- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কলম্বিয়া: ভিডিও ব্লগাররা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও রেকর্ড করেছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, নাগরিক মাধ্যম, প্রযুক্তি

যেমনটা এর আগে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশিত হয়েছিল, কলম্বিয়ার বেশ কিছু ভিডিও ব্লগার সিদ্ধান্ত নিয়েছিল যে ২০১০ সালে তারা প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে [1]। যদিও সবগুলো ভিডিওর নির্মাণ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি, তারপরে তাদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদান করা গুরুত্বপূর্ণ বিষয়, যারা জুয়ান ফাল্লার (@জুয়ানফাল্লাস্পেন [2]) এই বৈশ্বিক চিন্তাভাবনার সাথে যুক্ত হয়েছিল (গ্লোবাল ভয়েসেস-এর আগের এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে) [1]

জুলিয়ানা মাউরিচিও (@প্রোফেটালোকো [3]) এমন এক ভিডিও ব্লগার, যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল এবং সে এটিকে শেষ করেছে। এই উদ্যেগের ফলাফল টুইটারে [4] পোস্ট করা হয়েছে [স্প্যানিশ ভাষায়]।

3 colombianos decidieron terminar el reto #vlog365 [5] ellos son @luisasantiaga [6] @alejandroangel [7] @profetaloco [8] 1 video diario durante el 2011

কলম্বিয়ার যে তিনজন ব্লগার #ভ্লগ৩৬৫ [5] নামক চ্যালেঞ্জকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, তারা হচ্ছে @লুইসাসান্তিয়াগো [6],@আলেজান্দ্রোএঞ্জেল [7],@প্রফেটালোকো [8]। তারা [২০১০] সালে প্রতিদিন একটি করে ভিডিও সমাপ্ত করেছে।

একই সাথে এই ধরনের কাজের প্রক্রিয়ার সাথে যুক্ত হবার ফলে তার যে আত্মতৃপ্তি [9], তা সে সবাইকে জানাচ্ছে:

CUMPLI EL RETO #VLOG365 [10] con muchas ganas de seguir haciendo videos hay @profetaloco [8] pa rato ¡¡¡ 2010 año del videoblog en españoL ¡¡¡

আমি এই চ্যালেঞ্জ সমাপ্ত করেছি। #ভ্লগ৩৬৫ [10]আরো ভিডিও তৈরির জন্য উৎসুক হয়ে রয়েছে। এগুলো কিছুক্ষণের জন্য @প্রোফেটালোকোতে [8] থাকবে!!!! ২০১০ সাল ছিল স্প্যানিশ ভাষায় ভিডিও ব্লগের বছর।

এটি ১৮ ডিসেম্বর, ২০১০-এ, তৈরি করা তার এই ভিডিও [9] [স্প্যানিশ ভাষায়], কলম্বিয়ার, কালি [11] নামক এলাকার নৈসর্গিক দৃশ্য তুলে ধরছে।

লুইসা সান্তিয়াগো (@লূইসাসান্তিয়াগো) [6], যিনি কার্টাজেনা [12] থেকে তার প্রতিদিনের ভিডিও রেকর্ড করেন। ভদ্রমহিলা তার বছরের শেষ ভিডিওতে তার এই চ্যালেঞ্জের বিষয়টি ব্যাখ্যা করছেন।

তার ওয়েবসাইট কার্টাজেনা ৩৬৫-এর মাধ্যমে যারা তার ভিডিও দেখেছে [13], লুইসা তাদের ধন্যবাদ জানিয়েছে [স্প্যানিশ ভাষায়] এবং লুইসা এ আগামীতে আরো ভিডিও নির্মাণের বিষয়টি চালিয়ে যাবার কথা লিখেছেন:

Gracias por acompañarme y darme todo su apoyo durante todo este 2010.¡Espero su compañia  durante el 2011, por que Cartagena365 no se termina! Así que tendrán más de Luisa Santiaga por mucho tiempo jeje.

২০১০ সালে আমার সাথে থাকার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। ২০১১ সালেও আমি আপনাদের সঙ্গ আশা করব, কারণ কার্টাজেনা ৩৬৪ শেষ হয়ে যাচ্ছে না। কাজে আপনারা আরো লম্বা সময় ধরে লুইসা সান্তিয়াগোকে পাচ্ছেন। হেহে।

আলেজান্দ্রো এঞ্জেল (@আলেজান্দ্রোএঞ্জেল [14]) ২০১০ সালে প্রথম ভিডিও নির্মাণের বিষয়টি স্মরণ করছেন।

Año nuevo vida nueva… hace 365 días… http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ [15] #video [16]

নতুন বছর, নতুন জীবন….৩৬৫ দিন আগে……. http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ [15] #video [16]

লুইসা সান্তিয়াগোর মত (@লূইসাসান্তিয়াগো [6]) সেও, প্রজেক্ট ৩৬৫ [17] ভিডিও ব্লগিং নামক বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটি ভিডিও বেছে নিয়েছেন। আলেজান্দ্রো এঞ্জেল-প্রোভেক্টো ৩৬৫ [18] [স্প্যানিশ ভাষায়] সাইটের মাধ্যমে সে এই সাইটে যোগ দিয়েছে।

নিঃসন্দেহে বলা যায়, এই সমস্ত ভিডিও ব্লগ বিভিন্ন বিষয়কে তুলে ধরেছে: কলম্বিয়ার ক্যারিবিয়ানদের ড্রামস [19] [স্প্যানিশ ভাষায়] এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা [20] [স্প্যানিশ ভাষায়] (লুইসাসান্তিয়াগো), একটি কনসার্টের পর্যালোচনা [21] [স্প্যানিশ ভাষায়) এবং সাম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা ছাত্রের কথা [22][স্প্যানিশ ভাষায়] এবং বারানকুইয়াল্লা নামক শহরের বৃষ্টিপাত [23] [স্প্যানিশ ভাষায়] এবং একর্ডিয়ান নামক বাদ্যযন্ত্রের স্বরলিপি [24] [স্প্যানিশ ভাষায়] অথবা ইসলা ডে টাগাঙ্গার গায়কেরা [25] [স্প্যানিশ ভাষায়] (আলেজান্দ্রোএঞ্জেল), হচ্ছে এ রকম কিছু ভিডিও, যা ওই সমস্ত ব্লগারদের কিছু ভিডিও যা সারা বছর ধরে দেখানো হয়েছে।