রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদান সহায়তা দেবার জন্যে নাগরিক মিডিয়া প্রসার প্রকল্প প্রস্তাব আহ্বান করছে

দরখাস্ত জমা দেবার শেষ তারিখ: শুক্রবার, ৪ঠা ফেব্রুয়ারী, ২০১১ ১১:৫৯ গ্রীনিচ মান সময়।

তিন বছরের বেশী সময় ধরে রাইজিং ভয়েসেস একটি সহজ বিষয় চেষ্টা করে আসছে: কম প্রতিনিধিত্বকারী কমিউনিটি (গোষ্ঠী) আর নতুন ভাষাভাষীদের মধ্যে থেকে নতুন নতুন কণ্ঠকে নাগরিক গণমাধ্যম ব্যবহার করে বিশ্বব্যাপী কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে। আমরা এই কাজটি করছি উপেক্ষিত স্থানীয় গোষ্ঠীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দলগুলোকে আর্থিক সাহায্য করে এবং প্রযুক্তিগত সহায়তা ও মন্ত্রণা প্রদানের মাধ্যমে। ২০০৭ সালের মে মাসে আমরা প্রথম ক্ষুদ্রঅনুদান কর্মসূচীর কথা ঘোষণা করেছিলাম। এ পর্যন্ত আমরা বিশ্বব্যাপী ২৪টি প্রকল্পকে ক্ষুদ্র অনুদান সহায়তা দিয়েছি যা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করছে। এই সব অনুদানপ্রাপ্ত প্রকল্প রাইজিং ভয়েসেসকে একটি অন্যতম ওয়েবসাইটে পরিণত করেছে যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের কথা বর্ণনা করা হয়েছে। এখানে ব্লগারদের চোখে মাদাগাস্কারের তামাতাভেমঙ্গোলিয়ার উলানবাটার এর মত স্থান সম্পর্কে সবাই জানতে পারছে।

risingvoices1.jpg২০১১ সালের জানুয়ারীর ১১ তারিখ থেকে রাইজিং ভয়েস ক্ষুদ্র অনুদান প্রকল্পের সর্বশেষ সংস্করণ হিসেবে নতুন প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে। ৪০০০ ইউ এস ডলার পর্যন্ত এই ক্ষুদ্র অনুদান সহায়তা দেয়া হবে সেইসব বেসরকারী এনজিও বা ব্যক্তিকে যারা বিশ্বব্যাপী ডিজিটাল গণমাধ্যম প্রসারে প্রকল্প হাতে নিয়েছে বা নিতে চাচ্ছে। আদর্শ প্রার্থী বিশেষ করে এনজিও বা ব্যক্তি হবেন তারাই যারা সব থেকে বেশী উদ্ভাবনীমূলকভাবে এবং বিস্তারিত প্রস্তাব দেবেন নাগরিক মিডিয়ার প্রযুক্তি ব্যবহার করে কম প্রতিনিধিত্ব করা গোত্রকে সাহায্য করার জন্যে। এই সব গোত্রগুলো নিজে থেকে নাগরিক গণমাধ্যম টুলগুলো যেমন ব্লগ, পডকাস্ট আর অনলাইন ভিডিও সম্পর্কে জানে না বা ব্যবহারে অক্ষম।

কারা আবেদন করতে পারবেন?

এই অর্থসাহায্য এনজিও এবং ব্যক্তিগত প্রার্থীদের জন্যে সমানভাবে উন্মুক্ত থাকবে। তবে, যদি কোন এনজিওর কর্মী বাহিনীতে অভিজ্ঞতাসম্পন্ন নাগরিক মিডিয়া প্রশিক্ষক না থাকে তাহলে এটি গুরুত্বপূর্ণ যে তারা স্থানীয় ব্লগিং কমিউনিটির সহযোগীতায় উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষককে খুঁজে বের করবেন। অন্যদিকে, ব্যক্তি প্রার্থীদের জন্যে এটিও লাভজনক হবে প্রকল্পটিকে সাফল্যমণ্ডিত করার জন্যে প্রস্তাবিত কমিউনিটির জন্যে কাজ করা কোন কার্যরত এনজিওর সাথে সহযোগীতা করা।

কোন ধরনের প্রকল্পকে অর্থসাহায্য দেয়া হবে?

রাইজিং ভয়েসেস চাচ্ছে সেইসব প্রকল্পের প্রস্তাব যা নতুন নতুন সমাজ থেকে নতুন কিছু কণ্ঠ তুলে আনতে আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমরা সেই সব স্থানীয় প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সাহায্য করতে আগ্রহী যারা কম প্রতিনিধিত্ব করা গোত্রের সাথে কাজ করে তাদের বিশ্বব্যাপী কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে সাহায্য করে। এই প্রকল্পের প্রাথমিক কাজের মধ্যে থাকবে নির্ধারিত কমিউনিটির জন্যে নাগরিক মিডিয়া ট্রেইনিং ওয়ার্কশপ আয়োজন এবং অংশগ্রহণকারীদের জন্যে সহায়তা ও মন্ত্রণা প্রদান। অনুগ্রহ করে আমাদের বর্তমান এবং প্রাক্তন প্রকল্পগুলোর তালিকা দেখুন একটি সফল প্রকল্পের ধারণা নেবার জন্যে।

প্রকল্প গুলো কেমন হতে পারে তার সম্ভাব্য উদাহরণের মধ্যে আছে:

  • স্থানীয় নাগরিকদের ফ্লিপ ভিডিও ক্যামেরা প্রদান যাতে তারা তাদের অঞ্চলের পরিবেশ সংক্রান্ত সমস্যা এবং সম্ভাব্য সমাধান লিপিবদ্ধ করতে পারে এবং প্রকাশ করতে পারে।
  • কম্পিউটার ল্যাব সুবিধাসহ একটি স্থানীয় পাঠাগারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে যুবাদের প্রশিক্ষন দেয়া কিভাবে তাদের পাড়ার ইতিহাস সম্পর্কে তাদের স্থানীয় মুরুব্বিদের ভাষ্য এমপি৩ রেকর্ডারের মত টুল ব্যবহার করে লিপিবদ্ধ করা যায়।
  • স্থানীয় শিল্পীদের মধ্যে অনলাইন ব্লগিং কর্মশালা আয়োজনের মাধ্যমে তাদের কাজ ইন্টারনেটে প্রচারে সহায়তা করা এবং তাদের শিল্প ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশ্বব্যাপী পাঠকদের জানানো।
  • বিভিন্ন পাড়ায় বিভিন্ন দলকে স্বল্পমূল্যের ডিজিটাল ক্যামেরা বিতরণ করা এবং একটি ফ্লিকার গ্রুপ তৈরি করা যাতে তারা তাদের শহরের স্থিরচিত্র আহরণ এবং প্রকাশ করতে পারে এবং পরস্পরের সাথে এ নিয়ে আলাপ করতে পারে।

আবেদন পদ্ধতি

আগ্রহী আবেদনকারীরা একটি অনলাইন প্রস্তাব আবেদন ফর্ম (এখানে পাওয়া যাবে) পূরণ করবে, যার মধ্যে একটি বিস্তারিত বাজেট থাকবে। আপনারা যদি এই আবেদনপত্রটি অফলাইনে পূরণ করে পরে আপলোড করতে চান তবে এটি (পিডিএফ হিসেবে) ডাউনলোড করতে পারবেন এখান থেকে। যদিও আমরা বিশ্বের বিভিন্ন স্থানের ও ভাষাভাষী প্রকল্পকে উৎসাহিত করি, সব আবেদনপত্রই ইংরেজী ভাষায় পূরণ করতে হবে।

রাইজিং ভয়েসের আউটরিচ অনুদান ২০০০ থেকে ৪০০০ ইউ এস ডলারের মধ্যে হবে। অনুগ্রহ করে চিন্তা করবেন, সুনির্দিষ্ট আর বাস্তববাদী হবেন বাজেট প্রনয়ণের সময়। আবেদনকারীদের উৎসাহিত করা যাচ্ছে যে দরকারী না হলে ৪০০০ ডলারের সীমার অনেক নীচে বাজেটের অর্থ রাখতে কারণ ছোট আকারে অনুদান প্রদান অধিক সংখ্যক প্রকল্পকে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেবে।

দরখাস্ত জমা দেবার শেষ তারিখ: শুক্রবার, ৪ঠা ফেব্রুয়ারী, ২০১১ ১১:৫৯ গ্রীনিচ মান সময়। সব আবেদনকারী আবেদন প্রাপ্তির স্বীকৃতি ইমেইলের মাধ্যমে পাবেন। এইসব প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করবে গ্লোবাল ভয়েসেস এর কর্মী, স্বেচ্ছাসেবক আর প্রাক্তন প্রকল্পের সদস্যদের একটি কমিটি। আমরা সফল অনুদানপ্রাপ্তদের নাম ঘোষনা করব ২৮শে ফেব্রুয়ারী ২০১১ এর মধ্যে।

সফল অনুদানপ্রাপ্তদের কাছ থেকে আশা করা হবে

সফল প্রকল্পগুলোকে গ্লোবাল ভয়েসেস নেটওয়ার্কে বিশেষ ভাবে তুলে ধরা হবে। অনুদানপ্রাপ্তদের একটি অনুদান চুক্তি সই করতে হবে যাতে হিসাব, রিপোর্টিং এবং অনুদান বিতরণ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী বর্ণিত থাকবে। সফল অনুদানপ্রাপ্তদের রাইজিং ভয়েসেস ওয়েবসাইটে নিয়মিত প্রকল্প সংক্রান্ত সংবাদ প্রকাশ করতে হবে, রাইজিং ভয়েসেস কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে এবং রাইজিং ভয়েসেস কমিউনিটির সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতে হবে।

আপনারা আপনাদের জিজ্ঞাস্য সম্পর্কে আমাদের জানাতে পারেন নিচের মন্তব্যের অংশে বা অনুগ্রহ করে eddie [at] globalvoicesonline.org এই ঠিকানায় ইমেইল পাঠিয়ে দিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .