আফ্রিকা: সংস্কৃতিক প্রতিকৃতিকে রিমিক্স রেডিও এবং ভিডিওর রঙে রঙ করা

রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট একটি কৌতুহলজনক প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছে: রেডিওর কর্মশালার অডিও বা শব্দ আর কেনিয়া আর উগান্ডার ভিডিও শট নিয়ে তারা বেশ কয়েকটি রিমিক্স ভিডিও তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এক্টিভিজম, সংস্কৃতি এবং শিল্প নিয়ে আলোচনা জোরদার করা।

এই ভিডিওর পেছনে যে যে সব উক্তি তার উদ্দেশ্য, এ সব নিয়ে অডিওর প্রচার শুরু করা। এসব কিছু ক্রিয়েটিভ কমন্স শেয়ার এলাইক লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে এই আশায় যে, তারা এগুলোর রিমিক্সে অন্যদের উৎসাহিত করতে পারবে। যেমনটা তারা তাদের এক পোস্ট মাটিতে এক কান-এ (এন আর অন দি গ্রাউন্ডে) ব্যাখ্যা করেছে:

“আফ্রিকার” উপর চলতে থাকা এই আলাপচারিতা মূলক আলোচনার যাত্রা শুরুর অংশ হিসেবে এক সংগ্রহশালা গড়া হয়েছে এবং সারা মহাদেশ জুড়ে ‘রাস্তায় অডিও প্রচার মাধ্যম কর্মশালার’ ব্যবস্থা করা হয়েছে।

ডাব্লিডাব্লিউডাব্লিউ.আর্কাইভ.অর্গ-এর যে অডিওর তালিকা রয়েছে সেগুলো শিল্পী এবং সংগঠক এবং সংগঠন, সংস্কৃতি, একটিভিস্ট এবং সামাজিক রাজনৈতিক ধারণার উপর করা। বিভিন্ন সময়ে রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট এসবের মুখোমুখি হয়েছে।

এই পোস্টে, নাইরোবি থেকে কি ভাবে এক উপাদান এখানে তুলে দেয়া হয়েছে, তারা সেই প্রক্রিয়ার ছবি আমাদের প্রদর্শন করছে:

রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টের জন্য সংগ্রহশালা তৈরি করা এবং তা উঠিয়ে দেওয়া


এখানে তাদের একটি ভিডিও অংশ রয়েছে যাকে তারা বলছে “ রাস্তায় প্রদর্শনের জন্য এক চলচ্চিত্র”। এটি কেনিয়ার রাজধানী নাইরোবিতে ধারণ করা হয়েছে। এখানে সাক্ষাৎকারের সাথে সঙ্গীতের মিশ্রণ ঘটনো হয়েছে, এই সাক্ষাৎকারে, ভোক্তা, লোভ, খ্যাতি এবং মাদক নিয়ে আলোচনা করা হয়েছে:

পরবর্তীটি রেগে বা দ্রুত লয়ের সঙ্গীতের ধারা, সংঘর্ষ, এবং উন্নয়নের উপর এক চেতনা প্রবাহের মত অনুভূতির জন্ম দেয়:

উগান্ডার রাজধানী কাম্পালা থেকে সঙ্গীত এবং জ্ঞানের উপর এই পরবর্তী দুটি ভিডিও এসেছে, যা কিনা গানের মধ্যে দিয়ে পাওয়া যাবে:

এ বিষয়ে আরো তথ্য তাদের ব্লগ রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টে পাওয়া যাবে, সেখানে তারা সম্পাদনাহীন উৎসের লিঙ্ক দিয়ে দিয়ে যা কিনা রিমিক্স করা যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .