মালয়েশিয়া: প্রধানমন্ত্রী টুইটারে প্রশ্নের উত্তর দিচ্ছেন

গত মঙ্গলবার থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক তাঁর টুইটার একাউন্ট #তানইয়ানাজিব নামক হ্যাশট্যাগ ব্যবহার করে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নাগরিকদের পাঠানো বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। মালয় ভাষায় #তানইয়ানাজিব মানে ‘নাজিবকে জিজ্ঞাসা কর’। সাম্প্রতি নাগরিকদের সাথে যোগাযোগের জন্য তিনি তাঁর ব্লগ,ফেসবুক ও টুইটার ব্যবহার শুরু করেছেন, এই যোগাযোগের মধ্যে তার অনলাইন বন্ধুদের সাথে “আড্ডাও” অন্তর্ভূক্ত।

এটি দ্রুতই টুইটারে একটা ধারায় পরিণত হয়। নাগরিকরা
প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে।

এলাইন দালি, মালয়েশিয়ার একজন বিখ্যাত সেলিব্রেটি। তিনি টুইট করেছেন:

যদি আমরা সবাই “এক মালয়েশিয়ার অর্ন্তগত হই” তবে ‘দান-লেইন-লেইন’(মালয়ী,চাইনিজ অথবা ভারতীয় সহ অন্যান্য বর্ণ) থেকে শুরু করে আমাকে পর্যন্ত কেন আলাদা ‘বর্ণে’ চিহ্নিত করা হয়

(বেশিরভাগ সরকারি ফরমে মালয়েশীয়দের জাতিগত পরিচয়- মালয়ী,চাইনিজ,ভারতীয়, নাকি অন্য কোন বর্ণের নাগরিক তা উল্লেখ করতে হয়)

জিয়া লিয়াং প্রশ্ন করেছেন:

আপনি কি মনে করেন যে আমাদের দেশে খেলাধূলার উন্নয়নে আরও অর্থ ব্যয় করা উচিত?আমাদেরকে সেরকম প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল।

শিশিয়াদি প্রশ্ন করেন

di KL sdg sibuk dgn projek MRT.bila agaknya LRT akan dibina di kuching?kesesakan lalu lintas semakin teruk di sini.

(কখন কুচিনে লাইট রাপিড ট্রানজিট [এল আর টি] তৈরি হবে, সম্প্রতি সারওয়াকের মত কুয়ালালামপুরে ম্যাস রাপিড ট্রানজিট [ এল আর টি] প্রকল্প তৈরি করা হয়েছে? এথানে যান চলাচল পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে।)

কিউয়েনসিম, সমালোচনামূলক প্রশ্ন করার সুযোগ গ্রহণ করার বদলে মালয়েশিয়ানরা বারবার অর্থহীন এবং সংবেদনশীল প্রশ্ন করছে।

কথা বলার এই সুযোগ মালয়েশীয়দের গ্রহণ করা উচিত, তারা কতটা বোধহীন এবং অপরিণত তা প্রদর্শন করার দরকার নেই…..

সংবাদ পোর্টাল মালয়েশিয়াকিনি প্রধানমন্ত্রীকে পাঠানো কয়েকটি টুইট উল্লেখ করেছে:

@আলেফুস: রোসমাহ-র (প্রধানমন্ত্রীর স্ত্রী) চুলের রহস্য কি?

@ডাউসডজ: আপনার রসালো টুকটুকে গোলাপী ঠোঁটের পেছনে রহস্য কি?

@আইডিজয়ান৮৮: আমি এতটা বুদ্ধিমান নই যে নাজিবকে প্রশ্ন করব, কিন্তু আতি বুদ্ধিমান হয়ে তাকে অর্থহীন প্রশ্ন করে তার সময় নষ্ট করতে চাই না। প্রাপ্তবয়স্ক হও!

@ডিয়ারফারদৌস: কেন মালয়েশীয়রা বেবুনের মত আচরণ করছে? #তানইয়ানাজিবে গিয়ে নিজের চোখে দেখুন। যথাযথভাবে মানুষ না করার কারণে এমনটা হয়েছে?

@জয়ং২৮: কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতি করতে পারে না, যেখানে ১৪ বছর বয়স্ক একজন নাগরিক বিয়ে করতে পারে?

@ব্লুসজহোয়াইটহাট: আপনি কি কখনো এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন?

ব্লগার থমাস চাই বেশ কিছু প্রশ্নের কথা উল্লেখ করেছেন এবং প্রশ্ন করেছেন এবং আশা করেছেন যে প্রধান মন্ত্রী সবগুলো প্রশ্নের উত্তর প্রদান করবেন।

এখানে কিছু প্রশ্ন বেশ ভালো এবং কিছু টুইট অর্থহীন এবং এর সাথে কিছু প্রশ্ন রয়েছে, যেগুলো ব্যাঙ্গাত্মক। আমি আশা করব যে প্রধানমন্ত্রী সময় নিয়ে এই কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেবেন, যদি তিনি সত্যি তার স্বদেশের উন্নতি চান।

টুইটার ছাড়াও প্রধামন্ত্রী তার ফেসবুকে রাখা প্রশ্নের উত্তর প্রদান করেছেন। তবে এখন এই প্রশ্নোত্তর পর্ব বন্ধ রয়েছে।

জনাব. নাজিব এখন আর কোন প্রশ্নের উত্তর প্রদান করছেন না, এবং তিনি জানাননি যে, কখন তিনি বাকী প্রশ্নের উত্তর প্রদান করবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .