- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিউনিশিয়া: সিদি বোউজিদের ঘটনার পক্ষে অবস্থান নেওয়ায় আইনজীবীদের উপর হামলা চালানো হচ্ছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., তিউনিশিয়া, আইন, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি

সিদি বোউজিদের ঘটনায় [1] তিউনিশিয়ার আইনজীবীরা তার পক্ষে অবস্থান গ্রহণ করে- যার মূল্য তাদেরকে প্রদান করতে হচ্ছে।

আইনজীবীরা সিদি বোউজিদে যা ঘটেছে তার নিন্দা এবং তিউনিশিয়ার সামাজিক পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছিল। এই কারণে সরকার তাদের ‘শাস্তি’ দেবার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন আইনজীবীদের অপহরণ, গ্রেফতার অথবা তাদের উপর হামলার কাহিনী সামাজিক প্রচার মাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে।

তিউনিশিয়ান গার্ল নামক ভদ্রমহিলা তার এক পোস্ট যার শিরোনাম “২৮ মঙ্গলবার ২০১০-এ আইনজীবীদের বিক্ষোভ প্রদর্শন” [2]-এ লিখেছেন:

এরপর, আইনজীবীরা নিম্ন আদালতে প্রবেশ করে এবং সেই স্লোগানটি আবার উচ্চারণ করে। তাদের অনেকে বিচারকদের স্বাধীন মনোভাব প্রকাশের আহ্বান জানায়। পরে, সেদিন সন্ধ্যায়, বিক্ষোভে অংশ নেওয়া দুজন আইনজীবীকে গ্রেফতার করা হয়। এই দুজন হচ্ছেন, চোকরি বেলাদি এবং আবদেররাহমান আইয়াদি।

তবে, ৩১ ডিসেম্বর, ২০১০ তারিখটি ছিল আইনজীবীদের জন্য সবচেয়ে ভয়ানক দিন। ঘটনা হচ্ছে, সেদিন, যখন তারা তিউনিসের আদালত প্রাঙ্গনে বার কাউন্সিল ভবনের সামনে জমায়েত হয়েছিল, সে সময় পুলিশ কর্মকর্তারা তাদের নির্দয়ভাবে প্রহার করতে কোন দ্বিধা করেনি।

টুইটারে নেট নাগরিকরা আইনজীবীদের প্রতি তাদের সমর্থন প্রদান করছ এবং আইনজীবীদের যে ভাবে অপমান করে হচ্ছে, তার ঘটনা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে।

মোয়াল্লা টুইট করেছে [3]:

Le 31 décembre 2010 restera à jamais comme le “vendredi de la matraque” pour les avocats tunisiens. Honte à la dictature! #SidiBouzid

৩১ ডিসেম্বর ২০১০ তারিখটি তিউনিশিয়ার আইনজীবীদের কাছে চিরদিনের জন্য “ শুক্রবারের প্রহার” হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। স্বৈরাচারের প্রতি লজ্জা!

এছাড়াও টুইটারে ওসামা এফ মোশারাফ [4] লিখেছে:

تعرّض عشرات المحامين في تونس إلى اعتداءات عنيفة من قبل الشرطة http://bit.ly/hLq6Ty #sidibouzid RT

তিউনিশিয়ার ডজন খানেক আইনজীবী পুলিশের নির্মম আক্রমণের শিকার হয়েছে।

এখানে যা ঘটেছে নেট নাগরিকরা তার নিন্দা করেছে:

আসাদ তোউনিসি [5] টুইট করেছে:

فضيحة فضيحة فضيحة فضيحة فضيحة فضيحة تونس .. المحامون يضربون ويعتقلون والشعب يتفرج

তিউনিশিয়ার জন্য এ যে কেলেঙ্কারি, কেলেঙ্কারি, কেলেঙ্কারি, কেলেঙ্কারি, কেলেঙ্কারি, কেলেঙ্কারি জনক বিষয়…
আইনজীবীদের প্রহার এবং গ্রেফতার করা হচ্ছে, আর নাগরিকরা তা চেয়ে চেয়ে দেখছে।