চীনের অনেক আঞ্চলিক পুলিশ বিভাগ, সিনা নামক সাইটে তাদের নিজস্ব মাইক্রো-ব্লগ চালু করেছে। এর উদ্দেশ্য, তাদের ভাবমূর্তি এবং গণ সংযোগ বিষয়ে প্রচারণা চলানো। সম্প্রতি নেট নাগরিকরা আবিষ্কার করেছে যে, ডালিয়ানের পুলিশ বিভাগের শিগাংগ শাখার মাইক্রো-ব্লগ কেবল একজনকে অনুসরণ করছে। তার নাম সোরা আয়োই। সে জাপানি এক পর্ণ তারকা, যে চীনে প্রচণ্ড জনপ্রিয়। এই ঘটনায় আসা প্রতিক্রিয়ার জন্য মিনিস্ট্র অফ টোফুর পাতা দেখুন।