গত সপ্তাহে মেক্সিকোর কালিম্বা নামের ২৮ বছর বয়স্ক এক রাপ বা চটুল গানের শিল্পী অপ্রাপ্তবয়স্ক দুই বালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছে।
একটি বারে, এক রাতের জন্য মডেল হিসেবে দায়িত্ব পালন করার জন্য এই দুই বালিকাকে নিয়ে আসা হয়। তবে এর জন্য তারা কোন টাকা দাবি করেনি। কারণ তারা মনে করেছিল যে, একজন বিখ্যাত গায়কের অনুষ্ঠানে কাজ করতে পারাই তাদের জন্য যথেষ্ট। এই অনুষ্ঠানের পর এই দুই বালিকা গায়কের সাথে হোটেলে যায় এবং সেখানে এই ধর্ষণের ঘটনা ঘটে।
মেক্সিকোতে অপ্রাপ্ত বয়স্ক কারো সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শাস্তিযোগ্য অপরাধ (মেক্সিকোতে অপ্রাপ্ত কোন নারী বা পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়)।
পরের দিন এই দুই বালিকা গায়কের সাথে বিমান বন্দরে ফিরে যায়।
মেক্সিকোর নাগরিকরা এই ঘটনার উপর নজর রাখছে। এই ঘটনার উপর মন্তব্য করতে গিয়ে মেক্সিকোর সমাজ বিভক্ত হয়ে গেছে। কেউ কেউ বিশ্বাস করে যে, এই মেয়ে দুটি খ্যাতি এবং টাকার লোভে গায়ককে বিপদে ফেলে দিয়েছে; আবার অন্যরা মনে করছে যে, এই মেয়ে দুটি বিখ্যাত এক গায়কের লালসার শিকার, যে গায়ক মনে করে সে যা করতে চায় তাই করতে পারে।
গায়ক কালিম্বার (@কালিম্বাএমএক্স) সম্প্রতি টুইটে, সে প্রার্থনা এবং স্রষ্টার প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেছে:
Independientemente de lo que pase, gracias a todos lo que creen en la verdad. DIOS los bendiga. Seamos fuertes en oracion. Be blessed.
Es gran error humano creer que DIOS te abndona en los problemas y nos deja solos. No es hipocrecia, es fe! Conozco a mi DIOS. Be blessed
তার সমর্থকরা টুইটারের মাধ্যমে তাকে রক্ষা করার চেষ্টা করছে। যেমন মোনসেরাট সোটেলা (@বারবিমোনসে) [স্প্যানিশ ভাষায়] এবং কেনিইয়া আলভারেজ (@জেইমিই) তাকে রক্ষা করার চেষ্টা করছে:
kalimba stamos contigo animo amigo hechale ganas ya sabes q estas 2chicas solo kieren hacer pedazos tu vida y tu carrera tqm ….
অন্য টুইটার ব্যবহারকারীরা এই কারণে হতাশ যে, এই ঘটনা অনেক বেশি প্রচার মাধ্যম এবং জনতার মনোযোগ আকর্ষণ করছে। সে নামক টুইটারকারী (@সিসিতা২২) টুইট করেছে:
Entre si soy acuario o no, y si kalimba es culpable o no, casi me distraigo de lo realmente importante… Que voy a hacer por mi pais hoy??
প্রায় একই স্বরে, এল সাইলেন্সিয়ারো (@এলসাইলেন্সিয়ারো) [স্প্যানিশ ভাষায়] প্রচার মাধ্যমের সমালোচনা করছেন যে, তারা মহিলা কবি এবং একটিভিস্ট সুসানা শ্যাভেজ এর খুনের চেয়ে কালিম্বার মামলার উপর বেশি মনোযোগ প্রদান করছে।
ব্লগ ‘হাজমে এল চিঙ্গাদো ফাভর’ পুরো ঘটনাটিকে একটি সোপ অপেরা বা নাটকের সাথে তুলনা করেছে:
La telenovela nacional esta dominada últimamente por la historia de Kalimba que es acusado de violar a dos menores de edad. Sobra decir que para este tipo de noticias nos pintamos solos con chistes
সবশেষে ভ্যানগুয়ার্ডিয়ায় লেখা ফেলিক্স রিভেরার কলাম সেক্সো ইলিসিটো (অবৈধ যৌন সম্পর্ক)-তে লেখক এই সংবাদের ব্যাপারে তার চিন্তা ব্যক্ত করেছে [স্প্যানিশ ভাষায়]। এখানে লেখক, মেক্সিকোর সমাজকে এই ঘটনাটিকে নিরপেক্ষভাবে বিচার করার আহ্বান জানিয়েছে:
En todo caso, Kalimba no se ha cansado de declararse inocente. Y aunque el público prefiera la “versión picante” en la que todos se lo imaginan sosteniendo relaciones sexuales con dos muchachas ebrias, también cabe la posibilidad de que efectivamente no haya sucedido nada. En todo caso, lo más importante es que esta situación se resuelva con justicia y que si de todos modos alguien resulta culpable, se pague el delito conforme a la ley.
যে ঘটনা যাই হোক, কালিম্বা হাল ছেড়ে দেয়নি এবং সে সবসময় বলে আসছে যে, সে নির্দোষ। অন্যদিকে জনতা এই ঘটনায় যে অংশ উত্তেজনাপূর্ণ সেই অংশের প্রতি বেশি মনোযোগ প্রদান করছে, যেখানে সবাই কল্পনা করছে, কি ভাবে গায়ক দুটি মাতাল হয়ে যাওয়া বালিকার সাথে যৌন সম্পর্ক স্থাপন করল। এমনো হতে পার যে, আসলে কিছুই ঘটেনি। তবে যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ন্যায় বিচারের মাধ্যমে এই ঘটনার রহস্য উন্মোচন হবে এবং যদি কেউ অপরাধী হয় থাকে, তাহলে সে আইন অনুযায়ী শাস্তি পাবে।
কালিম্বা, তার বিরুদ্ধে আনা এই দুই অপ্রাপ্তবয়স্ক বালিকাকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। যদি মেক্সিকোর কর্তৃপক্ষের কাছে গায়কের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে শাস্তি হিসেবে জেল প্রদান করা হবে।