সংবাদে প্রকাশ যে দক্ষিণ আম্মানে অনুষ্ঠিত উইহিদাত এবং আল ফয়সালি ক্লাবের মধ্যে ফুটবল খেলা চলার সময় এক সংঘর্ষে প্রায় ২৫০ জন লোক আহত হয়েছে। উইহিদাত-এর সমর্থকরা মূলত জর্ডানে বাস করা প্যালেস্টাইনি বংশোদ্ভুত নাগরিক আর আল ফয়সালির সমর্থকরা হচ্ছে ট্রান্সজর্ডান নামে পরিচিত আদি জর্ডানের অধিবাসীরা।
কয়েকজন টুইটারকারী এই সংঘর্ষের নিন্দা জানানোর উপর মনোযোগ প্রদান করেছে:
@নামলেহ: ক্রীড়াবিদেরাও অবশ্যই ক্ষমাশীল হৃদয় থাকা দরকার এবং তাদের একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত! বেদনাদায়কভাবে যা ফুটবল খেলায় ছিল না#জো
অন্যরা এই সংঘর্ষের জন্য একটি দলকে দায়ী করছে; ৫হাডজদ এর জন্য ফয়সালির সমর্থকদের দায়ী করেছে:
@anammari No, el Wehdateye bi7ayathom ma balasho fight, it's always been el Faisaleye.
http://twitter.com/5hadz/status/13531784515952640
ডায়ানা এবি এই ঘটনার জন্য উইহিদাত এর সমর্থকদের দোষ প্রদান করেছে:
We all know how savage wi7dat team are,oo ya reet kan el darakyeen thaba7ohom o 7aragohom kman bekon a7san #Jo” هذاتفكيرلايجدي
নোহা সাফার দ্রুত এইসব আপত্তিকর শব্দের ব্যাপারে নিন্দা জানিয়েছে:
“@Daniiiaa: We all know how savage wi7dat team are,oo ya reet kan el darakyeen thaba7ohom o 7aragohom kman bekon a7san #Jo” هذاتفكيرلايجدي
এমনকি এক সংসদ সদস্য নিন্দা জানানোর দলে যোগ দিয়েছে:
@5hadz Even MPs .. الفايز مع اتخاذ عقوبات بحق النادي الذي تسبب جمهوره بهذه الاحداث He means Wehdat? http://bit.ly/gmK2ca
যদিও অনেক টুইটারকারী এই ঘটনা নিয়ে আল জাজিরার যে সংবাদ প্রচার তার উপর ক্রোধ প্রকাশ করেছে। উক্ত সংবাদে এই ঘটনা এবং চলমান যে বর্ণবাদী সংঘর্ষ তার জন্য জর্ডানের পুলিশকে দায়ী করা হয়:
সানাদ আজাব লিখেছে:
Such a BS misleading report “@fayez: تقرير #الجزيرة حول ضرب الدرك للجمهور #jo #video http://j.mp/e0PePz”
আয়মান সাকেত এর সাথে একমত:
যদিও #আলজাজিরা বলছে যে #আল উইহিদাত এর সমর্থকরা আনন্দ উদযাপন করার জন্য বেড়া ভেঙ্গে ফেলে এবং একে অন্যের সাথে ধাক্কা খায়, এর দোষ এখন পুলিশের #জো পুলিশ।
আহমেদ আম্মারি লিখেছে:
We all know it's not but Al Jazeera is trying to make it #JO Gov thing now RT @5hadz: اه لإنو هاي هي مشكلت العنصرية في الأردن، لعبة كرة قدم!