
ড: মোহাম্মেদ আলআবদুলকারিম, ছবি তার অনুরাগীদের তৈরি ফেসবুকের পাতা থেকে নেওয়া
“রাজকীয় পরিবারের সদস্যদের উপর রাজনৈতিক নিয়মের কার্যকারিতার প্রভাব” [আরবী ভাষায়], নামক এক প্রবন্ধ প্রকাশিত হবার পর সৌদি নাগরিক ড: মোহাম্মেদ আলআবদুলকারিমকে গ্রেফতার করা হয়েছে। এই পণ্ডিত ব্যক্তি ইসলামিক আইনের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন এবং তিনি আল-ইমাম মুহাম্মেদ ইবনে সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এটি তার এ রকম প্রথম প্রবন্ধ নয়, তিনি এছাড়াও সৌদি সামাজের রাজনৈতিক বিষয়ের উপর বেশ কিছু প্রবন্ধ লিখেছেন।
গ্রেফতার হওয়া
সমর্থকদের ফেসবুকের পাতা অনুসারে তিনি তার বন্ধু আবদুল্লাহআলমালিকির ড: আলআবদুলকরিমের কাছে জানান যে তাকে গ্রেফতার করা হতে পারে। এই প্রবন্ধটি প্রকাশ হবার পর এবং গ্রেফতার হবার ঠিক পূর্ব মুহূর্তে এই ভাবনা প্রকাশ করেছিলেন।
সীমান্তবিহীন সাংবাদিকের দল (রিপোটার্স উইদাউটস বর্ডার) জানাচ্ছে যে ড: আলআবদুলকারিম ৫ ডিসেম্বর তারিখে তার নিজের বাসায় গ্রেফতার হন। চারজন লোক তাকে গ্রেফতার করতে আসে যাদের কাছে কোন গ্রেফতারী পরোয়ানা ছিল না। প্রবন্ধটি প্রকাশিত হবার ঠিক ১২ দিন পরে তাকে গ্রেফতার করা হয়।
ড: আলআবদুলকারিমকে মুক্ত কর
তাকে গ্রেফতারের প্রতিবাদে সামাজিক প্রচার মাধ্যমে এই পণ্ডিত ব্যক্তির মুক্তির দাবীতে ভরে যায়। তার গ্রেফতারের প্রতিবাদে ফেসবুকে তার সমর্থনে দুটি পাতা সৃষ্টি করা হয়। এই দুটি পাতার নাম হচ্ছে “ড:আলআবদুলকারিমকে মুক্ত কর” এবং “আমরা সকলেই মোহাম্মেদ আবদুলকারিম”। এছাড়াও টুইটারে #ফ্রি ড:আবদুলকারিম নামক হাসটাগ ব্যবহার করা হয়েছে তাকে ছেড়ে দেবার দাবী জানানোর জন্য। অনেক ব্লগে তাকে ছেড়ে দেবার আহ্বান জানিয়ে লেখা প্রকাশ করা হয়। নীচে তার কিছু প্রতিক্রিয়া।
ব্লগার তালাফ তার দেশের অবস্থান সম্বন্ধে প্রশ্ন করেছেন:
টুইটার থেকে আবদুলরাহমান আলনাসরিও তার স্বদেশের পক্ষে দাঁড়ানোর জন্য গ্রেফতার হতে চান:
আপনারা কি তার জন্য আমাদেরও গ্রেফতার করবেন?
এই পণ্ডিত ব্যক্তিটির অনুরাগীদের তৈরি করা ফেসবুকের পাতায় খালেদ আলহুজরি মন্তব্য করেছে:
لم يعطونهم هامشا من الحرية ثم يعتقلون هذا الهامش؟
لقد أصبحت حياة الناس تبعا لأمزجة البعض ،، تضيع سنوات من عمرك لا بأس بذلك ،، فهي ليست ملكا لك ،، هي ملك لغيرك
كان الله في عونك أخونا محمد ,, فنحن لا نملك غير الكلام ، وأخشى أن يصادر
এখন অনেকের জীবন অন্য কারো মেজাজের উপর নির্ভর করে? এটি উত্তম যে আপনার জীবনের বছরগুলোকে নষ্ট করা ভালো, কারণ আপনার জীবন আপনার নয়, এটা অন্য কারো হাতে।
ভ্রাতা মোহাম্মেদ, আল্লাহ আপনার সাথে থাকুক। আমাদের শব্দগুলো ছাড়া আপনাকে দেবার মত আমাদের আর কিছু নেই, আমরা শঙ্কিত যে এমনকি এটাও এক সময় আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে।
সবশেষে, নোফা ড: আলআবদুলকারিমের ভাগ্য বিপর্যয়ে বিস্মিত এবং শঙ্কিত যে অন্য অনেক রাজনৈতিক বন্দীর মত তাকে বাকী জীবন জেলে কাটাতে হবে কি না: