ইরানী এক ফটো-ব্লগারের চোখে লেবানন

মোহাম্মদ রেজা হাসানি পেশাদার এক ইরানী ফটোগ্রাফার এবং ফটো ব্লগার, যিনি ২০০৯ সাল থেকে লেবাননে বাস করছেন এবং কাজ করছেন। তার ফটো ব্লগ, লেবাননে ইরান সংক্রান্ত ঘটনাবলি আবিষ্কারের এক উৎসে পরিণত হয়েছে। তার ব্লগ ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমেদিনেজাদের সাম্প্রতিক লেবানন ভ্রমণ থেকে শুরু করে ইরানের বিভিন্ন প্রদর্শনী এবং সঙ্গীতশিল্পী দলের ছবি প্রদর্শন করছে।
মাহমুদ -এর অপেক্ষায়
এ বছরের অক্টোবর মাসে ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমেদিনেজাদের লেবানন ভ্রমণ, এই ভ্রমণ উল্লেখ করে যে লেবাননে ইরানের প্রভাব কতখানি

সুকণ্ঠের অধিকারী এক কণ্ঠস্বরের গান শোনা

আগস্ট ২০১০-এ, ইরানের অন্যতম প্রতিবাদী গায়ক মোহাম্মদ রেজা সাজারিয়ান লেবাননের ‘বেইট আল দিনায়’ এক কনসার্ট প্রদর্শন করছে

বর্ণিল জীবন

ইরানী এই ফটো ব্লগারের ক্যামেরা কেবল সেলিব্রেটি বা তারকাদের ছবি তুলে আনে না, একই সাথে তা সাধারণ জীবনের ছবিও তুলে ধরে।


ফটোগ্রাফারের ব্লগ এইচটিটিপি://মোহাম্মদরেজাহাসানি.কম-এ প্রবেশ করুন। এখনকার সকল ছবির স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রেজা হাসানি। তার অনুমতিক্রমে পুনরায় এসব ছবি প্রকাশ করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .