আর্মেনিয়া ও জর্জিয়া… এবং টুইটারে বড়দিন

যখন পশ্চিমা বিশ্বে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হয়, তখন অন্যান্য অনেক এলাকায় জানুয়ারীর প্রথম সপ্তাহে তা পালন করা হয়ে থাকে। তবে আর্মেনিয়ায় এটি টুইটারের একটি ধারায় পরিণত হয়েছে। এর জন্য আমেরিকান-আর্মেনিয়ান কিম কারদাশিয়ানকে (হলিউডের অভিনেত্রী এবং মডেল) ধন্যবাদ, যে সে তার ৫,৭৯৬,৪২২ অনুসারীর জন্য এই সংবাদটি টুইট করেছে।

এখন আর্মেনিয়ায় বড় দিনের আগের রাত! শুভ বড়দিন!

কারদাশিয়ানের অন্য ভাইবোনদের করা টুইটসমূহকে ধন্যবাদ, একই সাথে অসংখ্য পুনরায় করা টুইটসমূহকে, ৬ জানুয়ারিতে আর্মেনিয়ায় বড়দিনের বাণী প্রদানে হিড়িক পড়ে যায়।

কাজেই আর্মেনিয়ার বড়দিনের আগের রাতটি টুইটারে এক ধারায় পরিণত হয়েছে, এই সমস্ত কারদাশিয়ানদের জন্য? এদের প্রভাব তৈরি করার ক্ষমতা রয়েছে। আগামীকাল আর্মেনিয়ার বড়দিন একটি ধারায় পরিণত হবে।

যা, অবশ্যই, ধারায় পরিণত হয়।

দারুণ! অবিশ্বাস্য! আরটি@রবকারদাশিয়ান-আর্মেনিয়ার বড়দিনের রাত এখন টুইটারে এক ধারা!#রেসপেক্ট।

তারপরেও, আর্মেনিয়ার কমেডিয়ান ডেভ চ্যাপেল নিশ্চিত নন, এই যে ছুটির দিনটি আসল কিনা, তবে এর বেশ কিছু ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে।

শুভ আর্মেনীয় বড়দিনের আগের রাত! ঠিক আছে…এটি যাতে ছুটির দিন হয়, আপনি তার ব্যবস্থা করুন।

@ডেভচ্যাপেল, গোল্লায় যাও, আজকের দিনটি আর্মেনিয়ার এ্যাপোস্টোলিক চার্চ বড়দিন হিসেবে পালন করে থাকে। প্রায় ১৭০০ বছর ধরে এভাবে দিনটি পালন হয়ে আসছে।

কেবল যে কারদাশিয়ানরাই টুইট করছে, তা নয়, অন্য টুইটার ব্যবহারকারীরাও বড়দিন উপলক্ষ্যে বার্তা প্রদান করছে বা ছবি পাঠাচ্ছে অথবা ফেসবুকে তাদের স্ট্যাটাস আপডেট করছে।

৬ জানুয়ারী আর্মেনিয়ায় বড়দিন পালন করা হয়…. (আর্মেনিয়ায় শুভ বড়দিন!=)

সকলকে আর্মেনীয় শুভ বড়দিন!!

ইয়ারাভান (আর্মেনিয়ার রাজধানী) থেকে সবাইকে বড় দিনের (আর্মেনীয়) শুভেচ্ছা!

এদিকে আর্মেনিয়ার প্রতিবেশী রাষ্ট্র জর্জিয়া সহ কয়েকটি দেশে পরের দিন ৭ জানুয়ারী তারিখে বড়দিন পালন করা হয়।

সার্বিয়া, রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, গ্রিস এবং জেরুজালেমের জনতা: যিশু আজ জন্মগ্রহণ করেছে, শুভ বড়দিন!

জর্জিয়ার সকল নাগরিককে বড়দিনের শুভেচ্ছা!

আমার বন্ধু, যে জর্জিয়ায় বাস করে (যুক্তরাষ্ট্রের প্রদেশ নয়, এখানে জর্জিয়া নামক দেশটির কথা বলা হচ্ছে) তারা আজ বড়দিনের উৎসব উদযাপন করছে! তাদের সকলকে শুভ বড়দিন।#ইটসআস্মলইনটারেসটিংওর্য়াল্ড

জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে আজ জর্জিয়া বড়দিন উদযাপন করছে!শুভ বড়দিন!!!! আশা করি আপনাদের বেশীর ভাগ লোকের স্বপ্ন সত্যি হবে।

আমি আমার নিজের কথা বলি, যদিও আমি আর্মেনিয়ার বাসিন্দা, তবে আমি তা একভাবে বলা যায় ঐতিহ্যগতভাবে পালন করেছি।

উত্তম, গত রাতটি ছিল আলাদা। ইয়ারাভানের এক রক বারে বসে জর্জিয়ার মেটাল ব্যান্ডের সাথ দোলা হয়েছে। জর্জিয়ার বড়দিন জিনিস এবং সঙ্গীত সরবরাহ করেছে স্লেয়ার…..)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .