ভারত: রাষ্ট্র বিরোধী কার্যক্রমের অভিযোগে ডাক্তারের আজীবন কারাবাস

২৪ ডিসেম্বর, ২০১০-এ ভারতের ছত্তিশগড়ের রায়পুর জেলার এক দায়রা আদালত নাগরিক অধিকার আন্দোলন কর্মী ডাক্তার বিনায়ক সেনকে রাষ্ট্র বিরোধী কার্যক্রম এবং ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছে। আদালত ডাক্তার সেনকে এই রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং তাকে আজীবন কারাবাস প্রদান করে।

ডাক্তার সেন পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি ‘জাতীয় নাগরিক মুক্তি পরিষদ’(পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি বা পুকাল) এর সহ-সভাপতি। তিনি ছত্তিশগড়ের আদিবাসীদের কাছে এক অতি পরিচিত জন। ১৯৮১ সাল থেকে তিনি সক্রিয়ভাবে সেখানকার আদিবাসীদের দারিদ্র দূরীকরণ এবং গ্রামীণ জনতার স্বাস্থ্যের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ১৪ মে,২০০৭ সালে তাকে গ্রেফতার করা হয়। জেলে থাকা নকশালপন্থীরা নেতা নারায়ন সান্যাল এবং ব্যবসায়ী পিয়ুস গুহের (মাওবাদীদের সাথে যোগাযোগের কারণে তাকেও গ্রেফতার করা হয়) মধ্যে বার্তাবাহক হিসেবে কাজ করার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং ২০০৯ সালে ভারতের সুপ্রীম কোর্ট থেকে জামিন পাবার আগ পর্যন্ত তাকে ২ বছরের জন্য কারাগারে কাটাতে হয়। তার এই ২ বছর মেয়াদের সাজার সময় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নোয়াম চামস্কি সহ, বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তার মুক্তির জন্য আবেদন জানায়, যাদের মধ্যে ২২ জন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ছিলেন।

ডাক্তার বিনায়ক সেনকে মুক্ত কর নামক প্রচারণা।


ছবি ফ্লিকার ব্যবহারকারী ফ্রিবার্ড-এর, সিসি এট্রিবিউশন ২.০ জেনেরিক লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।

তার এই শাস্তির বিরুদ্ধে, সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। নেট নাগরিকরাও এই শাস্তির সংবাদে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

ইয়ে হ্যায় লাইফ লিখেছে:

২২ জন নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায়ের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এই রায়ে এটি পরিষ্কার, যে ভারতে ভিন্নমত সহ্য করা হবে না। যদি আপনি আইন নিয়ে খেলতে না পারেন, তাহলে আপনাকে চুপ করে থাকতে হবে। ভারত এখন তার নিজস্ব লিউ শাওবোকে পেয়ে গেছে

আইকাদাই লিখেছে:

ভারত নামক রাষ্ট্র, তার বিচার বিভাগ এবং প্রচার মাধ্যমের উপর থেকে আমাদের সত্যিকারের ভরসা হারিয়ে গেছে! দয়া করে বিনায়ক সেনের মুক্তির লড়াইয়ে আমাদের আশাকে ধরে রাখার জন্য এই দরখাস্তে স্বাক্ষর করুন

তবে টুইটারের লোকজন সহানুভূতি প্রকাশের ক্ষেত্রে বিভক্ত। একদিকে, তার সমর্থনে লোকজন টুইট করছে, যেমন,,

@দিপতোশ: যখন আমি বিনায়ক সেনের বাসায় গিয়েছিলাম, সে সময় আমি আমার দৃষ্টিতে দেখেছিলাম, তার বাসায় মার্ক্সবাদী সাহিত্যের বই কম। পুলিশ বলছে যে এই সমস্ত বই হচ্ছে প্রমাণ।

@সাইফুল: ভারত নামক রাষ্ট্রটি যেভাবে ডাক্তার বিনায়ক সেনকে শাস্তি প্রদান করেছে, আসুন তার বিরুদ্ধে অবস্থান নেই।

@মানিশ সি প্রভাকর: বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা বিস্ময়কর।

@ফজলসামি: বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা.. মৌলিক অধিকারকে ধর্ষণ করা।

@সত্যসাগর: মিথ্যা অজুহাতে ডাক্তার বিনায়ক সেনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে, তিনি রায়পুরের জেলে রাত অতিবাহিত করছেন। এখন কাউকে শুভ বড়দিন কথাটা বলা খুব কঠিন হবে!এম

অন্যদিকে এমন অনেকে রয়েছেন, যারা অনুভব করেন যে, মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল হিসেবে ডাক্তার সেনকে ভারত সরকার সঠিক শাস্তি প্রদান করেছে এবং প্রচার মাধ্যম ভুল ভাবে তাকে এক ঘটনার শিকার ব্যক্তি হিসেবে চিত্রিত করছে। যেমন,

@এ্যাশ_দুবে: বিনায়ক সেন- নিষিদ্ধ ঘোষিত মাওবাদীদের প্রকাশ্য চেহারা, তাকে সঠিক বিচারে শাস্তি প্রদান করা হয়েছে।#মিডয়াগেট, প্রচার মাধ্যম তাকে এক ঘটনার ‘শিকার’ হিসেবে তুলে ধরে, তার সত্যিকারের চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করছে।

@দামিনি১১২২:#মিডিয়াগটে ওরফে প্রচার মাধ্যম, যারা মাওবাদী সমর্থক বিনায়ক সেনের প্রতি জনতার যাতে সহানুভূতি তৈরি হয় সে প্রচেষ্টাই করছে।

@সুকন্যাদেবী: যারা ভারত নামক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং নিষ্পাপ আদিবাসীদের মুণ্ডচ্ছেদ করেছে আর স্কুল এবং হাসপাতাল উড়িয়ে দিচ্ছে, তারা নরকে যাক। বিনায়ক সেন

@কিরনসকেএস: কেন একজন মানবাধিকার কর্মী বিনায়ক সেন ২০০৭ সালের মে মাসের ২৬ থেকে জুন মাসের ৩০- তারিখ-এর মধ্যে জেলে আটক এক সন্ত্রাসী সান্যালের এর সাথে ৩৩ বার দেখা করেছিল?

@ফিরোজখানকেএস: কালমাদির গৃহে অভিযান চালানো হয়েছে, রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে! কি সুন্দর বড়দিনের এক সন্ধ্যা!সবাইকে বড়দিনের শুভেচ্ছা!

কাজেই চূড়ান্ত বিশ্লেষণ হচ্ছে, বিনায়ক সেন একজন ডাক্তার, যিনি গরিবদের মধ্যে যারা সবচেয়ে গরীব তাদের জন্য অক্লান্ত কাজ করে গেছেন, অথবা একজন অপরাধী যে কি না কেবল মাওবাদী বা নকশালপন্থীদের প্রতি সহানুভূতিশীল নয়, একই সাথ উভয়ের মাঝে বাহক হিসেবে কাজ করেছে, তাদের তাদের নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য? সে কি অপরাধী কিনা, কেবল সময়ই তা বলে দেবে। তার পরিবার এখন দায়রা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত সম্ভবত ইন্দ্রজিৎ সংক্ষিপ্ত আকারে- এর সেরা উত্তরটি প্রকাশ করেছে, যে লিখেছে:

ডাক্তার সেন দলের বিভিন্ন বিষয় এবং তার মত ব্যক্তির জটিলতাকে প্রতিনিধিত্ব করছেন।

3 টি মন্তব্য

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> বিজয়

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .