela que tenga un vestuario más lujoso que el de la Divina Pastora de Barquisimeto

লারাবাসীরা (ভেনেজুয়েলার লারা নামক প্রদেশের নাগরিকরা) বিশেষ ভাবে অনুগত হয়ে তার উপাসনা করা। তাকে এমন মূল্যবান পোশাক এবং টুপি প্রদান করে, যার কয়েকটির নির্মাতা সেখানকার বিখ্যাত সব দর্জিরা। এর ফলে অনেকে মন্তব্য করে যে, ভেনেজুয়েলায় এত বেশি দামী পোশাক আর কারো নেই, যা বারকুইসিমেতোর স্বর্গীয় মেষপালিকার রয়েছে।

ব্লগ সিমপ্লিমেনটো ভেনেজুয়েলা [স্প্যানিশ ভাষায়] (সাধারণ এক ভেনেজুয়েলা) ভেনেজুয়েলার এই ঐতিহ্যের উৎপত্তি কোথা থেকে, তার বর্ণনা করেছে:

Para 1736, el párroco de Santa Rosa encargó a un famoso escultor que le hiciera una estatua de la Inmaculada Concepción. Sin embargo, por equivocación, en lugar de la Inmaculada, llegó al pueblo la imagen de la Divina Pastora. El párroco quiso devolverla, pero por mucho que lo intentaron, no pudieron levantar el cajón donde habían colocado la imagen. Desde ese momento se considero lo sucedido como una señal de que la Divina Pastora quería quedarse entre ellos.

১৭৯৬ সালে সান্তা রোজার যাজকরা পবিত্র মেরির (ইমমাকুলেট কনসেপশিওনের) মূর্তি নির্মাণের আদেশ প্রাপ্ত হন। তবে ভূল ক্রমে পবিত্র মেরির মূর্তির বদলে এক স্বর্গীয় মেষপালিকা মেরির মূর্তি এসে হাজির হয়। যাজকরা এই মূর্তিটিকে ফেরত দিতে চান, কিন্তু যতই তারা এটিকে সরাতে চেষ্টা করে, ততই তারা সেখান থেকে তা সরাতে ব্যর্থ হয়। সেই মুর্হূতে ধরে নেওয়া হয় যে এই মহিয়সী নারী তাদের সাথে থাকতে চান, এটি তার লক্ষণ।

ব্লগ ভেনেজুয়েলা ইয়া সু হিস্টিরিয়া [স্প্যানিশ ভাষায়] (ভেনেজুয়েলা এবং ইতিহাস) ব্লগের প্ররোফেবালা আমাদের জানাচ্ছে এই মহিয়সী নারীর অলৌকিক ক্ষমতার মাধ্যমে এক বিশেষ ঘটনায় অবদান রাখে। ১৮৫৬ সালে তা আরো শক্তিশালী হয়ে উঠে। সে সময় শহরটিতে কলেরার প্রার্দুভাব দেখা দিয়েছিল।

El mismo 14 de enero, al terminar la procesión y entrar la imagen a la Iglesia; el curita Macario exhortó a la multitud que le pidiera a la Divina Pastora que terminara la peste (…)

La imagen recorrió en los días posteriores todos los templos de la ciudad (hoy se hace lo mismo en dos meses), y al finalizar este recorrido el padre Macario Yépez cayó enfermo del cólera, y su muerte marcó el fin de la epidemia.

প্রতি বছর ১৪ জানুয়ারি, এই ধর্মীয় শোভাযাত্রার শেষে, এই মহিয়সী নারীর মূর্তি আবার গির্জায় এসে হাজির হয়। যাজক তখন প্রার্থনার পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেবার আহ্বান জানান এবং তিনি স্বর্গীয় মেষপালিকাকে মহামারী নির্মূল করার আহ্বান জানান। (…)

সেই ঐতিহাসিক সময়ে এই মূর্তি শহরের অন্য সকল গির্জা ভ্রমণ করতে যায় (বর্তমানে দুই মাসে এই ভ্রমণ সমাপ্ত হয়) এবং ভ্রমণের শেষে যাজক মাকারিও ইয়েপেজ কলেরায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তার মৃত্যুকে এই মহামারীর সমাপ্তির লক্ষণ হিসেবে দেখা হয়েছিল।

ভেনেজুয়েলা ডে আন্তানিও [স্প্যানিশ ভাষায়) (পুরোনো সময়ের ভেনেজুয়েলা) জোয়াকিন এই উৎসবের বিচিত্রতার সামান্য কিছু অংশ আমাদের সামনে তুলে ধরছে:

A las cuatro de la mañana del día 14 desde el Obelisco sale un grupo de trotadores, para estar presentes a las cinco de la mañana en el inicio de los oficios religiosos con varias misas que culminan a las once, para luego salir en la majestuosa procesión de las mas concurridas del mundo en dirección a la Catedral

