মিশর: একজন ব্লগার তার ব্লগের কারণে চাকুরি হারিয়েছে

মোহামেদ মারি প্রথম মিশরীয় ব্লগার নয়, ব্লগ লেখার জন্য যার চাকুরী গেল। তবে তিনি ব্লগে যা লিখেছিলেন, তার কারণেই তাকে তার চাকুরী হারাতে হয়। তার আগে ব্লগ লেখার জন্য ফোউনন এবং আহমেদ এল দ্রোউবিকে চাকুরি হারাতে হয়। জেইনোবিয়া বিস্তারিতভাবে এই ঘটনার বর্ণনা প্রদান করছে: মারি দুই মাস ১৫ দিন একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানীতে কাজ করেছেন। এই সময় হঠাৎ কোম্পানীর পরিচালকরা সিদ্ধান্ত নেয় তাকে চাকুরী থেকে বিদায় জানানো হবে, কারণ সে সক্রিয় এক রাজনৈতিক কর্মী এবং তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী সরকারের বিপরীত। জেইনোবিয়া এখন বিস্মিত: তাহলে কি চাকুরি বজায় রাখার জন্য আমাদের কি ছদ্মনামে ব্লগ লিখতে হবে!!?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .