- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিউনিশিয়া: সেন্সরশীপ এখনও চলছে আর উইকিলিকস চারিদিকে ছড়াচ্ছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., তিউনিশিয়া, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি

টিউনিলিকস – নাওয়াতের একটি প্রকল্প

তিউনিশিয়ার সামাজিক কর্মীরা সাম্প্রতিককালে উইকিলিকস [1] প্রকাশিত আমেরিকান দূতাবাসের তারবার্তার উপরে ঝাঁপিয়ে পড়েছেন। তারা তিউনিলিকস [2] নামে একটি নতুন ওয়েবসাইট নিবেদন করেছেন যেখানে তাদের দেশের সাথে সংশ্লিষ্ট তারবার্তাগুলো পূনর্প্রকাশ আর আলোচনা করা যায়। ২৮শে নভেম্বর রবিবার মূল উইকিলিকস ওয়েবসাইট তারবার্তাগুলো প্রকাশের এক ঘন্টার মধ্যে তিউনিলিকস [2] শুরু করে নাওয়াত [3]

প্রথমবার ১৭টি তারবার্তা প্রকাশ করা হয় যেগুলো তিউনিশিয়ার আমেরিকান দূতাবাস থেকে সৃষ্ট। বেশীরভাগ ছিল এই দূতাবাস আর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মধ্যে আদানপ্রদানের তথ্য। গোপনীয় এইসকল নথী আদান প্রদান করা হয়েছে ২৮শে মে, ২০০৮ থেকে ৯ই ফেব্রুয়ারী, ২০১০ এর মধ্যে। দুটো নথী লিখেছেন বর্তমান রাষ্ট্রদূত গর্ডন গ্রে আর বাকি ১৫টি তার পূর্বেকার রাষ্ট্রদুত।

তারা প্রধানত: তিউনিশিয়াতে মানবাধিকারের হেলাফেলা নিয়ে আর প্রকাশের স্বাধীনতার উপরে বাধা নিয়ে লিখেছেন। টুইটারে #তিউনিলিকস [4] হ্যাশট্যাগ ব্যবহার শুরু হয়। সেখানে উইকিলিকস সাইটে প্রকাশিত বিভিন্ন গোপন জিনিষ নিয়ে মানুষ লিখেছেন।

[5]

তিউনিশিয়ার গোপন জেল আর নির্যাতন উন্মোচিত [6]

[7].

নথীতে শাসক পরিবার আর তাদের নিকট জনের ব্যক্তিগত গোপন কথাও বলা আছে।

[8]

আমি জানতাম না যে শাকের মাতেরির বাসায় বাঘ ছিল। [9]

তিউনিশিয়ার সরকার, যারা প্রকাশের স্বাধীনতায় নিয়ন্ত্রনের জন্য পরিচিত, দ্রুত তিউনিলিকসের যোগাযোগ বন্ধ করে দেয়। তারা প্রথমে বন্ধ করে দেয় http://tunileaks.appspot.com/ (এইচটিটিপিএস ছাড়া) সাইটটি। একদিন পরে, তারা গুগুল এপ ইঞ্জিনের আইপি ঠিকানা (২০৯.৮৫.২২৯.১৪১) ব্লক করে যাতে তিউনিলিকস বন্ধ করা যায় এইচটিটিপিএস এর অধীনে, যার ফলে এপস্পট.কম দেশে আংশিক পাওয়া যাচ্ছিল না।

[10]

না, তারা এপস্পট.কমে সেন্সর করেছে #তিউনিলিক্স এর জন্য। [11]

তাদেরকে #তিউনিলিকস + নাওয়াত এপস্পট.কম প্রক্সি ব্লক করতে দেন। এতে তারা #তিউনিশিয়াতে জিমেইল আর গুগুল সার্চ বন্ধ করবেন। [12]

লেবানিজ সংবাদপত্রের ইলেক্ট্রনিক সংস্করন ‘আল আকবর [13]’ ও তিউনিশিয়াতে সেন্সর করা হয়েছে তিউনিলিকসের কিছু তারবার্তা প্রকাশের পরে।

[14]

লেবানিজ সংবাদপত্র ‘আল আকবর’ নতুন কেবল প্রকাশ করছে তিউনিলিকস যা অবমুক্ত করেছে, যার জন্য আজকে তিউনিশিয়াতে এটা নিষিদ্ধ হয়েছে। [15]

তিউনিশিয়ার আরো সাইট কি নিষিদ্ধ হয়ে যাবে যখন আরো বেশী তার বার্তা আর গোপন জিনিষ প্রকাশিত হবে?