জর্ডান: এক ফুটবল ক্লাবের সভাপতিকে দণ্ড প্রদান করা হচ্ছে

২৩ ডিসেম্বরের সন্ধ্যায় একটি সংবাদ ছড়িয়ে পড়ে যে এক পুলিশ কর্মকর্তাকে আক্রমণ এবং অপমান করার দায়ে তারেক সামি খোউরিকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে দুই বছরের কারাবাস প্রদান করা হয়েছে। খোউরি এর আগে জর্ডানের জতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। তিনি জর্ডানের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হতে ব্যর্থ হন। যদিও এর এক সপ্তাহ পরে উহিদাত ফুটবল ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়ে তিনি আবার আলোচনায় ফিরে আসেন। খোউরি পুলিশ বাহিনীর একজন সমালোচক হিসেবে পরিচিত, তিনি উইহিদাত ফুটবল ক্লাবের সমর্থকদের উপর পুলিশের নির্মমতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

খোউরি যখন কাতারে ভ্রমণ করছিলেন ঠিক সে সময়, তার অনুপস্থিতিতে তার বিচার করা হয় এবং তাকে সাজা প্রদান করা হয়, এবং সাথে সাথে টুইটার যুক্ত হতে থাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত সংবাদে:

সংবাদ: পুলিশ কর্মকর্তাকে অপমান করা দায়ে তারেক খোউরিকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এইচটিটিপি://বিট.এলওইয়া/একলারপাক#আম্মান#জো

দি ব্লাক আইরিসে নাসিম তারাওনাহর প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে, গ্রেফতারের ঘটনার সাথে ফুটবলকে যুক্ত করা হয়েছে:

কোন কিছু না বলেই, এই বিষয়টি তার মত ঘটে গেল, গত কয়েক সপ্তাহে, ফুটবলের এক বিয়োগান্তক ঘটনা জর্ডানের দুটি প্রধান শিবিরের মধ্যে আবার উত্তেজনা সৃষ্টি করেছে- যা জতীয় পরিচয় প্রদানের ক্ষেত্রে খানিকটা উত্তেজনা তৈরি করেছে- আজকে বিষয়টি আরো খারাপের দিকে গড়ালো।

এটি-এই ভয়াবহ সময়ে করা হল….যেমন, লোকজন কোন সন্দেহ ছাড়াই ধারণা করছে যে, সাম্প্রতিক সময়ে ফুটবল খেলায় যে ঘটনা ঘটেছিল, তা বর্ণবাদের কারণে ঘটেছে। আবার তারা কোন রকম সন্দেহ ছাড়াই ধারণা করছে যে, খোউরির ক্ষেত্রে আদালতে যে বিচার হয়েছে তা পুরোপুরি রাজনৈতিক প্ররোচনায় করা হয়েছে। এবং খো্উরিকে চুপ করিয়ে দেবার উদ্দেশ্য, এই ঘটনাকে সামান্য এগিয়ে নিয়ে যাবার জন্য যদি কোন ধরনের তত্ত্বাবধানের চেষ্টা করার দরকার হয় পড়ে, সে ক্ষেত্র্রে রাষ্ট্র এই ব্যক্তিটিকে এক নায়কে পরিণত করেছে এবং তার ভিত্তিকে আরো শক্ত করেছে, যদি তা নাও হয়ে থাকে, তারপরেও ঘটনাটি তাকে অন্য সব সমর্থকদের সমর্থন জুগিয়েছে।

টুইটার ব্যবহারকারী এ৭লামসাম, তারাওনাহ-এর বিশ্লেষণের ক্ষেত্রে সংশয় প্রকাশ করেছে:

@ তারাওনাহ, জাতীয় পরিচয়ের সাথে এই ঘটনার সম্পর্ক কি ডাব্লিউ/#জো? এক বছর ধরে এই মামলা আদালতে বিচারাধীন ছিল! তারেক খোউরিকে তার কাজের দায়-দায়িত্ব নিতে হবে।

তারাওনাহ এর প্রতিউত্তর দিচ্ছে:

@এ৭লামসাম, হ্যাঁ, এই বিচারের সময়কাল এমন এক ঘটনার সাথে যুক্ত হয়েছে, যা জাতীয় পরিচয় বিতর্কের জন্ম দিয়েছে। এটাই হচ্ছে বিষয়।

তারাওনাহ আরো দেখান যে, যখন খোউরি এক পুলিশ কর্মকর্তাকে অপমান করার দায়ে অভিযোগে অভিযুক্ত হন, দেখা যাচ্ছে সে ক্ষেত্রে প্রাপ্ত তথ্য অনেক কম। বিভিন্ন সংবাদ দুই বছর আগের এবং মার্চ ২০১০-এর ঘটনা বর্ণনা করছে। এই বিচারের রায় এখনো প্রকাশিত হয়নি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .