- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

যুক্তরাষ্ট্র: আদিবাসী যুব প্রচার মাধ্যম প্রকল্প ইতিহাস পুনরুদ্ধার করছে

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, আদিবাসী, চলচ্চিত্র, জাতি-বর্ণ, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, যুবা, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি

ভিডিও, নাভায়ো ইনডিয়ান সম্প্রদায়ের তরুণদের সাথে তাদের পূর্বপুরুষদের এক যোগাযোগ আর জাতির ইতিহাস জানার মাধ্যমে পরিণত হয়েছে, যা, এক হলুদ রমণীর গল্প নামক ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে।

[1]

ভিডিও নির্মাণের সময় কামিলে মানিবেডস তাসো।

ওয়েভস অফ চেঞ্জ [2] আমাদের রাচেল তাসোর গল্প বলছে, যে নারী অট্টা ইয়োর ব্যাকপ্যাক মিডিয়া [3] (তোমার পিঠে বহন করা প্রচার মাধ্যম) নামক প্রতিষ্ঠানের এক প্রকল্পের মাধ্যমে আদিবাসী তরুণদের চলচ্চিত্র নির্মাণ এবং তা কি ভাবে প্রচার মাধ্যমে বিতরণ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। এই বিশেষ কাজ, আমাদের কামিলে মানিবেডস তাসো নির্মিত এক গল্পের ভেতরে নিয়ে যায়, যা তার দাদীর মায়ের গল্প এবং এর মধ্যে দিয়ে সে এক তারুণ্য নির্ভর পুরষ্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাণ করে, যার নাম: এক হলুদ রমণীর পদক্ষেপের মাঝে [4] (ইন দি ফুটস্টেপ অফ ইয়োলো ওমেন)।

এই চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ায়, রাচেল ২টি ভিন্ন ভিন্ন ভিডিও ধারণ করেছে, যা প্রদর্শন করে চলচ্চিত্র নির্মাণের ধাপগুলোকে। এটি তার গবেষণার বিষয়ও বটে।

অট্টা ইয়োর ব্যাকপ্যাক মিডিয়া [5] আদিবাসী যুব সম্প্রদায়কে ভিডিও নির্মাণ এবং সেগুলোকে প্রচার মাধ্যমে বিতরণে সাহায্য করে থাকে। এই সব ভিডিও তাদের আগ্রহের সাথে সম্পৃক্ত এবং এগুলো তাদের চেতনা এবং কণ্ঠস্বরে প্রতিচ্ছবি। আপনি অট্টা ইয়োর ব্যাকপ্যাক-এর আরো ভিডিও, তাদের ইউটিউব চ্যানেল [6] দেখতে পাবেন।