ডেমোটিক্স এবং গ্লোবাল ভয়েসেস এক যৌথ শক্তি

এই সপ্তাহে আমরা, গ্লোবাল ভয়েসেস, ডেমোটিক্সের সাথে এক নতুন পার্টনারশীপের কথা ঘোষণা করছি। ডেমোটিক্স পুরষ্কার বিজয়ী ফটোসাংবাদিকতার এক প্লাটফর্ম। যেখানে এটি এই অর্থ তৈরি করে যে, আমরা তাদের ছবি ব্যবহার করব এবং তারা আমাদের লেখা ব্যবহার করবে।

গ্লোবাল ভয়েসেস-এর মত ডেমোটিক্স সব জায়াগায় মাঠ পর্যায়ের কর্মকাণ্ড এবং সাংবাদিকতাকে এক সাথে করার জন্য চালু করা হয়েছে, তারা দুটি নীতিকে মাথায় রেখে এটি চালু করেছে-বাক স্বাধীনতা এবং তথ্য স্বাধীনতা। আমাদের সেরা কাহিনীগুলো প্রায়শই একে অন্যের সাথে মিলে যায়।

২০০৯ সালে ডেমোটিক্স প্রথম স্বাধীন ফটোগ্রাফারদের নিয়োগ করতে থাকে। এরপর তারা ১৯০টি দেশের ৩৫০০ জন ফটোগ্রাফারের ৪০০,০০ ছবির এক আকর্ষণীয় সংগ্রহশালা বা আর্কাইভ তৈরি করে। তাদের ব্যবসার ধরণ হচ্ছে দৈনিক সংবাদপত্র, টিভির সংবাদ এবং আমাদের মত অনলাইন সংবাদপত্রের কাছে সংবাদ বিক্রি করা এবং ফটোগ্রাফারের সাথে প্রাপ্ত আয়কে (বিশাল অথবা ক্ষুদ্র) ৫০:৫০ অনুপাতে ভাগ করে ফেলা। যদি আপনার কাছে ক্যামেরা থাকে, তাহলে তাদের সাথে যোগ দিন

গ্লোবাল ভয়েসেসের ক্ষেত্রে এটা খুব সামান্য পরিমাণ অর্থ, কিন্তু আমরা আশা করি, আমরা ডেমোটিক্স ফোটো সংগ্রহশালা বা আর্কাইভ তৈরির অনুশীলনে সাহায্য করতে পারব, যা বাণিজ্যিক প্রচার মাধ্যমের কাছে কম আকর্ষণীয় বলে মনে হতে পারে। আমাদের মনোযোগ সব সময় সেই সমস্ত লোকজন এবং স্থানের প্রতি যা অন্য সব প্রচার মাধ্যম এড়িয়ে যায়। অনেক দুর থেকে একটি ছবি সত্যিকার অর্থে লোকজনকে অন্যদের জীবন এবং চিন্তা সম্বন্ধে ভালোভাবে বুঝতে সাহায্য করে।

আমরা আমাদের ওয়েব সাইটের পাঠক এবং কন্ট্রিবিউটর বা লেখক উভযের কাছ থেকে আরো মিথস্ক্রিয়তার আশা করি, ডেমোটিক্সের মহাদেশ এবং দেশভিত্তিক পাতায় গ্লোবাল ভয়েসেস-এর আরএসএস ফিডের এমবেডিং-এর মাধ্যমে।

যখন ইন্টারনেট পুরোনো প্রচার মাধ্যমের মডেলকে চ্যালেঞ্জ করছে, কেবল কিছু সংগঠন আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে উদ্ভাবনী উপায় বের করছে, যে ভাবে আমরা করে থাকি। আমরা প্রচণ্ড খুশী যে, আগামী মাসগুলোতে আমরা আরো ঘনিষ্ঠভাবে এক সাথে কাজ করার চেষ্টা করে যাব।

এখানে ডেমোটিক্সের ঘোষণাপত্রের লিঙ্ক প্রদান করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .