- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: “পশ্চিমের দাসদের ফাঁসিতে ঝোলাও”

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা, রাজনীতি

চীনের এক নতুন ওয়েব সাইট রাজনৈতিক উদারনৈতিকতা বাদীদের নিন্দা জানাচ্ছে। নিন্দা জানানো ব্যক্তির মধ্যে ২০১০ সালের নোবেল পুরষ্কার পাওয়া লিউ শিয়াওবো [1]রয়েছে। গত সপ্তাহে এই সাইটটি তার উগ্রবাদী দৃষ্টিভঙ্গি এবং প্রদর্শনীর জন্য চীনের ইন্টারনেট জগতের মনোযোগ আকর্ষণ করেছে। এই সাইটটির নাম প্রোগ্রেসিভ সোসাইটি [2] এবং এর নামহীন স্রষ্টারা নিজেদের স্বদেশপ্রেমী হিসেবে বর্ণনা করেছে। যদিও এই সাইটটিতে অজস্র সংবেদনশীল রাজনৈতিক শব্দ রয়েছে, তারপরে চীনে যারা ওয়েবকে সেন্সর করে, তারা এই সাইটটিকে অনলাইনে রেখে দিয়েছে। এই ঘটনাটি অনেক প্রশ্ন তৈরি করেছে।

এই ওয়েব সাইটটিতে চারটি মূল অংশ রয়েছে। এর মধ্যে রয়েছে হ্যাঙ্গ দি স্লেভস অফ দি ওয়েষ্ট (পশ্চিমের দাসদের ফাঁসিতে ঝোলানো), রটেন মিডিয়া (দুর্গন্ধযুক্ত প্রচার মাধ্যম), নিউ আইডিওলজিকাল ইমানসিপেশন মুভমেন্ট (নতুন আদর্শিক বন্ধনমুক্তি আন্দোলন), এবং সফ্টওয়্যার ওয়ারফেয়ার (সফ্টওয়্যার যুদ্ধ)। এই সাইটের আপাত উদ্দেশ্য হচ্ছে চীন গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের উদারতাবাদী “বিশ্বাসঘাতকদের” মোকাবেলার জন্য একটা পাল্টা শক্তিকে প্রদর্শন করা। এই সাইটের মূল পাতায় তার তাদের সম্বন্ধে এ ভাবে জানাচ্ছে, “আমরা বিশ্বাস করি না যে আমাদের চিন্তা বিশ্বকে পাল্টে দিতে পারে, কিন্তু আমরা দেখছি যে আধুনিকতার প্রচেষ্টা বাড়ছে এবং আমরা এ ধরনের চিন্তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি”।

পশ্চিমাদের দাস

পশ্চিমের দাস [3] হিসেবে তালিকাভুক্ত বেশীর ভাগ ব্যক্তি উদারনৈতিক রাজনীতিবীদ অথবা মানবাধিকার কর্মী। নীচে যে কয়েকজনের ছবি প্রদর্শন করা হচ্ছে, তাতে আপনি মানবাধিকার আইনজীবী. টেঙ্গ বাইও, নাগরিক অধিকার কর্মী. ঝু ঝিয়ং, রাষ্ট্র বিজ্ঞানের পণ্ডিত, কিউয়ন হুই, অন্যতম লেখক, ইয়ু জি এবং শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্ত ব্যক্তি লিউ শিয়াওবোর ছবি [4] দেখতে পাবেন।

এই পাতায় চারটি মূল অংশ রয়েছে, যেগুলোর নাম হচ্ছে:

১.পশ্চিমের দাসদের জন্য ফাঁসিকাষ্ঠ- তথাকথিত বিশ্বাসঘাতক-এবং পশ্চিমের বশংবদদের পেছনের যে ইতিহাস, সে সম্বন্ধে তথ্য।
২.পশ্চিমের দাসদের আচরণ বিশ্লেষণ-একগুচ্ছ প্রবন্ধের সংগ্রহশালা, যা তথাকথিত পশ্চিমের দাসদের কথামালার বিশ্লেষণ করেছে।
৩.চীনকে রক্ষা করা-একগুচ্ছ প্রবন্ধের সংগ্রহ, যেগুলোর লেখক দেশপ্রেমী এবং জাতীয়তাবাদী নেতারা:
৪. যুদ্ধক্ষেত্র-একগুচ্ছ প্রবন্ধের সংগ্রহশালা, যেগুলো তথাকথিত পশ্চিমের দাসদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে লেখা।

যে সব লেখা পড়তে পরামর্শ প্রদান করা হচ্ছে

এই ওয়েব সাইটের আলাদা ধরনের এক উগ্র স্বর রয়েছে, কিন্তু এখানে কিছু পদ ব্যবহার করা হয়েছে, যা একসময় জনপ্রিয় জাতীয়তাবাদীদের লেখায় দেখা যেত। যেমন উদাহরণ হিসেবে বলা যায় “চায়না ক্যান সে নো [5]” (চীন না বলতে পারে না) এবং ‘চায়না ইজ আনহ্যাপি [6]” (চীন অসুখী) নামক বইয়ের কথা।

এই ওয়েব সাইটের মূল পাতায় কি কি বই পড়া যেতে পারে তার এক তালিকা প্রদান করা হয়েছে, যা যুক্ত করে জাতীয়তাবাদী ওয়েবসাইট এবং ব্লগারদের সাইটগুলোক। এদের “নতুন ধারার বামপন্থী” এবং “নতুন বন্ধনমুক্ত আন্দোলনের অগ্রপথিক হিসেবে বর্ণনা করা হয়”: