- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিউনিশিয়া: ব্লগার এবং প্রাক্তন রাজনৈতিক বন্দীর মন্ত্রী হিসেবে নিয়োগ প্রাপ্তি

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., তিউনিশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, যুবা, রাজনীতি, সরকার

তিউনিশিয়ার বিপ্লব মনে হচ্ছে প্রতিদিন অজস্র বিস্ময় উপহার দিয়ে যাচ্ছে। গতকাল, প্রধানমন্ত্রী মোহামেদ গোহাননাউচি অর্ন্তবর্তীকালীন মন্ত্রীসভার ঘোষণা দেন, এই অন্তবর্তীকালীন সরকারে বিরোধী দলের লোক রয়েছে, কিন্তু একই সাথে সেখানে পুরোনো সরকারের লোক রয়ে গেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেই সমস্ত মন্ত্রীর হাতে রয়ে গেছে যারা বিতাড়িত রাষ্ট্রপতি জিনে এল আবেদিন বেন আলির সরকারের অংশ ছিল। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, এবং অর্থ মন্ত্রণালয়। তবে এই মন্ত্রীসভার সম্ভবত সবচেয়ে বড় চমক, বিশেষ করে নেট নাগরিকদের জন্য বিস্ময়টি ছিল ব্লগার, অ্যাকটিভিস্ট এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক সালিম আমামাউ [1]-এর ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার ঘটনা।

সালিম (@সালিম৪০৪) টুইটারে এই সংবাদটি প্রকাশ করেন: [2]:

Je suis secrétaire d'état a la Jeunesse et aux sports 🙂

আমি ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি 🙂

ফরাসী এক রেডিওকে প্রদান করা সাক্ষাৎকারে, সালিম ব্যাখ্যা করেন, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করার কয়েক ঘন্টা আগে, তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার প্রস্তাব দেওয়া হয়। তিনি এই প্রস্তাব গ্রহণ করেন, কারণ স্বাভাবিকভাবে তিনি তার স্বদেশের পুনর্নির্মাণে আগ্রহী। এর সাথে তিনি যোগ করেন,“ তিউনিশিয়ায় গণতন্ত্র স্থায়ী হতে আরো দশ বছর সময় লাগতে পারে।

যখনই সালিম-এর নিয়োগ পাবার সংবাদ সবার মাঝে ছড়িয়ে পড়ে, সাথে সাথে টুইটারে অজস্র প্রতিক্রিয়া আসতে থাকে। উষ্ণ অভিনন্দন-এর সাথে, এই ঘটনায় কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মত প্রকাশ করেন যে সালিম অন্তবর্তীকালীন সরকার থেকে বের হয়ে আসুক, অন্যরা সন্দেহের ঊর্ধ্বে তাকে এই কাজের অনুমতি দিতে প্রস্তুত।

লেবাননের @এনটিসা (আন্টোন ইসা) লিখেছে [3] :

@সালিম৪০৪-কে অভিনন্দন, কারগার থেকে একেবারে তিউনিশিয়ার মন্ত্রীসভায়। হয়ত, পরবর্তী আরব ব্লগার সম্মেলন তিউনিশিয়ায় অনুষ্ঠিত হবে?#সিদিবোউজিদ।

@টিকাপথ্রিল (আই.বুশরা) এর উত্তর দিচ্ছে [4]:

@এন্টোনইসা, এই ঘটনায় অভিনন্দন জানানোর কিছুই নেই। যদি কিছু ঘটে থাকে, তা হচ্ছে সে তার আত্মা বিক্রি করে দিয়েছে। হায়, তাদের প্রত্যেকেই তা বিক্রি করে দিয়েছে।

@কিকুকোলোকো (গানট্রোন) টুইট করেছে [5]:

@slim404 J'espere que ton nouveau role en #tunisie ne te montera pas trop a la tete et que tu resteras ce mec bien qui ta amene au poste 😉

@সালিম৪০৪, আমি আশা করছি #তিউনিশিয়ায় আপনাকে যে বিশাল দায়িত্ব প্রদান করা হয়েছে, তা আপনাকে নষ্ট করে ফেলবে না, এবং আজ আপনি যে ব্যক্তিত্বের কারণে এই পদে আসীন হয়েছেন, আশা করি সেই ব্যক্তিটি থাকবেন। 😉

ইয়াসিন আইয়ারি, সালিমের বন্ধু এবং এ অধিকার আন্দোলনের পুরোনো সাথী। তিনি এই ভিডিও পোস্ট করেছেন [আরবী ভাষায়] এবং ব্যাখ্যা করছেন, কেন তিনি তার পুরোনো বন্ধুর সরকারে যোগদানের সিদ্ধান্তকে যথার্থ বলে মনে করেন না। তিনি বলেন:

সালিম, আপনি এর চেয়ে ভালো কিছু পাবার দাবিদার। যে সব ব্যক্তিরা আজ আপনাকে এই পদ প্রদান করছে, তাদের কোন বৈধতা নেই। তারা আমাদের মত ইন্টারনেট অ্যাকটিভিস্টের কণ্ঠস্বর রোধ করার জন্য আপনাকে ব্যবহার করছে।


সালিম আমামাউ টুইটারে এর উত্তর প্রদান করেছেন [6]:

@yassayari je suis pas secrétaire d'etat pour que vous fermiez votre gueule, je suis la pour en prendre plein la gueule avec le gouvt. 🙂

@yassayari je vais faire mon travail, et je compte sur toi pour ne pas etre d'accord comme d'hab. on a tjrs bien fonctionné comme ca.

@yassayari la variété, la différence il n'y a que ca de bon. on n'a pas l'habitude en Tunisie, mais on s'y fera tres vite 😉

@ইয়াসাইয়ারি, তোমার ভাবনা মোতাবেক, তোমার মুখ বন্ধ করার জন্য আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। সরকারকে চ্যালেঞ্জ করার জন্য আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি 🙂

@ইয়াসাইয়ারি, আমি আমার কাজ করে যাব এবং আমার সাথে তোমার মত পার্থক্য থাকবে, তা আমি ধরেই নিয়েছি। আমরা সবসময় এভাবেই কাজ করে এসেছি।

@ইয়াসাইয়ারি, ভিন্নতা, মত পার্থক্য… এসব আসলেই ভালো জিনিস। তিউনিশিয়ায় আমরা এ সবে অভ্যস্ত নই, কিন্তু আমরা তিউনিশিয়াকে সেখানে নিয়ে যাব। 😉

মিশরীয় @মফাত্তা৭ (মোহামেদ আবদেলফাত্তাহ) তাকে জিজ্ঞেস করছে [7]:

@সালিম৪০৪, কেন আপনি এই স্বনির্বাচিত প্রহসনের সরকারের অধীনে এই পদ গ্রহণ করলেন?

@মারিয়ামএকায়া (মারিয়াম) লিখেছে [8]:

আমি এই ঘটনার বিচার করতে চাই না, কিন্তু তিনি সেই শাসক গোষ্ঠীর কাছে আত্মসমর্পন করল, যারা তাকে প্রথমেই জেলে ভরেছিল।

মরোক্কোর@ইবনকাফকা (ইবন কাফকা) এর জবাব দিচ্ছে [9]:

@মারিয়ামএকায়া: বিপ্লবের সময় যেহেতু সে আরসিডি দলের অংশ ছিল না, সে কারণে আমি তাকে এই অভিযোগের বাইরে রাখবে।

@ইফিকারা (সামি বেন ঘারবিয়া) লিখেছে [10]:

আন্তরিক এক বন্ধু হিসেবে, আমি @সালিম৪০৪, তোমাকে অনুরোধ করব, সেই সব লোকদের সহযোগিতা করো না, যারা তিউনিশিয়ার নাগরিকদের হত্যা করেছে, নিজেকে পরিষ্কার রাখ, একজন নাগরিক হয়ে থাক।#সিদিবোউজিদ #SidiBouzid

অবশেষ, @ মাহিদলামলোম (মেহেদি লামলোম) লিখেছে [11]:

La nomination de @Slim404 suscite une grande controverse … ça doit être cela qu'on appelle la liberté d'expression et la démocratie…

@সালিম৪০৪ এর নিয়োগ বড় ধরনের এক বিতর্কের সৃষ্টি করেছে…। এটা হচ্ছে সেই ঘটনা, যাকে আমরা বলছি মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র….।