আরব বিশ্ব: আরব গটস ট্যালেন্টস অনুষ্ঠানকে আভিনন্দন!

#আরবগটসট্যালেন্টস টুইটরে দ্রুত এক আলোচ্য বিষয়ে পরিণত হয়

অবশেষে আরবদের জন্য এমন একটা জায়গা পাওয়া গেল, যেখানে যে কেউ উপস্থিত হতে পারে এবং তাদের প্রতিভা প্রদর্শন করতে পারে। একঘেয়েমী এবং রাজনীতির বাইরে, উৎসাহ প্রদান , মুগ্ধতা তৈরি এবং বিনোদন উপহার পাবার, আর কৌতুক প্রদর্শন করার, একই সাথ বিশ্বকে এক নান্দনিক এবং বিশেষ হৃদয় ছুঁয়ে যাবার মত মুহূর্ত উপহার দেবার সময় এসেছে….
ধীরে ধীরে এই অনুষ্ঠান সবার মনোযোগ আকর্ষণ করছে এবং এই অনুষ্ঠান নিয়ে প্রচুর পর্যালোচনা হচ্ছে। এই অনুষ্ঠানের নাম “আরবস গট ট্যালেন্টস” (“প্রতিভাবান, তোমাকেই খুঁজছে আরব”)। নির্দিষ্ট সময় ধরে চলার প্রতিশ্রুতি নিয়ে আসা এই অনুষ্ঠানের প্রথম পর্ব এই সপ্তাহে শুরু হয়েছে। এই অনুষ্ঠান নিয়ে টুইটার আলোচনায় ভরে গেছে এবং সেখানে এটি একটি ধারায় পরিণত হয়েছে-এর মধ্যে কয়েকজন টুইটারকারী কয়েকজন প্রতিযোগী সম্বন্ধে অপমানজনক মন্তব্য করছে, আবার অন্যরা গভীর মনোযোগের সাথে অনুষ্ঠান উপভোগ করছে এবং প্রতিযোগীদের প্রশংসা করছে……

টুইটারের কিছু মন্তব্য নীচে প্রদান করা হল:

কুয়েত থেকে সারচিকস অধৈর্য্য হয়ে বলছে:

SirCheekss Shkithir baji 3ala youm il yim3a? Aby ashoof #ArabsGotTalent.

আগামী শুক্রবার পর্যন্ত আর কয়জন প্রতিযোগী অবশিষ্ট রয়েছে (যখন এই অনুষ্ঠান আবার প্রচারিত হবে!)। আমি এই অনুষ্ঠানটি দেখতে চাই।

সৌদি আরব-এর খোবার থেকে এসমোউসাও বেশ উদ্বিগ্ন এবং সে মন্তব্য করছে:

smousa Abi youm eljm3a asra3 mt7msa #ArabsGotTalent

আমি চাই শুক্রবারের দিনটা খুব তাড়াতাড়ি চলে আসুক। আমি প্রচণ্ড আগ্রহী।

আরো বিদ্রুপাত্মক এক লেখায় শান্তেলেহোয়াট মন্তব্য করছে:

শান্তেলেহোয়াট#আরবগটট্যালেন্ট। সত্যিকার অর্থে তাদের চেয়ে যুক্তরাষ্ট্রকে আর কে ভালোভাবে হুমকি প্রদান করতে পারে?

এবং ইয়ারাহাত্তাব নামক ভদ্রমহিলা বর্ণনা করেছেন, প্রতিযোগিরা সব বিচিত্র ধরনের:

ইয়ারাহাত্তাব@চ্যানটেলসেইড#আরবসগটট্যালেন্টস। হাহাহাহা। আমি আর অপেক্ষা করতে পারছি না। হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছে। আমি অবশেষে এই সিদ্ধান্তে আসলাম যে, আরবদের কোন প্রতিভা নেই।

তবে এক অনেক বেশি ইতিবাচক মনোভাব নিয়ে জর্ডানের আম্মান থেকে নিদালখোউরি১ তার এক লেখায়, একজন প্রতিযোগির প্রশংসা করছে:

নিদালখোউরি১. #স্টারবালডার#মিডিলইস্ট, তালাল সুন্দরভাবে তার বিষয়টি প্রদর্শন করেছে। http://bit.ly/fkkj2g for real #arabsgottalent

এবং স্টারবালডারও একই ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে:

স্টারবালডার, #স্টারবালডার#মিডিলইস্ট, তালাল সুন্দরভাবে তার বিষয়টি প্রদর্শন করেছে। http://bit.ly/fkkj2g for real #arabsgottalent

“আরব গট ট্যালেন্টেস” দারুণ সুন্দরভাবে শুরু হয়েছে!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .