যখন পশ্চিমা বিশ্বে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হয়, তখন অন্যান্য অনেক এলাকায় জানুয়ারীর প্রথম সপ্তাহে তা পালন করা হয়ে থাকে। তবে আর্মেনিয়ায় এটি টুইটারের একটি ধারায় পরিণত হয়েছে। এর জন্য আমেরিকান-আর্মেনিয়ান কিম কারদাশিয়ানকে (হলিউডের অভিনেত্রী এবং মডেল) ধন্যবাদ, যে সে তার ৫,৭৯৬,৪২২ অনুসারীর জন্য এই সংবাদটি টুইট করেছে।
কারদাশিয়ানের অন্য ভাইবোনদের করা টুইটসমূহকে ধন্যবাদ, একই সাথে অসংখ্য পুনরায় করা টুইটসমূহকে, ৬ জানুয়ারিতে আর্মেনিয়ায় বড়দিনের বাণী প্রদানে হিড়িক পড়ে যায়।
যা, অবশ্যই, ধারায় পরিণত হয়।
দারুণ! অবিশ্বাস্য! আরটি@রবকারদাশিয়ান-আর্মেনিয়ার বড়দিনের রাত এখন টুইটারে এক ধারা!#রেসপেক্ট।
তারপরেও, আর্মেনিয়ার কমেডিয়ান ডেভ চ্যাপেল নিশ্চিত নন, এই যে ছুটির দিনটি আসল কিনা, তবে এর বেশ কিছু ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে।
শুভ আর্মেনীয় বড়দিনের আগের রাত! ঠিক আছে…এটি যাতে ছুটির দিন হয়, আপনি তার ব্যবস্থা করুন।
কেবল যে কারদাশিয়ানরাই টুইট করছে, তা নয়, অন্য টুইটার ব্যবহারকারীরাও বড়দিন উপলক্ষ্যে বার্তা প্রদান করছে বা ছবি পাঠাচ্ছে অথবা ফেসবুকে তাদের স্ট্যাটাস আপডেট করছে।
৬ জানুয়ারী আর্মেনিয়ায় বড়দিন পালন করা হয়…. (আর্মেনিয়ায় শুভ বড়দিন!=)
এদিকে আর্মেনিয়ার প্রতিবেশী রাষ্ট্র জর্জিয়া সহ কয়েকটি দেশে পরের দিন ৭ জানুয়ারী তারিখে বড়দিন পালন করা হয়।
আমি আমার নিজের কথা বলি, যদিও আমি আর্মেনিয়ার বাসিন্দা, তবে আমি তা একভাবে বলা যায় ঐতিহ্যগতভাবে পালন করেছি।