কলম্বিয়া: শীতার্তদের জন্য টুইটারথনের সাহায্য

কলম্বিয়ার একের পর এক তীব্র শৈত্যপ্রবাহকে কেন্দ্র করে দেশটির টুইটার ব্যবহারকারীদের উদ্যোগে “টুইটারথন” নামে কার্যক্রম শুরু হয়েছে। প্রজাতন্ত্রের ওয়েবসাইটেও [স্প্যানিশ ভাষায়] বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে:

Las fuertes lluvias e inundaciones, que desde el segundo semestre de 2010 han afectado a más de un millón doscientas mil personas, han dejado a cientos de miles de familias con cuantiosas pérdidas de sus bienes, hogares, cosechas y demás medios de vida, y han afectado severamente múltiples bienes civiles, tales como escuelas, hospitales y vías de comunicación.

২০১০ সালের মধ্যভাগে ঘটে যাওয়া ভারী বর্ষণ ও বন্যার কারনে প্রায় বারো লক্ষ লোক ও তাঁদের পরিবারের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যব্যবহার্য জিনিসপত্র, বাড়ীঘর, কৃষিকাজ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়, হাসপাতাল ও সড়কের মত সরকারি সম্পত্তিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার্তদের জন্য ত্রাণ সাহায্য সংগ্রহের উদ্দেশ্যে ৮ ডিসেম্বর কয়েক জন টুইটার ব্যবহারকারী মেডেলিন শহরে মিলিত হন। দান সংগ্রহের জন্য শহরের সবচাইতে উল্লেখযোগ্য পার্ক দ্য লো পিয়েজ ডেসকালোজ (বেয়ারফুট পার্ক) এ তাঁরা দিনের সাত ঘন্টা সময় ব্যয় করেন। মেডেলিনে এ অর্থ সংগ্রহের ধারনাটি যেভাবে এলো সে সম্পর্কে মেডেলিনের টুইটারথন টাম্বলার সাইটে [স্প্যানিশ ভাষায়] আলোচনা করা হয়েছে:

Esta tarde de 5 de diciembre de 2010 a Sarita Palacio, vía Twitter [@Saritapalacio] se le ocurrió promover la iniciativa de la #Twitteraton, la invitación fue humana y sencilla:

«Mucho dolor con la situación en Bello. Es hora de una manifestación twittera, una twiterton … No les parece?»

Pasados algunos minutos las respuestas a través de la misma red social no se hicieron esperar. Twitteros desde Medellín y otros lugares de Colombia se sumaron con sus ideas, apoyo y preguntas. Rápidamente se organizó una reunión en la Casa Museo Otraparte en Envigado.

৫ ডিসেম্বর ২০১০ বিকেলে টুইটারথন চালু করার উদ্যোগ নিয়ে সারতা পালাসিও [@Saritapalacio] সমবেদনাময় ও সাদামাটা আমন্ত্রণ [স্প্যানিশ ভাষায়] জানান:

বেল্লোর পরিস্থিতি খুব বেদনাদায়ক। আপনি কি মনে করেন না যে, টুইটার প্রদর্শন বা টুইটারথনের সময় এসেছে?

এর মাত্র কয়েক মিনিট পরেই একই সামাজিক নেটওয়ার্কে ব্যাপক সাড়া পাওয়া যায়। মেডেলিন ও কলম্বিয়ার অন্যান্য প্রান্তের টুইটার ব্যবহারকারী গণ বিষয়টির প্রতি সমর্থন ও প্রশ্ন উত্থাপন করেন। এনভিগাদোর কাসা মুসিও অতরাপার্তে তে দ্রুত মিটিংয়ের আয়োজন করা হয়।

টুইটারথন দল- মেডেলিন ছবি জুলিয়ান গাতিয়েরেজ (@JulianGutierrezG) এর অনুমতিক্রমে ব্যবহৃত।

একই সাইটে[স্প্যানিশ ভাষায়] দানের বিষয়ে ঐ দিনের কিছু আইটেমকে গুরুত্ব দিয়ে একটি দিক নির্দেশনা উপস্থাপন করা হয়েছে যা রেড ক্রস [স্প্যানিশ ভাষায়]  কর্তৃক জাতীয় পর্যায়ে প্রচার করা হয়েছে:

En este enlace encontramos una guía que aclara cómo podemos ayudar a personas daminificadas en situaciones asociadas al invierno en Colombia. Nosotros hacemos énfasis para este miércoles en la urgencia de elementos de:

- Paquetes de aseo familiar
– Paquetes de cocina
– Paquetes de vajilla
– Colchonetas
– Sábanas
– Cobijias
– Alimentos no perecederos

কলম্বিয় শীতের কারনে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং লোকজন যেভাবে কষ্ট পাচ্ছে তাতে জনগণকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সে বিষয়ে এই লিংকে[স্পেন] একটি দিক নির্দেশনা দেয়া হয়েছে। এ বুধবারে যে আইটেমগুলোর বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি:

- ফ্যামিলি টয়লেট্রিজ প্যাক

- কিচেন প্যাক

- থালাবাসন

- লেপ

- সীট

- কম্বল

- অপচনশীল খাবার

কলম্বিয়ার রাজধানী বোগোতায়  অবস্থিত তিয়েত্রো আর ১০১-এ টুইটার ব্যবহারকারীগণ দ্রুত টুইটারথন গঠন করে ১১ ডিসেম্বর ২০১০ শনিবারের কর্মসূচি [স্প্যানিশ ভাষায়] গ্রহণ করেন। তাঁরা সেখানে শীতার্তদের জন্য শুধুমাত্র সাহায্য সংগ্রহই নয় তাঁরা  হোগারস ক্ল্যারেট ফাউন্ডেশনে [স্পেন] দানের  জন্য কাপড়ও গ্রহণ করেছে।

Aparte de este conteo de unidades donadas por la red twittera bogotana, la Twitteraton recolectó una gran cantidad de ropa, suficiente para llenar un furgón, la cual fue almacenada en la Casa Scout bogotana y será destinada esta semana a la Fundación Hogares Claret, que trabaja en pro de la población vulnerable y en rehabilitación de habitantes de la calle.

বোগোটা ট্যুইটার নেটওয়ার্কের সদস্যরা তালিকাভুক্ত আইটেমগুলো ছাড়াও টুইটারথনে যে পরিমান জামা-কাপড় দান করেছেন তা একটা ভ্যান ভরতি করার জন্য যথেষ্ট। বোগোটা স্কাউট ভবনে জমা করা এ সব জামা-কাপড় এ সপ্তাহেই তাঁরা  হোগারস ক্ল্যারেট ফাউন্ডেশনে পৌছে যাবে। এ ফাউন্ডেশন দুস্থ ও গৃহহীন মানুষদের পূনর্বাসনে কাজ করে।

বোগোটা ট্যুইটার নেটওয়ার্কের সদস্যরা তালিকাভুক্ত আইটেমগুলো ছাড়াও ট্যুইটারথনে যে পরিমান জামা-কাপড় দান করেছেন তা একটা ভ্যান ভর্তি করার জন্য যথেষ্ট। বোগোটা স্কাউট ভবনে জমা করা এ সব জামা-কাপড় এ সপ্তাহেই হোগারস ক্ল্যারেট ফাউন্ডেশনে পৌছে যাবে। এ ফাউন্ডেশন দুস্থ ও গৃহহীন মানুষদের পূনর্বাসনে কাজ করে।

তথ্য

-   মেডেলিন টুইটারথন সর্বমোট ৪৮০০ আইটেম সংগ্রহ করেছে (কনসলিদাদো পাবলিকো [স্প্যানিশ ভাষায়]).

-    বোগোটা টুইটারথন তাঁদের ফেসবুক পাতায় বলেছে যে, তাঁরা দিনব্যাপী ১০৫২৫ আইটেম মানবিক সাহায্য হিসাবে দান করেছেন।

-    কালি টুইটারথন প্রায় ১৪ টন ত্রাণ সাহায্য দিয়েছে।

এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এ কার্যক্রম সম্পর্কে কালির অধিবাসীরা ট্যুইটারথন কালি[স্প্যানিশ ভাষায়] নামে একটি ওয়েবপেইজ খুলেছে। এ ওয়েবপেজের মাধ্যমে যারা কার্যক্রমে অংশগহণ, সহযোগিতা এবং ছবি তুলে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। কালির সংবাদপত্র এল পা তে টুইটারথন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে ট্যুইটার ব্যবহারকারী ইনকগনিতো (@lncognito) বলেন:

Todavia no puedo creerlo… Casi 14 toneladas de ayuda recibidas este dia en la #TwitteratonCali

# টুইটারথনকালি আমি এখনো বিশ্বাস করতে পারছিনা যে আজ আমরা প্রায় ১৪ টন সাহায্য গ্রহন করেছি।

কালি টুইটারথন সম্পর্কে জুলিয়ান মারিসিওর (@profetaloco)  একটি ভিডিও:

উল্লেখ্য যে, কলম্বিয়ার শীতার্ত মানুষের সাহায্যের শুরুর দিকের দিনগুলোতে টেলেথন[স্পেন] সংগঠন ১৮ ও ১৯ ডিসেম্বর করম্বিয়ানদের দানের জন্য যে প্রেক্ষাপট তৈরি করেছিল তা কেবল দুর্গতদের সহায়তাই নয় বরং কলম্বিয়ার মানবতা বিকাশে ভূমিকা রেখেছে যা সরকারকে বন্যার ক্ষতি পোষাতে রসদ সংগ্রহে উদ্যোগী করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .