- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরব বিশ্ব: “সুদানের জন্য কান্না বন্ধ করুন”

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উ. আ., জর্ডান, প্যালেস্টাইন, যুক্তরাষ্ট্র, সুদান, সৌদি আরব, আন্তর্জাতিক সম্পর্ক, তাজা খবর, নাগরিক মাধ্যম, পরিবেশ, রাজনীতি, সরকার

আজ (৯ জানুয়ারী, ২০১০) সুদানে, দক্ষিণ সুদানের স্বাধীনতার জন্য এক গণভোট [1] অনুষ্ঠিত হচ্ছে, যার উপর আরব টুইটার জগৎ নজর রেখেছে। সৌদি আরব থেকে প্যালেস্টাইন, সব জায়গায় আরব টুইপস বা টুইটারকারীরা সুদানের একতা, বিভক্তি এবং সম্পদ নিয়ে আলোচনা করেছে।

এই গণভোট সুদানের কেন্দ্রীয় সরকার এবং সুদান পিপলস লিবারেশন আর্মি/মুভমেন্ট নামক দলের মধ্যে ২০০৫ সালে করা নেইভাসা নামক চুক্তির প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে দক্ষিণ সুদান হয়ত সুদান থেকে আলাদা হয়ে যাবে।

সৌদি আরব থেকে ওমার আলাতাস প্রশ্ন করছেন [2]:

متي ستظهر نتايج انتخابات السودان #Sudan [3]
সুদানের এই গণভোটের ফলাফল কখন প্রকাশ করা হবে?

এবং এরপর তিনি উপসংহার টেনেছেন [4]:


#sudan [5] اليوم ستصبح الجزائر أكبر دولة عربية عوضا عن السودان بلد المليون ميل
আজ সুদানের বদলে আলজেরিয়া সবচেয়ে বড় আরব রাষ্ট্রে পরিণত হবে।

বদর আউজান, যিনিও সৌদি আরবের এক নাগরিক, তিনি সুদানের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী [6]:

#Sudan [3] ألمانيا اتحدت بعد أنقسام وهونغ كونغ عادت للصين بعد أقتطاع وستعود السودان إن شاء الله وسيكون الأنفصال دافعاً قوياً للتنمية

বিভক্তির পরও আবার দুই জার্মানি এক হয়েছে, বিচ্ছিন্ন হয়ে যাবার পর আবার হংকং চীনের সাথে যুক্ত হয়েছে; এবং আমি আশা করি, একদিন সুদান আবারো এক হবে। আমি আশা করি যে, এই বিভক্তি উন্নয়নের এক শক্তিশালী প্রেরণা হয়ে উঠবে।

তিনি আরো যোগ করেছেন [7]:

জার্মানি নামক রাষ্ট্র, দুটি অংশে বিভক্ত হয়ে যাবার পর, আবার শান্তিপূর্ণভাবে এক হয়ে যাবার এক বড় উদাহরণ। #সুদান [3] ব্যতিক্রম কোন কিছু নয়!

এবং সৌদি আরব থেকে টুইট করা মোহামেদ ওসমান তার পাঠকদের কাছে আবেদন জানাচ্ছে [8]:

نرجوا من الأخوة العرب الأعزاء عدم النياحة والردح في موضوع السودان، 26 سنة من الحرب وأنتم صامتون فأكملوا صمتكم #sudan [5]
প্রিয় আরব ভাইয়েরা, দয়া করে কান্না এবং সুদান বিষয় ভাবনা তৈরি করা বন্ধ করুন। ২৬ বছর ধরে সে দেশে গৃহযুদ্ধ চলেছে, আর সে সময় আপনারা সবাই চুপচাপ ছিলেন। এখন দয়া করে আপনাদের সেই নিরবতা বজায় রাখুন।

ফিলিস্তিনি নাগরিক বাহা আলকাইয়ালি সুদানের একতার জন্য দোয়া [9] করছেন:

الوحدة للسودان… الوحدة #Sudan [3]
সুদানের একতার জন্য… একতা বজায় থাকুক।

এদিকে জর্ডান থেকে আলি দাহমাশ, সুদানের সমৃদ্ধ সম্পদের দিকে নির্দেশ করছে [10]:

আপনারা কি জানেন সুদানের তেল ক্ষেত্রগুলোর ৭০ শতাংশ দক্ষিণ সুদানে অবস্থিত। জন কেরি এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদেরা কেন এই বিভাজনকে সমর্থন করছে তাতে বিস্ময়ের কিছু নেই!

আবার সৌদি আরবে আবার ফিরে আসা যাক, বান্দার বিন নাইফ বিস্মিত [11]:

#sudan [5] قمر صناعي أنشىئ خصيصا لمراقبه الاستفتاء والأحداث في السودان، هل هو حبا في السودان أم مباركة للإنفصال http://bit.ly/eifsot [12]
সুদানের গণভোট এবং এই সংক্রান্ত বিষয়াবলির অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ স্যাটেলাইট ছাড়া হয়েছে। এটা কি সুদানের প্রতি ভালোবাসার জন্য, নাকি বিচ্ছিন্ন হয়ে যাবার বিষয়টিকে আর্শীবাদ করার জন্য করা হয়েছে।