১৪ জানুয়ারি তারিখের ভোর চারটায় উঁচু এক বেদি থেকে একদল ব্যক্তি বের হয়ে আসে, যারা পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেয়। বিশাল এক জনতার সাথে এই ধর্মীয় শোভাযাত্রা প্রত্যক্ষ করা হয়, যার শুরু ভোর পাঁচটায় এবং শেষ হয় বেলা ১১ টায়। এই কারণে সকালে এটি শেষ করা হয়, যাতে পরবর্তী জাকজমকপূর্ণ ধর্মীয় শোভাযাত্রায় সবাই অংশ নিতে পারে। বিশ্বের অন্যতম এক বৃহৎ সমাবেশ, যা প্রধান গির্জার দিকে যেতে থাকে।

ছবি জোয়াকিন ফেরের-এর। কপিরাইট ডেমোটিক্স-এর।

টুইটারেও-স্বর্গীয় মেষপালিকার অনুসারীরা সবসময় এই ঐতিহ্যে অংশগ্রহণ করে যাচ্ছে:
@উইলিয়ামমোরালেস (উইলিয়াম এ মোরালেস):

Hoy pasa la Divina Pastora por mi casa.

আজ স্বর্গীয় মেষপালিকা আমার বাসার সামনে দিয়ে গেছে।

@আদ্রিয়ানিটামেন্ডেজ (আদ্রিয়ান মেন্ডেজ):

Divina Pastora en tus manos lo dejo!

স্বর্গীয় মেষপালিকা, বিষয়টিকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম!

@ইয়ানকার্লোপেজ (ইয়ানকার লোপেজ):

Hoy es el dia mas maravilloso de mi vida,GRACIAS DIVINA PASTORA por el favor concebido… (sic)

আজকের দিনটি আমরা জীবনের সবচেয়ে সুন্দর দিন। স্বর্গীয় মেষপালিকা আপনাকে ধন্যবাদ, আপনার উপহারের জন্য…(অসুস্থ)

ফ্রান্সসেকাআআল১৯৯৫ (ফ্রান্সেকা রামিরেজ):

buenos dias! 😀 estoy feliz feliz feliz!!! divina pastora gracias por escucharme!

সুপ্রভাত! :D, আমি সুখী, সুখী, সুখী!!! স্বর্গীয় মেষপালিকা আমার প্রার্থণা শোনার জন্য আপনাকে ধন্যবাদ!

এই অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক বির্তক তৈরি হয়েছে, কারণ বিরোধী ও সরকারি দলের বেশ কিছু নেতা এই অনুষ্ঠানে অংশ নিতে এখানে এসেছিল। টিভি স্টেশন গ্লোবোভিশন তাদের আগমনের বার্তা প্রদান করে [স্প্যানিশ ভাষায়]; কেউ একে ঘটনাটিকে অনুসরণ করছে বা অনুমোদন করছে, অন্যরা তাদের এই ধরনের কাজকে অনুমোদন প্রদান করেনি।

@লরেলিসাফেরের (লরেলিসা ফেরের):

Q buenas las entrev a los politicos de oposicion q visitaron a la divinapastora, q diferente el discurso, se percibe tanta paz! @carlaangola

তখন বিরোধী দলীয় নেতাদের সাক্ষাৎ ঘটে, যখন তারা স্বগীয় মেষপালিকার মূর্তি দেখতে আসে, বিষয়টি ভালো। এর সাথে তারা যে বার্তা বয়ে আনে, তা এক তাজা হওয়া তৈরি করে। আপনারা অনেক শান্তি অনুভব করবেন @ডালপ্যাক (ড্যানিয়েল পাবন):

+1 RT @silmaririvas: Da náuseas el empeño de politizar la procesión de la Divina Pastora por parte de @buenasnoches

আর টি @সিলমারিভাস: স্বর্গীয় মেষপালিকার এই ধর্মীয় শোভাযাত্রাকে রাজনৈতিক চেহারা দেবার বিষয়টি খুবই বাজে ব্যাপার। @বুয়েনাসনোচেস

@উইলফ্রেডিবারকো (উইলফ্রেডি বারকো):

@carlaangola La procesión de la DivinaPastora no es algo político, muy bien que asistan pero para la proxima ponganse limites.

@কার্লাঙ্গাগালো, স্বর্গীয় মেষপালিকা এমন এক শোভাযাত্রা, যা রাজনৈতিক নয়। এটা ভালো যে রাজনীতিবিদেরা এখানে আসছে, তবে আশা করা যায় যে আগামী শোভাযাত্রায় তারা এখানে আসার পরিমাণ কমিয়ে আনবে।

এই উদযাপনের একটি সুন্দর অংশ, ইন্টারনেটে ছবি এবং ভিডিও সহ প্রদান করা হয়েছে, যা গত বছর ধারণ করা হয়েছিল। এই উদযাপন,ে যা দেশটির চারপাশের অনুসারীদের একত্র করে, তা এক আন্দোলনের চেয়ে বেশি, যা বিশ্বাস এবং প্রযুক্তির মিলনে তৈরি হয়, এবং যা চেষ্টা করে বিশ্বাসকে প্রকাশ করতে এবং দেশটির বহুমাত্রিক সংস্কৃতির চরিত্রকে অনুশীলন করতে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .